খাট্টা খেলা
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে একটি খেলা বিষয়ে আলোচনা করবো। এই খেলাটা শৈশবের সব থেকে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি ছিল এবং অন্যতম। খাট্টা খেলা অনেকে তো খেলেছেন মনে হয়। এই খাট্টা খেলাটা হলো একধরণের ছোট রাবারের বল দিয়ে খেলা হতো। এটি সাধারণ একটি খেলা, তবে এই খেলায় অনেক দক্ষতা আর কৌশলের ব্যাপার ছিল। এই রাবারের ছোট বলগুলো মাটিতে ড্রপ দিলে ধরা খুবই মুশকিল ব্যাপার ছিল। কারণ এই বল একবার ড্রপ দিলে অনেক্ষন ধরে লাফায় আর এই বলগুলো যদি দূরে কোথাও ছোড়া হতো, তাহলে দেখা যেত না, কারণ ভীষণ গতিতে যায়। তবে এই বল দিয়ে আমরা অনেক সময় ক্রিকেট খেলার মতোও খেলতাম, আর এতে ক্রিকেট খেলাটা খুবই কঠিন ছিল। কারণ এই বল এমনিতেই খুব ছোটো আর ড্রপ দিলে আর নাগাল পাওয়া যায় না বলতে গেলে।
তবে এই বল দিয়ে যেটাই খেলা হোক না কেন, মজার ছিল বেশ। আর এই খাট্টা খেলা কথাটার অর্থ হলো মাটিতে একটি ছোট গর্ত করে রাখা হতো। আর এই রাবারের ছোট বল একটু দূর থেকে গড়িয়ে বা হালকা ড্রপ দিয়ে ওই গর্তে ফেলা হতো। আর এইটা খুবই ধৌর্য আর কৌশলের বিষয় ছিল এখানে। চাইলেও গর্তে ফেলা যেত না। অনেক সময় দেখা যেত বল পড়েও গর্তের থেকে বেরিয়ে আসতো। তবে এই গর্তে ফেলতে পারলে পয়েন্ট পাওয়া যেত। অনেকজন খেললে বেশি মজা হতো এই খেলায়। এই খেলাটার জন্য একটু সমান জায়গার প্রয়োজন হতো অর্থাৎ এটি বেশিরভাগ সময়েই উঠোনেই খেলা হতো, আমরা বিকেলে প্রতিদিনই প্রায় এই খেলাটা খেলতাম বন্ধুরা মিলে। তবে এই খেলায় দেখা যেত যে, যে দূরত্ব থেকে বল ছোড়া হতো বা গড়িয়ে দেওয়া হতো গর্তকে লক্ষ্য করে, সেটা অনেকে সহজে ফেলে দিতে লাগলে আবার দূরত্বটা বাড়িয়ে দেওয়া হতো।
এতেই খেলার আনন্দটা আরো বেড়ে যেত। তবে এই বলগুলোর একটাই সমস্যা ছিল যে, হারিয়ে যেত খুব, ছোট বল একবার কোথাও চোখের আড়ালে বেরিয়ে গেলে আরো খুঁজে পাওয়া যেত না। তবে তখনকার সময়ে এই বলগুলোর দামও খুবই সহজলভ্য ছিল, ফলে কেনার ক্ষেত্রে তেমন অসুবিধা হতো না, আর এটি যেকোনো দোকানেই পাওয়া যেত। তবে এই খেলাগুলোর মধ্যে একটা বিষয় হলো লক্ষ্যভেদের দক্ষতা বাড়তো। গ্রামের দিকে এই খেলাটার তখন খুবই চল ছিল, তবে এখন এই খেলাটা বা এই বলগুলো তেমন দেখা যায় না।
বরং এইধরণের ক্যাটাগরির অনেক খেলাই এখন ইলেকট্রিক গেমের আওতায় চলে গিয়েছে। কিন্তু এই খেলাগুলো আসলে একসাথে অনেক বন্ধুরা মিলে মাঠে একত্রিত হয়ে যে আনন্দটা উপভোগ করা যেত, সেটার ১% এইসব গেমে পাওয়া যায় না। নব্বই দশকের বাচ্চাদের তখনকার এই খেলাগুলোর অস্তিত্ব এখন প্রায় শেষ, এই খাট্টা খেলাটা এখন মনে হয় একেবারেই বিলুপ্ত হয়ে গিয়েছে, কারণ এই খেলাটা এখন কোথাও গ্রামাঞ্চলে দেখা যায় না। যাইহোক, এটি আমাদের একটা স্মৃতিবিজড়িত অন্যতম খেলার মধ্যে ছিল।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই খেলাটা আমি খেলিনি কোনদিন৷ আমাদের ওদিকে খুব একটা প্রচলিত ছিল না। এরাম গর্ত করে তো কাচের বা সিমেন্টের গুলি খেলেছি। আর বাবার হাতে ফলস্বরূপ পিটুনিও জুটেছে৷ 😃😃
এই বল গুলোকে আমাদের এখানে পিংপং বলে। খাট্টা খেলা দেখি নি,তবে আমরা সেম খেলাটাই মার্বেল দিয়ে খেলেছি। আসলেই বন্ধুদের সাথে বাস্তব জীবনে এমন সাধারণ গেম খেলে যে মজা,তার ১% ও বর্তমানের ইলেকট্রনিক্স ও ভার্চুয়াল গেম গুলোতে নেই।ধন্যবাদ দাদা অতীতের সুন্দর একটি খেলা শেয়ার করার জন্য।
খাট্টা খেলাটা কখনো খেলা হয়নি দাদা। তবে ছোটবেলায় মার্বেল দিয়ে এই টাইপের খেলা খেলতাম। সেই দিনগুলো সত্যিই খুব মিস করি। আমরা তো বিভিন্ন ধরনের খেলা খেলতাম, কিন্তু এখনকার বাচ্চারা তো মোবাইল কিংবা ল্যাপটপে গেমস খেলেই অবসর সময় পার করে। যাইহোক পোস্টটি পড়ে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খাট্টা খেলা সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো দাদা। আমাদের দেশেও এই খেলা খেলা হয়। তবে সেটা রাবারের বল দিয়ে নয় বরং ছোট ছোট মার্বেল দিয়ে। অনেক ভালো লাগলো দাদা আপনার এই পোস্ট পড়ে।
আমরা ছোটবেলা যে খেলাগুলো খেলতাম সেগুলো তে যে আনন্দ উপভোগ করতাম সেটার একটা শতাংশ অনলাইন গেম থেকে পাওয়া যায় না। ছোটবেলা এই গেমটা অনেক খেলেছি। আপনি আবার মনে করিয়ে দিলেন। আহ কী রঙিন ছিল সেই দিনগুলো।।