RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭২
বাস্তব ঘটনা শেয়ার করি। গত বছর জানুয়ারীতে গিয়েছিলাম বন্ধুর বিয়েতে। আমরা পাচজন। এখন বিয়েতে থাকার জায়গার একটু সমস্যা হয় এটা জানা কথা,সজন্য আমাদের পক্ষ থেকে লোকজন ও কম গিয়েছিল।কিন্তু গিয়ে দেখি পাত্রী পক্ষের যেন আগ্রহই নেই।এই অল্প সংখ্যক বরযাত্রীর ও থাকার ব্যবস্থা নেই। বন্ধুকে বলতে পারতেছি না লজ্জায়।একজন কে জিজ্ঞেস করলাম ঘুমাব কোথায়? বলে যেখানে ইচ্ছা। শুনেই ঠান্ডার ভেতরেও মেজাজ গরম হয়ে গেল,এরপর একটা ঘর দিল ঠিকই,কিন্তু লেপ কাথা কিছু নেই। কিন্তু ভাগ্য মনে হয় সাথে ছিল,দেখলাম আমাদের সোজাসুজি উঠানের অপর পাশে বেশ কয়জন শুয়েছে লেপ নিয়ে।যে আমাদের বলেছিল যেখানে ইচ্ছা ঘুমাও সেও তাদের মাঝে একজন। আমরা অপেক্ষা করলাম কখন ওদের ঘুম গাঢ় হয়,ঘুম গাঢ় হতেও ৫জন আলতো করে ওদের লেপ টা উঠিয়ে নিয়ে এসে দরজা দিয়ে শুয়ে পড়েছি। পড়ের দিন সকালে শুনি ওরা গালাগালি করছে লেপ চোরের উদ্দেশ্যে। আমরা এমন ভাব করে ছিলাম আমরা কিছুই জানিনা।