আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭২
আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।
আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।
আজকের বিষয়ঃ
শীতকালে বন্ধুর বিয়ে নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।
বিষয় নির্বাচনকারীঃ
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
- কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
- এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
এক পাগল লোক ঠান্ডার ভয়ে অনেক দিন গোসল করা ছেড়ে দিয়েছে।সবাই বলেও তাকে গোসল করাতে পারছিল না। তাই হঠাৎ করে একটি ফন্দি বের করলো।তাকে বলা হলো যে কাল তোমার বিয়ে ঠিক করেছি তুমি কি বিয়ে করবে।এটা সুনে সে বলে জি করবো।তখন তাকে বলা হলো ঠিক আছে তাহলে কালকে গোসল করে রেডি হয়ে যাবে। তখন পাগল লোকটি বলে না গোসল করবো না তবে বিয়ে করবো।অনেক বলার পর পাগল রাজি হয় এই মর্মে যে আমাকে সবাই ধরে পানিতে ফেলে দিবি তোরা।তার পর আমি উঠে বিয়ে করতে যাবো।যেই না কথা ফাইনাল হলো তখন সবাই তাকে কোলে করে নিয়ে পানিতে ফেলে দিলো।আর এভাবেই বেচারাকে গোসল করাতে হলো।
বি দ্রঃ- বিয়ের প্রলোভন বড্ড খারাপ ভাই।পাগলকে ও গোসল করাতে বাধ্য করলো।হাহাহ।
মজা লাগলো😁
😄😄
বন্ধু ১: দোস্ত, শীতকালে বিয়ে করছিস কেন?
বন্ধু ২: আরে দোস্ত, শীতকালে বিয়ে করলে কম্বল দুইটা কিনতে হয় না!
বন্ধু ১: সেটা কীভাবে?
বন্ধু ২: মানে, বউয়ের কম্বলে ঢুকে থাকলেই চলবে!
বন্ধু ১: তাহলে তো তোর তাপমাত্রা আরও বেড়ে যাবে!
বন্ধু ২: হ্যাঁ, তাছাড়া, গরম খাবার, গরম চা, আর গরম বউ—সব একসাথে পেয়ে যাব!
বন্ধু ১: তুই কি শীতকালে বিয়ে করে সব সময় গরম থাকার পরিকল্পনা করছিস?
বন্ধু ২: হ্যাঁ, আরেকটা মজার বিষয় হচ্ছে, যেই কম্বল খুঁজে বেড়াতাম, সেটা আর আলাদা করে লাগবে না! 😆
মজা পাইলাম।
শীতের রাতে দুই বন্ধু গল্প করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো পথ মধ্যে এক ছিনতাইকারী এসে বললো, তোদের কাছে আছে বাইর কর। দেখছস, কত্ত বড় চাকু ’
দুই বন্ধু : ভাই, আমার কাল বিয়ে একটা অফার অন্তত দেন বাঁচার জন্য।
ছিনতাইকারী: অফার! আচ্ছা যা, একটা অফার তোদের দিচ্ছি। এই যে সামনে পুকুরটা দেখছিস এই পুকুরে নেমে পরপর সাতটা ডুব দিবি। তাহলে তোদেরকে ছেড়ে দেবো।
দুই বন্ধু : কী যে বলেন ভাই,আমার বন্ধুর তো কালকে বিয়েই করবে, ও তো প্রতি দিন রাতে গোসল করবেই শুদু ওকে এই পুকুরে ডুব দিতে বলেন।
ছিনতাইকারীঃ ঠিক আছে তোদের একজন সাতটা ডুব দিলেই হবে।
বন্ধুঃ বলিস কি বিয়ে করে যদি প্রতি দিন এই ভাবে ঠান্ডা পানিতে গোসম করে মরে যতে হয়। আমার বিয়ের দরকার নাই,আমি
চির কুমার থাকবো।।।।
বাস্তব ঘটনা শেয়ার করি। গত বছর জানুয়ারীতে গিয়েছিলাম বন্ধুর বিয়েতে। আমরা পাচজন। এখন বিয়েতে থাকার জায়গার একটু সমস্যা হয় এটা জানা কথা,সজন্য আমাদের পক্ষ থেকে লোকজন ও কম গিয়েছিল।কিন্তু গিয়ে দেখি পাত্রী পক্ষের যেন আগ্রহই নেই।এই অল্প সংখ্যক বরযাত্রীর ও থাকার ব্যবস্থা নেই। বন্ধুকে বলতে পারতেছি না লজ্জায়।একজন কে জিজ্ঞেস করলাম ঘুমাব কোথায়? বলে যেখানে ইচ্ছা। শুনেই ঠান্ডার ভেতরেও মেজাজ গরম হয়ে গেল,এরপর একটা ঘর দিল ঠিকই,কিন্তু লেপ কাথা কিছু নেই। কিন্তু ভাগ্য মনে হয় সাথে ছিল,দেখলাম আমাদের সোজাসুজি উঠানের অপর পাশে বেশ কয়জন শুয়েছে লেপ নিয়ে।যে আমাদের বলেছিল যেখানে ইচ্ছা ঘুমাও সেও তাদের মাঝে একজন। আমরা অপেক্ষা করলাম কখন ওদের ঘুম গাঢ় হয়,ঘুম গাঢ় হতেও ৫জন আলতো করে ওদের লেপ টা উঠিয়ে নিয়ে এসে দরজা দিয়ে শুয়ে পড়েছি। পড়ের দিন সকালে শুনি ওরা গালাগালি করছে লেপ চোরের উদ্দেশ্যে। আমরা এমন ভাব করে ছিলাম আমরা কিছুই জানিনা।
0.00 SBD,
2.16 STEEM,
2.16 SP
শীতে এক পার্টিতে,একজন মহিলা অন্যকে বললেন--আপনি কি আপনার বিয়ের আংটি ভুল আঙুলে পরেছেন না?
অন্যজন উত্তর দিল-- হ্যাঁ আমিই, আমি ভুল মানুষকে বিয়ে করেছি।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
মজার ব্যাপার হলো আমার এক ফ্রেন্ডের বরকে শীতের মধ্যেও হলুদের রাতে দুইবার গোসল করানো হয়ছে।কারণ হলো প্রথমবার হলুদ লাগানোর বদলে আদা বাটা লাগিয়ে দিয়েছিলো। পরের বার আবার হলুদ বাটা লাগিয়ে গোসল করানো হয়েছে।