You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ আচরণ ]

in আমার বাংলা ব্লগ4 years ago

একজনের ভাইরাসে বাকি নয়জনকে আক্রান্ত করে ফেলে এবং একটা সময় শেষে সবাই সিগারেটের প্রতি আসক্ত হয়ে যায়।

এটা অত্যান্ত দুঃখ জনক হলেও সত্য। এমন অনেক বন্ধু আছে আমার যারা খুব বোকা ছিলো স্কুল লাইফে তবে তারা আজ সব ধরনের নেশার সাথে যুক্ত। আর সিগারেট এটা তো ডাল ভাত। এটার জন্য দ্বায়ী সে সমস্ত ভাইরাস। তবে ভাই আপনি যেমন নিজেকে কন্টোল করছেন বন্ধুদের সাথে মিশেও নিজেকে ঠিক রাখছেন, আমিও আল্লাহ রহমতে এখনো সে সব ভাইরাসবাহী বন্ধুদের সাথে আগের মতোই মেলামেশা করি তবে আজও তাদের ভাইরাস আমাকে আক্রমণ করতে পারে নাই।

আপনার ছেলে ছোট বয়সেই ভাইরাসের বিষয়টা বুঝতে পারছে জেনে ভালো লাগলো। আসলে নিজেকে কন্টোল করার ক্ষমতা না থাকলে খারাপ বন্ধুদের সাথে না মেশাই ভালো। আপনার আবোল-তাবোল জীবনের গল্পগুলো আমার কাছে অসাধারণ লাগে ভাই। ভালোবাসা নিয়েন।