বিভিন্ন পর্যায়ে রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ14 days ago (edited)


আসসালামু আলাইকুম

আজ
রবিবার

২১ এপ্রিল,
২০২৪

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আশা করবো আমার মোবাইলে ধারণ করা ফটোগুলো আপনাদের ভাল লাগবে। আসুন এক নজরে দেখে আসি বিভিন্ন পর্যায়ের ফটোগুলো।


IMG_20240421_003623.jpg



প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পানিতে ভাসমান কিছু পাতি হাঁসের ছবি। পাতি হাঁসগুলো যখন পানির উপরে নীরবে ভেসে ছিল তখন দেখতে খুবই ভালো লাগছিল। আমি লক্ষ্য করেছিলাম তারা ঘুমন্ত অনুভূতি নিয়ে গায়ের লোমের মধ্যে মুখ গুঁজে রেখেছে, তবে তারা বাতাসে যেন একটু এদিক সেদিকে ভেসে যাচ্ছে। ইচ্ছে ছিল ভিডিও ধারণ করবো কিন্তু মানুষের চক্ষু লজ্জার ভয়ে ভিডিও ধারণ করতে পারি নাই।


IMG_20240419_141141.jpg



এটা একটি বাঁশ বাগানের দৃশ্য। বাঁশ বাগানটা ক্যামেরাবন্দি করতে খুবই ভালো লাগছিল। মোবাইলের ক্যামেরা ভালো হলে ফটো এবং ভিডিও ধারণ করতে বেশি ভালো লাগে। মাঝেমধ্যে আমার মোবাইলে খুব সুন্দর হিরো ধারণ হয়। তাই আমি চেষ্টা করে থাকি চলতি পথে কখনো ভালো লাগার কিছু পেলে ক্যামেরা বন্ধী করতে।


IMG_20240419_140852.jpg



এটা আমাদের লাউ গাছের লাউ এর ফটোগ্রাফি। একটি লাউয়ের পাশাপাশি আরো ছোট ছোট দুইটা লাউ রয়েছে। লাউএকসাথে দুই তিনটা করে হয়ে থাকে। আর এমন যমজ লাউ গুলো দেখতে খুবই ভালো লাগে আমার। আমি প্রায় লক্ষ্য করে থাকি গাছে এমন একসাথে অনেকগুলো লাউ ধরতে। এমন জিনিসগুলো মানুষকে অবাক করে।


IMG_20240402_102818.jpg



এটা একটি নারিকেল গাছের চিত্র। রোদের মুহূর্তে নারিকেল গাছগুলো একাকী ক্যামেরা মধ্যে আনতে খুবই ভালো লাগে আর স্পষ্ট দেখতেও সুন্দর লাগে। একদম হুবহু গাছের চিত্র ক্যামেরাবন্দি হয়েছে, চিত্রটা আমার কাছে বেশি ভালো লেগেছিল।


IMG_20240327_163619.jpg



এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন অতি সুস্বাদু খাবার শিমের বিচি। এগুলো রান্না করে খেতে এবং ভাজি করে খেতে আমার খুবই ভালো লাগে। ছোলা ভুনার মত রান্না করে খেতেও অনেক ভালো লাগে।


IMG_20240302_161225.jpg



পাশাপাশি দুইটা পুকুর মাঝখানে পুকুরের পাড় এমনই অপরূপ দৃশ্য ধারণ করেছিলাম মোবাইলে। রোদের মুহূর্তে এমন স্থানগুলো ক্যামেরাবন্দি করতে খুবই ভালো লাগে। হালকা বাতাস হওয়ায় পানির ঢেউ বোঝা যায়। আর এই চিত্রগুলো যেন একদম গ্রাম বাংলার সুন্দর দৃশ্য মনের মধ্যে স্থান করে নেয়। বারবার দেখতে ও মা মাটি নিয়ে ভাবতে ভালো লাগে।


IMG_20240208_095349.jpg



এটা আমার প্রিয় ছাগলের ছবি। আমার ছাগলটা আগে খুবই উড়নচণ্ডী ছিল। তবে দুইটা বাচ্চা হওয়ার পর বেশ অনুকূলে এসেছে।


IMG_20240126_100752.jpg



এগুলা কিছু বক পাখির পালক। একদিন পুকুর পাড়ে উপস্থিত হয়ে দেখছিলাম এক জায়গায় অনেকগুলো এমন পালক পড়ে রয়েছে। কোথা থেকে কিভাবে আসলো তা জানি না। হাতে মোবাইলটা থাকায় ফটো ধারণ করেছিলাম।


IMG_20240117_173449.jpg

পোস্ট বিবরণ:


বিশেষতথ্য
ক্যাটাগরিরেনডম ফটোগ্রাফি
লোকেশনগাংনী-মেহেরপুর
ফটোগ্রাফার@simransumon
ডিভাইসমোবাইল ফোন
মোবাইলHuawei P30 Pro-40mp
দেশবাংলাদেশ


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 14 days ago 

খুবই সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে বর্ণনা ছিল অসাধারণ। বিশেষ করে লাউ এর ফটোগ্রাফি আর নারিকেল গাছের দৃশ্যটি আমার বেশি ভালো লেগেছে।

 14 days ago 

লাউ আর নারিকেল গাছের ফটো ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 14 days ago 

ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে বিশেষ করে ভিন্ন ভিন্ন সৌন্দর্যগুলো উপস্থাপন করেছেন বলে বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 11 days ago 

ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে যেন খুশি হয়েছি

 13 days ago 

সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছে। তবে বিশেষ করে আমার কাছে সিমের বিচির ফটোগ্রাফি এবং লাউয়ের ফটোগ্রাফি ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

সবজির ফটো ভালো লেগেছে জেনে খুশি হলাম

 13 days ago 

চমৎকার সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছো দেখছি। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম আমি। প্রত্যেকটা ফটো দেখার মত ছিল। প্রাকৃতিক পরিবেশের আমার সুন্দর সুন্দর ফটো আমার অনেক ভালো লাগে। লাউ এর ফটো কিন্তু দারুণ ছিল এক জায়গায় তিনটা। সুন্দর এ ফটোগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 13 days ago 

আপনি তো দেখছি বেশ এলোমেলোভাবেই ফটোগ্রাফি গুলো করলেন। ফটোগ্রাফি করার জন্য দক্ষতা এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য এবং দক্ষতা যদি থাকে তাহলে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা সম্ভব। আপনি ফটোগ্রাফি করার চেষ্টা করতেছেন দেখে খুব ভালো লাগলো। লাউ গাছে থাকা ছোট ছোট লাউ গুলোর ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। বক পাখির পালক পড়ে থাকতে দেখে ওইটারও অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। সব মিলিয়ে খুব ভালো লাগলো ফটোগ্রাফি গুলো। আরো অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন ধৈর্য আর দক্ষতা কাজে লাগিয়ে ফটোগ্রাফি করলে।

 11 days ago 

ধন্যবাদ আপু উৎসবমূলক মন্তব্য করার জন্য

 13 days ago 

আপনি তো অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে এমনিতে বেশ ভালো লাগলো। ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাউ গাছের লাউ এর ফটোগ্রাফি এবং শিমের বিচি এর ফটোগ্রাফি। তবে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।

 11 days ago 

সবজির ফটো গুলো ভালো লেগেছে যেন খুশি হয়েছি

 13 days ago 

খুব সুন্দর ছিল তোমার রেনডম ফটোগ্রাফি মূলক পোস্ট। এ জাতীয় পোস্টগুলো আমার খুবই ভালো লাগে। কারণ একটি পোষ্টের মাঝে বিভিন্ন প্রকার ছবি দেখতে পারা যায় পাশাপাশি সেই ছবির বর্ণনা পড়েউ ভালো লাগে। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখার মত ছিল। লাউ এর ফটোটা অসাধারণ।

 11 days ago 

একদম ঠিক বলেছেন আপনি

 11 days ago 

খুবই চমৎকার কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছিল আপু। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। দুর্দান্ত কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 days ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি

 10 days ago 

বিভিন্ন রকম কয়েকটা ফটোগ্রাফি দিয়ে আজকে আপনি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি পোস্টগুলি দেখতে বেশ ভালই লাগে বিভিন্ন রকমের ফটোগ্রাফি একসাথে দেখা যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 days ago 

আমার এই পোস্ট আপনার ভালো লেগেছে যেন খুশি হয়েছি।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63182.56
ETH 3083.10
USDT 1.00
SBD 3.83