প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।

আজকে অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম। শারীরিকভাবে অসুস্থতা এবং পরীক্ষা থাকায় অনেকদিন উপস্থিত থাকার সুযোগ হয়নি। আমার কিছুদিন আগে মিড টার্ম পরীক্ষা শেষ হয়েছে বর্তমানে মোটামুটি ব্যস্ততা কিছুটা কম মানে পড়াশোনা চাপটা কিছুটা কমে গিয়েছে। তাই ক্যাম্পাসে বর্তমানে খুব একটা ক্লাস হচ্ছে না। ক্লাসের ফাঁকে ক্যাম্পাসের বাইরে বড় মাঠে চলে গেলাম যেখানে মুক্তমঞ্চ তৈরি হয়েছে। আমিও আমার বন্ধুরা মিলে বসে বিভিন্ন আলোচনা করছিলাম। এমন সময় আমার চোখ পড়ল বিশ্ববিদ্যালয়ের নতুন তৈরি করা ডালিয়া ফুলের বাগানের দিকে। এমনিতেই মনটা আমার খুব খারাপ ছিল কিন্তু এতো সুন্দর সুন্দর ফুল গুলো দেখে মন ভালো হয়ে গেল। আর দেরি না করে সবাইকে রেখে ফুলগুলোর কাছে চলে গেলাম আর ফোন দিয়ে ছবি তুলে আপনাদের মাঝে তুলে ধরলাম।আমি আশা করছি আপনাদের ছবি গুলো অনেক ভালো লাগবে কারণ এই ছবিগুলো আমার অনেক পছন্দের। তাহলে চলুন দেরি না করে দেখে নেই কি কি রঙের ডালিয়া ফুল আমি ক্যাপচার করেছি।
ফটোগ্রাফি🖼️ -১👇

অবস্থান
প্রথমেই যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা মেরুন এবকং সাদা রঙের সংমিশ্রণ এর একটি রঙের ফুল নাম তার ডালিয়া।ফুলটা দেখতে অপরুপ সুন্দর।
ফটোগ্রাফি🖼️ -২👇

অবস্থান
নীল আকাশের মাঝে এই খয়েরী রঙের ফুল একদম আকাশের সৌন্দর্য কে পরিপূর্ণ করে রেখেছে। হাল্কা বাতাস বইছে সাথে ফুল গুলো হাল্কা এইদিক ওদিক দুলছে।
ফটোগ্রাফি🖼️ -৩👇

অবস্থান
একই প্রজাতির অনেক গুলো ফুল রয়েছে দেখলাম এইগুলো অবশ্য শীতকাল শেষ হলেই শেষ হয়ে যায় তবুও এদের সৌন্দর্য আসলেই মনমুগ্ধকর। তাই অনেক গুলো ছবি তুলে রেখেছি।
ফটোগ্রাফি🖼️-৪👇

অবস্থান
এই ফুলের রঙ আরও সুন্দর ইংরেজিতে যাকে বলে পার্পেল কালার ।সূর্যের আলো ফুলের উপর পরতেই চারদিক ঝলমলিয়ে উঠে একদম।
ফটোগ্রাফি🖼️ -৫👇

অবস্থান
এই ফুলের কথা আর কি বলবো হলুদ ডালিয়া। আমি আগে কখনোই হলুদ রঙের ডালিয়া দেখিনি আমার কাছে একদম নতুন ধরনের ফুল এটা। আমাদের চেনা পরিচিত ফুলের বাইরে অনেক অচেনা ফুল রয়েছে দেখলাম। আমার অনেক ভালো লেগেছে এই হলুদ ফুল দেখে।
ফটোগ্রাফি🖼️ -৬👇

অবস্থান
সর্বশেষ ছবিটি তুলেছিলাম হচ্ছে মেরুন রঙের অনেক গুলো ডালিয়া ফুলকে একসাথে।প্রতিটি ফুল আমাকে গভীর ভাবে মুগ্ধ করেছে।ইচ্ছে হলো ফুল গুলো যদি নিজের কাছে নিয়ে আসতে পারতাম কিন্তু কি করার,ফুল গাছেই সুন্দর।ফুলগুলো দেখে মনকে ফ্রেশ করে চলে আসলাম তারপর ক্যাম্পাসের বাস ছাড়ার সময় হলো। বাসে উঠে বাসায় চলে আসলাম।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖

ডালিয়া ফুল আমার খুবই পছন্দের। বিশেষ করে সাদা রঙের সংমিশ্রনের ফুলগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে প্রত্যেকটা কালারই খুব সুন্দর। এই ধরনের ফুল গুলো দেখলে আসলেই মনটা ভালো হয়ে যায়। ক্যাম্পাসের বাগান থেকে দারুণ সব ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। মনোমুগ্ধকর ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ডালিয়া আমারও অনেক পছন্দের একটা ফুল। আপনাকেও ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডালিয়া ফুলের অসাধারণ ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এখানে কয়েক ধরনের ডালিয়া ফুল আমার দেখা হয়নি। আপনার পোস্টের মাধ্যমে দেখতে পারলাম কত বৈচিত্র্য ধরনের ডালিয়া ফুল।সবগুলো ফটোগ্রাফি সুন্দর তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফটোগ্রাফি-৩। ফুল দেখে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুন্দর ফুলের ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
X-promotion
https://x.com/JannatulF57996/status/1902971262835519780?t=_qH9tJ9Ubtb1bh-7bh8hjQ&s=19
https://x.com/JannatulF57996/status/1902972653822152899?t=NqUVus-H-Cx3P9jTZlEYIw&s=19
এত সুন্দর সুন্দর কিছু ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখে মনটা ভরে গেল। দারুন কিছু ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন।ফুলের কালার গুলো খুব সুন্দর ছিল দেখেই মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু পোস্টি শেয়ার করার জন্য।
আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।