প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।

আজকে আমি আপনাদের সামনে একটা ফুলের পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি হল মুহূর্তকে ধরে রাখার এখন অন্য মাধ্যম।অনেক মুহূর্তগুলো আমাদের মাঝে থেকে হারিয়ে যায়, কিন্তু ছবির মাধ্যমে সেই মুহূর্তগুলো চিরস্থায়ী করা সম্ভব। এই ফুল আমারা কম বেশি সবাই চিনি।নাম তার গোলাপ।গোলাপ কে বলা হয় ফুলের রাণী। তবে এই গোলাপের অনেক জাত রয়েছে।অনেকদিন পর ক্যাম্পাসের পাশে একটা গোলাপ বাগান রয়েছে যেখানে গিয়েছিলাম। মূলত গিয়েছিলাম হচ্ছে আমার একটা ভাই অসুস্থ পাশে হসপিটালে ভর্তি সেই রোগীকে দেখার উদ্দেশ্যে। ফেরার পথে ভাবলাম বাগানটা ঘুরে আসি। কিছুদিন আগে যখন দেখেছিলাম তখন গাছগুলো কেবল লাগানো হয়েছিল। এবার দেখে তো আমি একদম অবাক প্রত্যেকটা গাছে গোলাপ ফুল ধরে আছে। সেকি মনোরম পরিবেশ ঝাকে ঝাকে লাল, গোলাপি ফুলের সমাহার। আমার তো সেখান থেকে চলে আসতে ইচ্ছে করছিল না।বর্তমানে আমি, ছবি তুলতে অনেক ভালোবাসি। ছবি তোলা একটা আর্ট।ফটোগ্রাফি করতে অনেক বিষয় চিন্তা ভাবনা করে ফটোগ্রাফি করতে হয়। যাই হোক এগুলো সৌন্দর্য আমাকে মোহিত করেছে। আজকের পরিবেশটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তাই ছবি তুলতে আমার অনেক ভালো লাগছিল।
ফটোগ্রাফি🖼️ -১👇
.jpg)
অবস্থান
প্রথমে যে ছবিটা দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম গোলাপি রঙের গোলাপ ফুল। বাতাসের হালকা স্পর্শে পাতাগুলো দোল খাচ্ছে সেই সাথে ফুলের পাপড়িগুলো খেলা করছে। কি অপরূপ সৌন্দর্য।
ফটোগ্রাফি🖼️ -২👇

অবস্থান
পরবর্তী যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাও গোলাপ ফুলের ছবি তবে একটা নাহ হাজার হাজার গোলাপ ফুল। বাতাসের সাথে গোলাপ ফুলের মিষ্টি গন্ধ চার ওদিকে মম করছে।
ফটোগ্রাফি🖼️ -৩👇
.jpg)
অবস্থান
এই ছবিটিতে ফুটে উঠেছে প্রকৃতির এক অপার সৌন্দর্য।সূর্যের আলোয় ভেসে যাওয়া নরম পাতাগুলো নতুন প্রাণের বার্তা দিচ্ছে। গাছের সবুজ পাতা এবং নীল আকাশ মিলিয়ে এক প্রশান্তি ময় পরিবেশ সৃষ্টি করেছে চারিপাশে।
ফটোগ্রাফি🖼️-৪👇
.jpg)
অবস্থান
এই ছবিটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে গোলাপি রঙের এই গোলাপ ফুলটি ।এ যেন প্রকৃতির ক্যানভাসে এক টুকরো রঙের ছোঁয়া।এই ফুলটি তার রং, গঠন এবং বৈশিষ্ট্যের দ্বারা চারিপাশে এক অনন্য পরিবেশের সৃষ্টি করেছে যেটি ক্যামেরায় তুলে রাখার মত বিশেষ কিছু।এই ফুল কলি থাকা অবস্থায় এক সৌন্দর্য প্রকাশ করে তারপরে যখন সম্পূর্ণ ফুল ফুটে যায় তখন তার পাপড়িগুলো ঝরে যাওয়ার আগ মুহূর্তে অন্যরকম সৌন্দর্য প্রকাশ করেন। প্রকৃতির সৃষ্টি সত্যিই বড় অদ্ভুত।
ফটোগ্রাফি🖼️ -৫👇

অবস্থান
সবগুলো ফুলের মধ্যে এই ফুলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে কারণ এই ফুলের কালার কম্বিনেশন এতটাই সুন্দর যে একবার চোখ পড়লে চোখ ফেরানো যায় না। আমি মুখ দুচোখে তাকিয়ে ছিলাম, টকটকে গোলাপি রঙ এবং সাদা রঙের সংমিশ্রণে কি অপূর্ব সুন্দর এই ফুলটি। সূর্যের আলোয় এর রূপরেখা চারদিকে ঝলমল করছে।
ফটোগ্রাফি🖼️ -৬👇
.jpg)
অবস্থান
এটি হচ্ছে একদম লাল টকটকে গোলাপ ফুল ।এটি হচ্ছে ভালোবাসার প্রতীক বলি আমরা। অনেক কবিরা এই ফুল কে নিয়ে কবিতা, উপন্যাস, অনেক লেখালেখি করেছেন। আমরা প্রিয়জনকে ভালবেসে লাল গোলাপ উপহার দেই।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖

X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। গোলাপ ফুল পবিত্রতা শুভ্রতা ও সৌন্দর্যের প্রতীক। গোলাপ ফুল বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অতিথিদের বরণ করার জন্য এবং এই ফুল দিয়ে আমরা আমাদের প্রিয়জনকে প্রপোজ করে থাকি। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
গোলাপ হলো ফুলের রানী। সৌন্দর্যের দিক দিয়ে গোলাপ সর্বদাই এগিয়ে। তাই গোলাপকে ফুলের রানী বলা হয়। গোলাপ ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি গোলাপ ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। ফটোগ্রাফি সহিত গোলাপ ফুলের চমৎকার বর্ণনা ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ আপু
$PUSS promo missing
.
comment link
1
2
3
task
হাসপাতাল থেকে ফেরার পথে খুব সুন্দর একটা গোলাপ ফুলের বাগানে ঘুরতে গিয়েছেন। গোলাপ ফুল আসলে যে কত জাতের সেটা বলা মুশকিল। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল আপু। ৫ নং ফটোগ্রাফি টা আমারও বেশ ভালো লেগেছে। দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
বাহ অনেকগুলো সুন্দর সুন্দর দেখতে গোলাপের ছবি শেয়ার করেছেন আপনি। গোলাপ দেখতে এত সুন্দর যে কারণে মানুষ মানুষকে প্রেম নিবেদন করতে গেলে গোলাপ ফুল নিয়ে যায়। কিছু সিঙ্গেল ছবি কাজ থেকে নিলে আমার মনে হয় আরো ভালো লাগতো। আসলে গোলাপ একটি এমন ফুল যে আরো চাই আরো চাই এরকম মনোভাব তৈরি হয়ে যায়।