শীতকাল শুরু হতে হতে শীত এখন মনে হচ্ছে ভালোই পড়েছে। আমার মত যারা এলার্জির রোগী আছেন যাকে বলে কোল্ড এলার্জি। তাদের অবস্থাটা যে কি রকম আমি খুব ভালোই বুঝতে পারি। সকাল থেকেই হাঁচি এবং কাশি দিতে দিতে আমার অবস্থা খারাপ। তাই আমার মা সকাল বিকাল করে আমাকে চা খাওয়ায়। চা খেতে খেতে হঠাৎ মনে পড়লো আমার তো আজকে পোস্ট করা হয়নি। কি বিষয়ে পোস্ট করবো খুজে পাচ্ছিলাম না। এমন সময় মাথায় বুদ্ধি এলো কেননা চা দিয়েই কিছু আঁকাই।ছোটবেলায় স্কুল শেষ করে বাড়ি ফেরার পথে দেখতাম অনেক ছেলেরা ক্রিকেট খেলছে।আবার স্কুলের টিফিনে ক্রিকেট খেলত আরো নানান ধরনের খেলাধুলা করতো। এখন সেগুলো কিছু পাওয়া যায় না। সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে। এখন খুব একটা দেখা যায় না সবাই ব্যস্ত। বাচ্চাদের পড়াশোনাটা ও যান্ত্রিক হয়ে গেছে। তাই বাচ্চাদের ক্রিকেট খেলার দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরতে চেয়েছি। যেই ভাবা সেই কাজ চায়ের কাপের অবশিষ্ট চা নিয়ে চলে গেলাম ছবি আঁকতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আঁকিয়েছি।
প্রয়োজনীয় উপকরণ :
১. ড্রইং প্যাড ।
২. কলম ।
৩. মার্কার পেন ।
৪. চা ।
বিবরণ :
ধাপ-১
| |
প্রথমে চা খাতায় ঢেলে দিব। ছিঁটে নেব পুরো খাতাটা। খাতাটা শুকিয়ে নিয়ে প্রথমে একটা ছেলের ক্রিকেট খেলার ব্যাট হাতে নিয়ে আছে এমন স্কেচ করবো কলম দিয়ে।আর একটা ছেলের দূরে দাঁড়িয়ে আছে এমন আঁকিয়ে নেব।
| |
এখন পেছনে দুইটা খেজুর গাছ আঁকিয়ে নেব।
| |
আর একটা ছেলে আঁকিয়ে কলম নিয়ে ২টা ছেলেকেই স্কেচ করে নিব। পিছনে পুকুরে পানি আছে এমন বোঝাতে কলম দিয়ে সোজা সোজা দাগ দিয়ে নেব।
এবার আরেকটি ছেলে দৌড়ে গিয়ে বল ক্যাচ ধরছে এমন আঁকাবো কলম নিয়ে।
| |
এখন ছেলেরা যে ক্রিকেট খেলছে এই খেলার মাঠটা কালো কলম দিয়ে ভালোভাবে আঁকিয়ে নেব।
এখন সবকিছু মার্কার পেন দিয়ে বর্ডার দিয়ে নেব।চা যেভাবে খাতায় ছিটে ছিটে পড়েছে প্রত্যেকটা জায়গায় মার্কার পেন দিয়ে বর্ডার দিয়ে নেব। এভাবেই তৈরি হয়ে গেল শৈশবে বাচ্চাদের ক্রিকেট খেলা। আশা করি আপনাদের সবার আমার করা এই চিত্রটি ভালো লাগবে।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | আর্ট🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
আপনি সত্যিকারের শিল্পী মানুষ৷ আমি এমন আর্ট আগে কফি দিয়ে করেছি। কিন্তু চা দিয়ে কখনও ভাবিনি।
আপনার পেনের আর্টও আগে দেখেছি। অসাধারণ নিখুঁত হাত আপনার৷ মুগ্ধতা রেখে গেলাম। আপনি বড় বড় এক্সহিবিশনে পার্টিসিপেট করুন আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
চা এবং কলম দিয়ে আঁকা ক্রিকেট খেলার দৃশ্য সাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। সত্যিই আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই ক্রিকেট খেলার দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। আসলে এই দৃশ্যটি এত সুন্দরভাবে ফুঠিয়ে তুলেছেন। যা দেখে খুবি ভালো লেগেছে।
আপনার ভালোলাগা আমার জীবনের পরম পাওয়া।
জাষ্ট অসাধারণ।
চা দিয়ে যে এরকম চিত্র অঙ্কন করা যায় এটাই তো ভাবতে পারছিনা। আপনি তো দেখছি বেশ ভালো একজন শিল্পী। তাছাড়াও অংকনের থিমটা কিন্তু অসম্ভব ভালো লেগেছে আমার কাছে।
দোয়া রইল এগিয়ে যান।
ধন্যবাদ ভাইয়া।
চমৎকার হয়েছে আপু। এত সুন্দর ধারণা কোথা থেকে পেলেন? চা দিয়ে চিত্র অংকন করার কথা শিল্পী ছাড়া কারোর মাথায় আসতেই পারে না। আপনার দক্ষতার প্রশংসা করতে হয় আপু। কত সুন্দর ভাবে ক্রিকেট খেলায় দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। দেখে একেবারেই মুগ্ধ হয়ে গিয়েছে। আপনার আজকের পোস্ট আমার কাছে দুর্দান্ত লেগেছে। সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু।
কাগজের উপর চা ফেলে এভাবে যে পেইন্টিং করা যায় তা আবার জানা ছিল না।এক কথায় বলতে অসাধারণ হয়েছে।চা এবং কলম দিয়ে তৈরি করা ক্রিকেট খেলার সুন্দর একটি মুহূর্তের পেইন্টিং দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি।
ধন্যবাদ ভাইয়া আপনি যে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 6/7) Get profit votes with @tipU :)
সর্বপ্রথম আপনার সুস্থতা কামনা করছি আল্লাহ যেন আপনাকে সব সময় সুস্থ রাখেন। যাই হোক আপনি অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে হঠাৎ করে ছোটবেলার স্মৃতিচারণ থেকে চা এবং কলম দিয়ে আঁকা ক্রিকেট খেলার দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার চা এবং কলম দিয়ে আঁকা ক্রিকেট খেলার দৃশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে। সবশেষে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি ইউনিক দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।