কথাগুলো একদম সত্যি বলেছেন আপু। আমাদের সবার উচিত এমন কাউকে শীোত বস্ত্র বা সাহায্য করা যারা শারীরিকভাবে অক্ষম এবং একদমই নিজের স্বাবলম্বী হয়ে কোন কিছু করতে পারবে না। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় শারীরিকভাবে সক্ষম ব্যক্তি নাই ভিক্ষা এবং সাহায্যপ্রার্থী হয়ে থাকে। এদের যদি আমরা কাজের ব্যবস্থা করে দেই তাহলে আর এরকম হবে না। সব মিলিয়ে আপু সুন্দর সুবুদ্ধি মূলক কথা বলেছেন।