ধানমন্ডি লেকে ঘোরাঘুরির সুন্দর কিছু মুহূর্তের প্রথম পর্ব।

in আমার বাংলা ব্লগlast month

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আসলে এবারের ঈদে ছেলেমেয়েদেরকে নিয়ে ঢাকায় তাদের দাদু বাড়ী গিয়েছিলাম ঘুরতে।তারপর আমরা ওখান থেকে ধানমন্ডি লেকে ঘুরতে যাই। আসলে প্রথমে ভাবতে পারিনি ধানমন্ডি লেক দেখতে এতটা ভালো লাগবে। লেকের ওখানকার পরিবেশটা সত্যিই খুবিই সুন্দর। আমি তো দেখে একদম মুগ্ধ। বিশাল এরিয়া জুড়ে এই লেক রয়েছে। সত্যি বলতে ধানমন্ডি লেকে ঘুরে, আমার এবং আমার বাচ্চাদের খুবই ভালো লেগেছে। আসলে বাচ্চাদেরকে নিয়ে এসব জায়গায় গেলে বাচ্চারা অনেক খুশি হয়। আর আমার বাচ্চারা তো এখানে গিয়ে সত্যিই খুব আনন্দ পেয়েছে। আমাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। আর লেকটা অনেক বড় তাই অনেকগুলো ছবি তোলা হয়েছে যা একসাথে পোস্ট করা সম্ভব না বলে পোস্টটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে প্রথম পর্ব তাহলে চলুন দেখা যাক প্রথমপর্বটি।

  • প্রথমে আমি লেকের বাহিরের কিছু ছবি তুলে নিলাম। লেকের বাহিরে ছাতা দিয়ে উপরে অনেক সুন্দর করে ডেকরেশন করা।তাই আমি সেই জায়গার সুন্দর একটি ছবি তুলে নিলাম।

20240413_170723.jpg

  • গেট দিয়ে ঢুকতে প্রথমে দেখলাম রাস্তায় পাশে বিশাল বড় একটি লেকে। আর লেকের পারে অনেক গাছপাল। তাই আমি সেই জায়গার একটা ছবি তুলে নিলাম।

20240413_171419.jpg

  • এরপর আমরা আরো কিছুদূর হাঁটলাম। সেখানে দেখলাম আশেপাশে অনেক গাছ। তারপর একটা গাছ দেখলাম একদম লেকের পাড়ে ঝুঁকে পড়েছে। তাই সেটার ছবি তুলে নিলাম। এরপর আমরা সামনে আরো কিছুদূর হাঁটলাম। জায়গাটা দেখতে সত্যিই খুব মনমুগ্ধকর।

20240413_171053.jpg

  • এরপর দেখলাম রাস্তার পাশে একটি লোক বসে বসে বাঁশি বাজাচ্ছে আর বাঁশি বিক্রি করছে। লোকটার বাঁশির আওয়াজ সত্যিই খুব সুমধুর ছিল। সেই বাঁশির আওয়াজ আমার কাছে খুবই ভালো লেগেছিল।

20240413_173438.jpg

  • এরপর আমরা দেখলাম লেকের পাশে অনেক সুন্দর সুন্দর খেলনার দোকান, কসমেটিকসের দোকান এবং আরো অনেক খাবারের দোকান। এরপর আমরা আরো হাটলাম। এরপর আমার ছেলে একটা খেলনা কিনার জন্য বায়না ধরেছিল। তাই তাকে সেই খেলনাটি কিনে দিলাম। এরপর আমরা আরেকটু সামনে গিয়ে দেখলাম লেকের পাশে খুব সুন্দর একটি ঝর্ণা। তাই আমি সেটার ছবি তুলে নিলাম।

20240413_172628.jpg

  • তারপর আরো একটু হাঁটার পর দেখলাম খুব সুন্দর একটা বাড়ি। বাড়িটা দেখতে পুরনো মডেলের হলেও আমার কাছে খুবই ভালো লেগেছে। বাড়িটা দেখতে সত্যিই অসাধারণ লাগছিল। তাই আমি বাড়িটার একটা ছবি তুলে নিলাম।

20240413_172222.jpg

  • এরপর আমরা আরেকটু সামনে গিয়ে দেখলাম লেকের পাড়ে কয়েকজন লোক বসে মাছ ধরছে। বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই আমি একটা ছবি তুলে নিলাম।

20240413_172501.jpg

  • এরপর আমরা আর একটু হাঁটার পর গিয়ে দেখলাম একটা গোল জায়গা। সেখানে অনেক মানুষের ভিড়। সত্যি বলতে জায়গাটা দেখতে যেহেতু খুবই সুন্দর তাই এখানে প্রতিদিনই অনেক মানুষ আসে। আর যেহেতু সময়টা ঈদের ছিল তাই আরো অনেক বেশি মানুষ এসেছিল।

20240413_173002.jpg

এই ছিল আমার আজকের পোস্ট আশা করি আপনাদের কাছে ভালই লাগবে ধানমন্ডি লেকে ঘুরাঘুরির কিছুটা অংশ দেখে। ভুল মানুষ মাত্রই হয় যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

চলবে.......

গুগল ম্যাপ লোকেশন : Rd 7, Dhaka 1205

ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s

শুভেচ্ছান্তে : @sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

Sort:  
 last month 

বাহিরে ঘুরাঘুরি করতে আমি অনেক বেশি ভালোবাসি। এই ধরনের জায়গা গুলোতে ঘুরতে যেতে অনেক বেশি ভালো লাগে। এরকম জায়গায় গেলে খুব ভালো সময় কাটানো যায় সবাই মিলে। ধানমন্ডির লেকের কথা আমি অনেকবার শুনেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। কিন্তু কখনো না কখনো অবশ্যই জায়গাটাতে যাওয়ার ইচ্ছা আছে। লেকের পাড়ে বসে মাছ ধরার দৃশ্যটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। আপনি ধানমন্ডি লেকে যেমন ভালোভাবে ঘুরাঘুরি করেছিলেন, তেমনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ।আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার ঘুরাঘুরি করার মুহূর্তটা এবং ফটোগ্রাফি।

 last month 

ধানমন্ডি লেক অনেকখানি জায়গা জুড়ে বিস্তৃত। তাইতো আপনার অনেকগুলো ফটোগ্রাফি করা হয়েছে। আজকের প্রথম পর্বের ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। আপনি আপনার বাচ্চাদের নিয়ে ধানমন্ডি লেকে ঘুরতে গিয়ে ভালো সময় অতিবাহিত করেছেন এবং সেই পোস্ট আমাদের মাঝে শেয়ার করে নিয়েছেন দেখে অনেক বেশি ভালো লাগলো।

 last month 

ঈদের সময় ছেলে মেয়েকে নিয়ে তাদের দাদুর বাড়ি ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো। ধানমন্ডি লেকে আমার কখনো যাওয়া হয়নি। তবে শুনেছি এর পরিবেশটা নাকি খুব সুন্দর। আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম পরিবেশটা আসলে অনেক সুন্দর। সবাই মিলে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন ধানমন্ডি লেকে। ছাতা দিয়ে ডেকোরেশন করা জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে। ঝরনা টা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

ঘুরাঘুরি করতে পছন্দ করে না এরকম মানুষ কম পাওয়া যাবে। আর যদি হয় এরকম লেকে তাহলে তো কোন কথাই নেই। আমার কাছে তো এই ধরনের লেকে ঘুরতে খুব ভালো লাগে। ধানমন্ডি লেকটা অনেক সুন্দর মনে হয়। যদি জায়গাটাতে যাই তবে অবশ্যই এই লেকে ঘুরতে যাবো। বাচ্চাদের দাদুর বাড়িতে ঈদের পরে যাওয়ার পর, আপনারা এই লেকে ঘুরতে গিয়ে ভালো সময় অতিবাহিত করেছিলেন শুনে খুব ভালো লাগলো। আমার কিন্তু জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছে। ধন্যবাদ ঘুরাঘুরি করার মুহূর্তের প্রথম পর্ব টা শেয়ার করার জন্য।

 last month 

ধানমন্ডি লেকের বাহিরের ছাতার দৃশ্য টি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। ধানমন্ডি লেক টি অন্যান্য লেকের থেকে শান্ত -শিষ্ঠ, একদম মনোরম পরিবেশ। আপনি আপনার ছেলে মেয়েরা সহ ধানমন্ডি লেকের মধ্যে খুবই সুন্দর একটি সময় উপভোগ করেছেন। আসলেই ধানমন্ডি লেকের সৌন্দর্য আমার কাছে ও অনেক বেশি ভালো লাগলো।

 last month 

ধানমন্ডি লেক জায়গা টা বেশ জনপ্রিয় বলা যায়। ঢাকার মধ্যে একটু প্রাকৃতিক দৃশ‍্যের ফিল পাওয়া যায় জায়গা টাই। এইজন্য এখানে মানুষের পদচারণা লেগেই থাকে। ঢুকতেই ছাতা দিয়ে তৈরি ঐটা দেখতে বেশ চমৎকার লাগছে। পাশাপাশি ভেতর টা বেশ সুন্দর। চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো আপু। ধানমন্ডি লেকে আমার আগে কখনো যাওয়া হয়নি। আপনার পোস্ট টা দেখে ভালো লাগছে।

 last month 

অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধানমন্ডি লেকে আপনার ঘোরাঘুরির প্রথম পর্বটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। একই সাথে ধানমন্ডি লেকের পরিবেশটা দেখতে বেশ চমৎকার লাগছে। আর এরকম সুন্দর পরিবেশে ঘোরাঘুরি করলে মনটা বেশ প্রফুল্ল থাকে।

 last month 

এটা ঠিক কথা, বাচ্চাকাচ্চাদের এসব জায়গায় ঘুরতে নিয়ে গেলে তারা অনেক বেশি খুশি হয়। তাছাড়া লেকের পুরো অংশটা জুড়ে যেহেতু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সেক্ষেত্রে এসব জায়গায় গেলে অনেক ভালো লাগা কাজ করে। তবে এখানে দেখলাম একজন লোক বাঁশি বাজাচ্ছে এবং দেখলাম কিছু লোক মাছ ধরছে, এটা কিন্তু বেশ মজার একটা বিষয়। সাধারণত এসব জায়গায় বসে বাঁশির সুর শুনতে অনেক বেশি ভালো লাগে। যাইহোক, ভালো লাগলো আপু, আপনার এই পোস্ট টি পড়ে।

 last month 

আপু আমি এই এলাকায় থাকলেও আমার তেমন বের হওয়া হয়না।আপনি ঈদের সময় ছেলেমেয়েদের নিয়ে তার দাদুবাড়ি এসেছিলেন।এরপর ধানমন্ডি লেকে ঘুরতে এলেন।হে,আপু ধানমন্ডি লেক অনেক বড় জায়গা নিয়ে।আর দেখতে ভীষণ সুন্দর। চারিপাশে গাছপালা।আপনি তো ঘুরতে ঘুরতে চমৎকার সব ফটোগ্রাফি করেছেন।ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আমি কয়েক বছর আগে এক পহেলা বৈশাখে ওদিকটাতে গিয়েছিলাম।ছেলে ছোট বিরক্ত করছিলো তাই আর বেশী ঘোরা হয়নি।যাক আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ কিছু দেখা হয়ে গেলো। ধন্যবাদ আপু পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 last month 

ধানমন্ডিতে অনেকবার যাওয়া হয়েছে৷ তবে কখনো এই লেকে যাওয়া হয়নি৷ আজকে আপনার কাছ থেকে এই লেকে যাওয়ার খুব সুন্দর কিছু মুহূর্ত দেখে খুব ভালো লাগলো৷ খুব সুন্দরভাবে আপনি এখানে গিয়ে সবকিছু শেয়ার করেছেন এবং একের পর এক ফটোগ্রাফিগুলো খুব অসাধারণ হয়েছে৷ সবগুলো ফটোগ্রাফি আপনার কাছ থেকে দেখে খুব খুশি হলাম৷ অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71152.89
ETH 3805.51
USDT 1.00
SBD 3.49