গরিব মানুষদের উৎসব

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গরিব মানুষদের উৎসব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


pexels-photo-14120649.webp



লিংক


এই পৃথিবীতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসবের মেতে থাকি। আসলে এসব উৎসবের সময় আমরা স্বার্থপরের মত নিজেরা নিজেদের মতো করে আনন্দ উৎসব পালন করি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করি। আসলে এই পৃথিবীর মানুষ গুলো কখনো ভালো হতে পারে না। কেননা তারা নিজেদের স্বার্থটাকে বড় বলে মনে করে এবং অন্যদেরকে সবসময় দূরে সরিয়ে রাখতে পছন্দ করে। আসলে গরিব মানুষদের মনে হয় এই পৃথিবীতে কোন উৎসব করতে নেই। আসলে প্রতিবছর এত উৎসব আসে আর যায় কিন্তু এই গরিব মানুষদের কোন পরিবর্তন হয় না। তারা যেভাবে জন্মের পর থেকে কষ্ট করে বড় হয়েছে তেমনি সারাজীবন তাদেরকে কষ্ট করে যেতে হচ্ছে। আসলে এসব মানুষেরা যে কতটা কষ্টের দিন যাপন করে একমাত্র তারাই তা বুঝতে পারে।


কেননা সাধারণ মানুষেরা তাদের কষ্ট কখনো বুঝতে যাবেনা। আসলে এই গরিব মানুষেরা যখন দেখে যে অন্যান্য মানুষের আনন্দ উৎসবে মেতে থাকে তখন তাদের তা দেখে খুব কষ্ট হয়। এছাড়াও তারা তাদের সন্তানদেরকে বছরে একবার কোন ধরনের নতুন পোশাক কিনে দেয়ার মত সামর্থ্য তাদের হয়ে ওঠে না। যদিও তারা সব সময় চেষ্টা করে যে তাদের বাচ্চাদের নতুন নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য কিন্তু সংসারের খরচ বইতে বইতে সেদিকে আর তাদের কোন খেয়াল থাকে না। আর এভাবেই তাদের জীবনটা আস্তে আস্তে পার হয়ে যায় এক সময় মৃত্যুর মধ্য দিয়ে। একটা জিনিস আমাদের সব সময় খারাপ লাগে যে যে উৎসবে আমরা একদল মানুষ আনন্দ করছি আর একদল মানুষ কষ্টের ভিতর রয়েছে তাহলে কি তাকে আমরা কখনো উৎসব বলতে পারি।


আমার কাছে তো মনে হয় যে এখানে আমরা সেই উৎসবকে কখনো উৎসব বলে মনে করতে পারি না। আসলে আমরা যদি সবাই মিলেমিশে কোন একটা উৎসব পালন করতে পারে তাহলে সেখানে যে শান্তি রয়েছে সেই শান্তিটা কিন্তু আমরা একা উদযাপন করলে কখনো পাওয়া যায় না। আসলে এইসব দিক বিচার বিবেচনা করে যদি আমরা এই উৎসবের দিনগুলোতে সামান্য একটু সাহায্য দিয়ে এই গরিব মানুষদের সাহায্য করতে পারি এতে করে হয়তোবা তারা তাদের এই উৎসবের সময়টাতে একটু আনন্দে কাটাতে পারবে। আসলে একদল মানুষ উৎসবে কষ্ট পাচ্ছে এবং আরেকদল মানুষ সেই উৎসব করছে আসলে বিষয়টা কেমন একটা হয়ে যায় না। আসলে আমরা এতটা স্বার্থপর কিন্তু কখনোই হতে পারি না। তাহলে পশুর সাথে আমাদের আর কোন পার্থক্য থাকবে না।


আর তাই আমাদের সব সময় একটা মানবিকতার দৃষ্টান্ত তুলে ধরার জন্য আমরা একে অপরকে সাহায্য করবো। আসলে আমাদের আশেপাশে যেসব গরীব শ্রেণীর লোকেরা রয়েছে তারা কিন্তু আমাদের জন্য সবসময় বিভিন্ন ধরনের কাজ করে। যদিও তারা অর্থের বিনিময়ে কাজ করে তবুও কিন্তু তারা কখনো চায় না যে আমাদের কোন ক্ষতি হোক। আসলে এইসব লোকেরা যদি আমাদের কাজকর্ম না করে তাহলে আমরা বুঝতে পারবো যে কাজ করার কষ্ট কতটা বেশি। কেননা তখন নিজেদের কাজকে নিজেদেরই করতে হবে। আর এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে কোন উৎসবে কোন গরিব মানুষ যাতে কষ্টে না থাকে এবং তারা যাতে একটু ভালোভাবে আনন্দ উৎসব কাটাতে পারে সেজন্য আমাদের তাদের অবশ্যই পাশে দাঁড়াতে হবে এবং যতটুকু পারি ততটুকু সাহায্য দিয়ে তাদের মুখে হাঁসি ফুটাতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 10 months ago 

আসলে আমরা সবাই মিলেমিশে যদি যেকোনো উৎসব পালন করতাম, তাহলে সেটাকে প্রকৃত অর্থে উৎসব মনে হতো। কিন্তু যারা গরীব, তারা কোনো উৎসব সেভাবে পালন করতে পারে না। তাই আমাদের উচিত তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করা। যাতে করে সবাই মিলে উৎসব পালন করতে পারি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।