গাংনী বাজার থেকে হোয়াইট বোর্ড কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ10 days ago


আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গাংনী শহর থেকে হোয়াইট বোর্ড কেনার অনুভূতি নিয়ে। আশা করবো আমার এই পোস্ট পড়ার মধ্য দিয়ে আপনারা অনেক সুন্দর ভাবে বুঝতে পারবেন হোয়াইট বোর্ড কেনার অনুভূতি। তাহলে চলুন শুরু করা যাক।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


IMG_20240907_114102_679.jpg

photography device: Infinix Hot 11s-50mp




ফটোগ্রাফি সমূহ:


আমরা সবাই কম বেশি জানি টিন সেটের ঘরে, ঘরের মধ্য থেকে টিন যেন দেখতে না পারা যায় এবং সৌন্দর্য বৃদ্ধি করতে অনেক কিছু ব্যবহার করা হয়। ঠিক তেমনি ছোট থেকে লক্ষ্য করে আসছি গ্রামের ঘরবাড়ি গুলো। অনেকে বাঁশের চটাই ব্যবহার করতেন। আজ থেকে দুই যুগ আগে মানুষ বাঁশের চটায় ব্যবহার করতেন। তবে আধুনিকতার ছোঁয়া লাগার পর থেকে মানুষ বাঁশের জিনিস বাদ দিয়ে বিভিন্ন রকমের বোর্ড ব্যবহার শুরু করেছে। ঠিক তেমনি আমাদের ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করতে উপস্থিত হয়েছিলাম গাংনী বাজারে। একটি কাজ বিক্রেতার ঘরে বিভিন্ন রকমের হোয়াইটবোর্ড সহ ঘর সাজানোর বিভিন্ন জিনিস পাওয়া যায়। আমি বেশ একাধিক বার সেখানে উপস্থিত হয়েছিলাম এবং হোয়াইট বোর্ড কিনেছিলাম।

IMG_20240907_114104_117.jpg

IMG_20240907_114221_478.jpg

IMG_20230429_134537_895.jpg

Photography device:Infinix hot 11s
Location


দোকানটার মধ্যে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন ঘরের যাবতীয় জিনিস এখানে বিক্রয় করে থাকে। এই দোকানটা একপ্রকার হার্ডওয়ার্কের ঘর। এখানে কাজ এর তৈরীর বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় আবার কাঁচামাল হিসাবে অনেক কিছু পাওয়া যায়। শুধু যে হোয়াইটবোর্ড প্রয়োজন এটা কিন্তু নয়। এছাড়াও অন্যান্য জিনিস বেশ প্রয়োজন মনে করেছিলাম। তাই সবকিছু বিষয় মাথায় রেখে এই দোকানে উপস্থিত হয়েছিলাম। আমি একটা জিনিস বেশ লক্ষ্য করে দেখেছি এই দোকানে বিভিন্ন রকমের তালা পাওয়া যায়। ইতোমধ্যে বেশ কিছু তালার প্রয়োজন অনুভব করেছিলাম। একদিকে নিজের বাড়ি জন্য আরেক দিকে পুকুর পাড়ের সবজি বাগান তালা দিয়ে রাখার জন্য। যাই হোক আমার রুমটা অনেক বড়। এছাড়াও পিড়িতে লাগবে কয়েকটা হোয়াইট বোর্ড। তাই সেই চিন্তা করে প্রথমত ছয়টা বোর্ড নিয়েছিলাম। এরপরে আবারো বেশ কয়েকটা এভাবে মোট বারোটা হোয়াইট বোর্ড নেওয়া হয়েছিল এই দোকান থেকে।

IMG_20230429_134543_712.jpg

IMG_20240907_114425_983.jpg

IMG_20230429_135302_831.jpg

IMG_20230429_135308_190.jpg

Photography device:Infinix hot 11s
Location


দোকানের ব্যক্তির আমাকে বলেছিলেন এই সময়ে কেউ রুমের মধ্যে এই বোর্ড ব্যবহার করে নাকি। তখন জানতে চেয়েছিলাম তাহলে কোন ব্যবহার করলে ভালো হয়। উনারা দেখিয়েছিলেন ডেকোরেশন হিসেবে যে বোর্ডগুলো ব্যবহার করা হয়। আমি দেখেছিলাম আমার রুমের মধ্যে ডেকোরেশন হিসেবে এই ভোট ব্যবহার করা শুধু শুধু বাড়তি খরচ ছাড়া কিছুই না। এই বোর্ড যদি ব্যবহার করি তাহলে টিন সেট করার দরকার ছিল কি। একবার ছাদ করে নিতে পারতাম। কারণ আমি হিসাব করে দেখেছি টিন সেট না করে যদি আর ৩০-৪০ হাজার টাকা খরচ হতো তাহলে খুব সুন্দর ভাবে ছাদ হয়ে যেত।

IMG_20230429_140158_697.jpg

IMG_20230429_141603_988.jpg

Photography device:Infinix hot 11s
Location


সব মিলে যায় হোক, নিজের যেটা ভালো হয় সে বোর্ড অর্থাৎ হোয়াইটবোর্ড গুলো কিনে নিয়েছিলাম। তার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য জিনিসগুলো একই দোকান থেকে সংরক্ষণ করেছিলাম। খেয়াল করে দেখেছিলাম গাংনী বাজারের মধ্যে একমাত্র এই দোকানটাতেই এই জিনিসগুলো একটু বেশি বেশি বিক্রি করে থাকেন। যার জন্য একটু সুলভ মূল্যে পাওয়া সম্ভব এ দোকানে। প্রত্যেক পিস হোয়াইট বোর্ডের মূল্য ৬৭০ টাকা করে নিয়েছিল। অতঃপর সেই বোর্ডগুলো দড়ি দিয়ে অনেক সুন্দর ভাবে সেট করা হয়েছে।

IMG_20230429_135051_444.jpg

IMG_20240907_114147_352.jpg

IMG_20241231_111823_882.jpg

Photography device:Infinix hot 11s
Location

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY68oBe2d5MBQiiXJUc2pjsGrMz4xjWmvQsjsdJnMVeP8i6MwiRYrHdW8u9nnLtpmjP8p8fhZZKVziK8U1tQW2.png


এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


ব্লগারsumon09
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
What3words LocationGangni-Meherpur
ক্যামেরা50mp
দেশবাংলাদেশ



পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Sort:  
 10 days ago 

31-12-24

Screenshot_20241231-153215.jpg

Screenshot_20241231-153114.jpg

Screenshot_20241231-152533.jpg

 10 days ago 

টিনের ঘরগুলোতে এভাবে উপরে হোয়াইট বোর্ড লাগালে বেশ ভালো লাগে দেখতে। হোয়াইট বোর্ডগুলো লাগানোর কারণে গরম কালে গরম লাগে কম আবার শীতকালে শীত লাগে কম। এর বেশ ভাল দিক রয়েছে। আপনি বেশি ভালোই করছেন হোয়াইট বোর্ড গুলো কিনে। বেশ ভালই লাগছে দেখতে ধন্যবাদ।

 3 days ago 

একদম ঠিক কথা ছিল

 10 days ago 

এই বিষয়ে আমার কিন্তু কোন আইডিয়াই নেই। আমাদের এদিক টিনের চাল খুব একটা দেখা যায় না আজকাল বেশিরভাগই ইটের ছাদ ওয়ালা বাড়ি নইলে টালি। আসলে টিনে গরম খুব হয়। এরকমও যে হয় তা আপনার পোস্ট পড়েই জানলাম। তবে টিনের চালার তলায় এমন একটা স্তর দিলে আমার ধারণা ঠান্ডা বা গরম দুটোই নিয়ন্ত্রিত হবে।

 3 days ago 

এক সময় টালি ব্যবহার হতো এখন হয় না।