আমার বাংলা ব্লগ আছে তাই, ভালোবাসা বৃদ্ধি পায়।

in আমার বাংলা ব্লগ9 days ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুব সুন্দর একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে। আমার এই পোস্ট পড়লে আপনারা ঈদের কিছুটা আনন্দ উপভোগ করতে পারবেন আমার অনুভূতির মধ্য দিয়ে। তাহলে চলুন বিস্তারিত শুরু করি।

IMG_20241212_155239002_BURST0005.jpg


ফটোগ্রাফি সমূহ:


আজ আমাদের মনের মধ্যে ঈদ আনন্দ। আর এই ঈদ আমাদের মধ্যে এনে দিয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটি। ডিসেম্বরের শুরুর দিকে জানতে পারলাম রকি ভাইয়েরা ১১ তারিখে আমাদের মেহেরপুরে আসছেন। এরপর দশ তারিখে কনফার্ম হলাম যে হ্যাঁ উনারা রওনা দিয়েছেন। ১১ তারিখ বিকেলবেলায় ভাইয়া ফোন দিলেন। এদিকে মুস্তাফিজুর আমাকে ফোন দিয়ে জানালেন। আমি আর আমার বড় ভাই বিদ্যুৎ দুইজন মোটরসাইকেল নিয়ে বের হয়ে বললাম তাদেরকে এগিয়ে আনতে। তারা আমাদের গ্রামের মধ্যে চলে এসেছেন। এরপর ভাইয়াকে রিসিভ করে সরাসরি আমরা বেশ কয়েকজন ইউজার আমাদের বাসায় নিয়ে আসলাম। ইতোমধ্যে উনারা আমাদের ভাবনা কিবরিয়ার বাড়িতে উঠেছেন। হাই রোড দিয়ে এসে কিবরিয়ার বাড়িটা বেশি নিকটে। এরপর হালকা রেস্ট গ্রহণ করে নিয়ে এসেছেন আমাদের এখানে। মোটরসাইকেলে প্রথম যখন ভাইয়ের মুখটা দেখতে পারলাম যেন অন্যরকম প্রশান্তির দেখা পেলাম। এরপর সরাসরি যখন বাড়িতে এনে আমার রুমে তখন তো আরো আনন্দ। যেন ঈদের আনন্দ আমাদের মাঝে বিরাজমান। প্রথমে বিভিন্ন রকমের আনন্দ উল্লাসের কথাবাত্রা আর ফটো সেলফি।

IMG_20241211_173114_971.jpg

IMG_20241211_173147_216.jpg

IMG_20241211_173305484_BURST0001_COVER.jpg


একদম মাগরিবের সময়। সকলে হালকা নাস্তা করার চেষ্টা করলাম। হালকা নাস্তার ছলে আমাদের কমিউনিটি এবং ভ্রমণ বিষয় নিয়ে বিভিন্ন কথা শুরু হলো। যেন আমার বাংলা ব্লগ কমিউনিটি ছিল বলে আজকে আমাদের ভেতরে এমন ভালোবাসা জন্মিয়েছে। আমার বাংলা ব্লগ কমিউনিটি টা শুধু ইনকামের জায়গা নয়। আমার বাংলা ব্লগ কমিউনিটি একটা ভালোবাসার অন্যতম পরিবার। যে পরিবার মানুষকে ভালবাসতে শেখায় সততা শেখায় মানুষত্ব বোধ নিয়ে চলতে শেখায়। সকল গুনাবলী এই কমিউনিটির মধ্যে রয়েছে। আমরা এতটাই আনন্দবোধ করেছিলাম তা আপনাদের বলে বোঝাতে পারবো না। হালকা নাস্তার মধ্য দিয়ে আমরা মনে হচ্ছিল যেন যত কথা বলতে পারি, মনের মধ্যে জমে থাকা সব কথা ব্যক্ত করতে থাকি। আর এভাবে প্রায় আধা ঘন্টা সবাই মিলে হালকা নাস্তার মধ্য দিয়ে বিভিন্ন আলোচনা শুরু করলাম। এদিকে আমাদের ইমান বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো সবাইকে নাস্তা দেওয়া আর পানি দেওয়ার জন্য।

IMG_20241211_174325_189.jpg

IMG_20241211_174305_345.jpg

IMG_20241211_174306_212.jpg

IMG_20241211_175108_229.jpg


নাস্তা শেষে, রকি ভাইয়া আমার একমাত্র মেয়ের সামিয়াকে কোলে নিল। আমার বাবুটা কিছুদিন ধরে অসুস্থ। এত মানুষের উপস্থিতি দেখে সেও একটু ভয় ভয় পাচ্ছিল। যেহেতু এই খাটে বাবুকে নিয়ে ঘুমানো হয়। শুধু পরিচিত মুখ আমি আর তার বড়ো আব্বু ছিলাম। বাকি সব তার কাছে অপরিচিত তাই কান্না শুরু করে দিল। আর ইতোমধ্যে তার ফটো তোলায় বেশ কয়েকজন ব্যস্ত হয়ে পড়লাম। রকি ভাইয়া বেশ আনন্দিত হয়েছিলেন আমার বাবুকে কোলে নিতে পেরে। এদিকে আড়াল থেকে বাংলা ব্লগের মহিলা সদস্য দুইজন লক্ষ্য করে দেখছিলেন। অতঃপর বাবুকে নিয়ে তাদের হাতে তুলে দিলাম কান্না থামানোর জন্য। সবাই নিজ নিজ বাবুর কথা নিয়ে বেশি হাসি আনন্দ শুরু করলো।

IMG_20241211_175623_773.jpg

IMG_20241211_175624_757.jpg

IMG_20241211_175626_922.jpg


এরপর আমার ঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে সবাই ফটো ধারণ করার চেষ্টা করলাম। ঠিক ওই মুহূর্তে আমরা পরিকল্পনা করছিলাম ১২ তারিখে পিকনিক করবো নাকি ভ্রমণ করতে যাব। এদিকে বেশ রাত হয়ে আসছে। কিবরিয়া দের বাড়িটা আমাদের গ্রাম থেকে পাঁচ কিলো দূরে। তাই আমরা কিবরিয়াকে বললাম রকি ভাইয়াকে নিয়ে কিবরিয়া দের বাসায় চলে যাক। যেহেতু সোনিয়া আপু এবং ভাইয়ের মেয়ে সেখানে রয়েছে। লং জার্নি শেষে তারা এতদূর হেসে পৌঁছেছে ভাইয়াকে দ্রুত টেস্ট দেওয়াই ভালো। তাই কিবরিয়া না রকি ভাইয়াকে নিয়ে চলে গেল। এরপর আমরা গেটের বাইরে কিছুটা সময়ের জন্য পরিকল্পনা করলাম ১২ তারিখে আমাদের গ্রামের "বঙ্গ এগ্রো পার্ক" এর মধ্যে পিকনিক করবো। এরপর ১৩ তারিখ শুক্রবার এলাকা ভ্রমণ করব। তারপর ১৪ তারিখে আমরা সবাই মিলে ঝিনাইদহ ডিম ভ্যালি পার্ক, কুষ্টিয়া লালনের আখড়া, রবি ঠাকুরের বাড়ি, ভাটপাড়া ইকোপার্ক ইত্যাদি জায়গা ভ্রমণ করব। আর এভাবেই ভাইয়াকে পেয়ে আমরা বেশ ঈদ আনন্দের মতো আনন্দিত হয়ে মেতে উঠেছি। সবাই দোয়া করবেন যেন আমার বাংলা ব্লগের সকল ইউজারদের সাথে এমন সুন্দর সম্পর্ক বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের কমিউনিটি কে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি।

IMG_20241211_175956_328.jpg

IMG_20241211_180434_695.jpg


পোস্ট বিবরণ


বিষয়রকি ভাই এর আগমন
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


PUSS_VILLA.png

Sort:  
 9 days ago 
 9 days ago 

13-12-24

Screenshot_20241213-210322.jpg

Screenshot_20241213-210159.jpg

Screenshot_20241213-203602.jpg

 9 days ago 

যখনই আমরা সকলের সাথে একত্রিতভাবে সাক্ষাৎ করার সুযোগ পেলাম তখনই আমাদের সকলের ভালোবাসার পরিমাণটা যেন আরো বৃদ্ধি পেয়ে গেল। এই কমিউনিটিতে যুক্ত হবার পর থেকে আমরা অনেক ভালোবাসার মানুষ পেয়েছি তাদের সাথে আমরা আসলে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি।

 6 days ago 

একদম ঠিক কথা। কাজের প্রতিও যেন আরো আগ্রহ সৃষ্টি হলো

 9 days ago 

বাহ অনেক ভালো লেগেছে আপনাদের সবাইকে একসাথে দেখতে পেয়ে। এগুলো সম্ভব হয়েছে একমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে। আপনাদের সুন্দর মুহূর্ত গুলো দেখে খুবই ভালো লাগলো। মন চাইছে আপনাদের ওখানে চলে যাই। আশা করি আপনাদের সবার সময় গুলো খুবই ভালো যাবে। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর অনুভূতি জানতে পারবো আপনাদের কাছ থেকে।

 6 days ago 

হ্যাঁ একদম ঠিক বলেছেন

 8 days ago 

সব সুন্দর মনের মানুষগুলো যখন একাত্রিত হয় তখন তো ভালোবাসা বৃদ্ধি পাবেই।আর সকল সুন্দর মানুষের ভিড় তো আমার বাংলা ব্লগেই।যাই হোক আপনারা অনেক সুন্দর সময় কাটিয়েছেন এ জন্য আপনাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ।

 6 days ago 

দোয়া করবেন আপু আমরা যেন এভাবে চলতে পারি

 8 days ago 

সবাই কে একসাথে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। সত্যি ই ভাইয়া আমার বাংলা ব্লগ এর কারনে ই এতো দূরত্বে থেকে ও এতো ভালোবাসা দেখে মুগ্ধ হলাম।এভাবে সবাই পাশে থাকলে কোন দুঃখ পাশে আসতে পারবে না।সবাইকে অভিনন্দন জানাই।

 6 days ago 

দোয়া করবেন আপু সবাই যেন একসাথে চলতে পারি

 8 days ago 

আমার বাংলা ব্লগ মানে ভালোবাসার একটি জায়গা। যেখানে আমরা সবাই একসাথে মিলে মিশে একাকার হয়ে গেছি। রকি ভাই ও তার পরিবারকে দেখে অনেক ভালো লাগলো। ইচ্ছা ছিল তাদের সাথে দেখা করার কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে সেটা আর সম্ভব হয়ে উঠল না। আপনাদের সবাইকে একসাথে দেখে অনেক ভালো লাগলো। দোয়া করি সবাই যেন আমরা একসাথে ভাবেই একটা পরিবারের মত থাকতে পারি সেই কামনাই করছি।

 6 days ago 

হ্যাঁ, উনারা এসেছিলেন তাই বেশ ভালো লেগেছে আমাদের।