উপস্থিত বুদ্ধিতে ঝিনুক দিয়ে কলা সংরক্ষণ

in আমার বাংলা ব্লগ25 days ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি উপস্থিত বুদ্ধিতে আপনাদের মাঝে নতুন একটি কৌশল শিখিয়ে দেবো,যেন একটা বুদ্ধি বিভিন্ন রকমের কাজে আসে। আর এরই মধ্য দিয়ে ধারণা হয়ে যাবে উপস্থিত বুদ্ধি থাকলে কত উপকার হয়।


IMG_20240504_183453664_BURST0001_COVER.jpg


কলা সংরক্ষণ:



আপনারা জানেন আমাদের পুকুরপাড়ে কাঁচা পাকা বিভিন্ন প্রকার কলা গাছ রয়েছে আমাদের। সকাল আর বিকাল মুহূর্তে মাছের খাবার দেয়ার উদ্দেশ্যে পুকুর পাড়ে উপস্থিত হতে হয়। ঠিক তেমনি একদিন পুকুর পাড়ে উপস্থিত হলাম মাছের খাবার দিতে। এদিকে শুধু মাছের খাবারই এনেছিলাম হাতে কোন প্রকার লোহার উপকরণ ছিল না, যা কোন কিছু সংরক্ষণ করতে হবে। এ মুহূর্তে হঠাৎ বাড়ি থেকে ফোন দিল যেন রান্না করা কলা নিয়ে যাওয়া হয়। আরো জানালো যেন কাইন ধরে নিয়ে যায়। কারণ চলতি পথের কলাগুলো যদি পাড়া শুরু করা যায়,দেখা যায় অনেক সময় অন্যরাও সেই গাছ থেকে পেড়ে নিয়ে যায় বা সম্পূর্ণ চুরি করে নিয়ে চলে যায় অর্থাৎ বিভিন্ন সমস্যা থেকে থাকে। সন্ধ্যা হয়ে গেছে এই মুহূর্তে বাড়িতে এসে আবার মাঠে পুকুরে আসা সম্ভব নয়। তাই হঠাৎ আমার মাথায় বুদ্ধি আসলো। আমি জানি পুকুরের আশেপাশে খুঁজলে ঝিনুক পাওয়া যাবে। কারণ এর আগে আমি পুকুরে বিভিন্ন কাজে নামলে পায়ের নিচে ঝিনুক বাধলে আমি তুলে উপরে আউড়া মারি। তাই আমি পুকুর পারে খোজা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর সামনে দুইটা ঝিনুক পেয়ে গেলাম। এরপর ঝিনুক একটা হাতে তুলে নিলাম।


IMG_20240504_182931_892.jpg

IMG_20240504_182938_432.jpg

IMG_20240504_182943858_BURST0002.jpg



এরপর সেই ঝিনুক হাতে নিয়ে আমি কলা গাছের পাশে এসে দাঁড়ালাম। পুকুরের ওইপার থেকে আমার ভাই বারবার বলতে থাকলো কাল সকালে এসে নিয়ে গেলেই হবে। আমি চিন্তা করে দেখলাম সকালে কখন ঘুম থেকে উঠবো তার নেই ঠিক। রান্নাবান্নার একটা বিষয় রয়েছে। যেহেতু সকাল সকাল রান্না করতে হয় ভাবীর। তাই তার কথায় আর কর্ণপাত না করে আমি কলাগাছের পাশে এসে উপস্থিত হলাম এবং কলা গুলো একটু হাত দিয়ে নেড়ে দেখার চেষ্টা করলাম খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। যদি এটা সংরক্ষণ না করা যায় তাহলে আরো কলা গাছে কলা রয়েছে। তাই একটু পরীক্ষা করে দেখলাম। দেখলাম হ্যাঁ এই কলায় নিয়ে যাওয়া যাবে।


IMG_20240504_183338_694.jpg

IMG_20240504_183356_900.jpg

IMG_20240504_183406_517.jpg

IMG_20240504_183347_671.jpg



স্মৃতি ধরে রাখতে হঠাৎ মাথায় আসলো সেলফি উঠিয়ে রাখি। পাশাপাশি আরো মনে হলো সেলফি আপনাদের দেখাতে পারবো এই মুহূর্তের। তাই কলার পাশে দাঁড়িয়ে সেলফি উঠালাম আর কি।


IMG_20240504_183450478_BURST0002.jpg



এরপর ঝিনুকটি দিয়ে কলার কাইনের চারিপাশে কেটে নেওয়ার চেষ্টা করলাম। আর এভাবেই একটু জোরে জোরে টান মারাই চারিপাশ থেকে কেটে গেল।


IMG_20240504_183511534_BURST0002.jpg

IMG_20240504_183650_792.jpg

IMG_20240504_183643_002.jpg



এরপর আমি কলার কাইন ধরে মাটিতে রাখলাম। এই সময়টা বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ কলা গাছে প্রচন্ড কষ থাকে। যেকোনো মুহূর্তে তা গায়ের যেকোনো অংশে কাপড়ে লাগতে পারে এমনকি চোখে পড়তে পারে। তাই উভয় দিকে সাবধানতা অবলম্বন করে এরপর আমি সেখান থেকে একটু সরে গিয়ে অপেক্ষা করলাম যেন কষ মাটিতে পড়ে যায়। এরপর সে অংশটা মাটির দিকে রেখে কষ ঝরিয়ে নিলাম। আর এভাবেই গাছ থেকে কলার কাইন সংরক্ষণ করা হয়ে গেল, অতঃপর তা বাড়িতে নিয়ে আসলাম।


IMG_20240504_183804_691.jpg

IMG_20240504_183756_686.jpg

IMG_20240504_183921_815.jpg

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

পোস্ট বিবরণ


বিষয়কলা সংরক্ষণ
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আমাদের সবারই বিপদ আপদে উপস্থিত বুদ্ধি অনেক প্রয়োজন, যেমন আপনি আজ আমাদের মাঝে বুদ্ধির পরিচয় ফুটিয়ে তুলেছেন ভাইয়া। ঝিনুক দিয়ে কলা সংগ্রহ অনেক ভালো লেগেছে আমার কাছ থেকে শুভকামনা রইল আপনার জন্য।

 25 days ago 

একদম ঠিক কথা

 25 days ago 

আপনার বুদ্ধিটা তো দেখছি বেশ দারুন ছিল। আপনি আপনার উপস্থিত বুদ্ধি কে কাজে লাগিয়ে খুব ভালো একটা কাজ করেছেন। এরকম বুদ্ধ কিন্তু সবার মাথায় আসে না। আর এরকম বুদ্ধি আসলে কাজে লাগানোটাই ভালো বলে মনে হয়। আপনিও আপনার বুদ্ধি কে কাজে লাগিয়েছেন দেখে খুব ভালোই লাগলো। ঝিনুক দিয়ে ভালোভাবেই কলা সংরক্ষণ করলেন তাহলে। আপনার এত একটা আইডিয়া আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখেই ভালো লাগলো।

 25 days ago 

হ্যাঁ ভাই তাইতো শেয়ার করে দিলাম যেন যে কোন মুহূর্তে আমার এই ব্লগের কথা মনে পড়ে সবার

 25 days ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটা অনুভূতি শেয়ার করেছেন। পোস্টটি বেশ দারুন হয়েছে সেই সাথে বেশ ভালো লাগলো যে সচরাচর আমরা কোন কিছু কাটার জন্য চাকু ব্যবহার করে থাকি। তবে অনেক সময় এগুলো আমাদের মাঠে নিয়ে যেতে মনে থাকে না। ঠিক সেই সময়ে একটু উপস্থিত বুদ্ধি খাটিয়ে আপনি ঝিনুক দিয়ে খুব সুন্দর ভাবে কলা কেটেছেন বিষয়টা বেশ দারুন লাগলো। সত্যি ভাইয়া এভাবে যদি আমার কোনদিন মনে না থাকে তবে আপনার এ পদ্ধতিটা ট্রাই করে দেখবো। ইউনিক পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 25 days ago 

তাই আমাদের এমন বিকল্প ধারণা থাকা প্রয়োজন

 25 days ago 

ভাইয়া আমার মনে আছে। আপনাদের কাছে কাটার মত কোন জিনিস না থাকায় আপনি এই বুদ্ধি খাটিয়েছিলেন। বেশ ভালো লাগে আপনার সুন্দর সুন্দর ধারণা দেখে। সংরক্ষণ করার মুহূর্তটাও দেখতে পারলাম ব্লগের মাধ্যমে। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়া।

 25 days ago 

হ্যাঁ উপস্থিত বুদ্ধিতে কাজ করেছি

 25 days ago 

উপস্থিত বুদ্ধি হলো মানুষের সব থেকে বড় বুদ্ধি। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে বিপদ থেকে উদ্ধার হওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনি কলা সংরক্ষণ করার জন্য ঝিনুক ব্যবহার করেছেন বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার উপস্থিত বুদ্ধির প্রশংসা করতে হয়। ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য।

 20 days ago 

একদম ঠিক কথা বলেছেন।

 20 days ago 

জ্বি ভাই।

 25 days ago 

বাহ চমৎকার আইডিয়া আপনার ঝিনুক দিয়ে কলা কেটে নিলেন আপনি। ঝিনুক এমনিতেই ধাঁরালো জিনিস। তো আপনি যখন ঝিনুকের ধাঁরালো জিনিসটা কলার কাইনের মধ্যেই লাগালেন সাথে সাথেই কলার কাইন কেটে গেল। বেশ উপস্থিত বুদ্ধি আছে বলতে হয়। আগে থেকে যেহেতু পুকুর থেকেই ঝিনুক উপরে রেখেছিলেন। সেই সুযোগে আপনার আজকে কাজে লেগে গেলো। খুব সুন্দর একটি মুহূর্ত আপনি বিস্তারিত শেয়ার করলেন পড়েই ভালো লাগলো।

 20 days ago 

হ্যাঁ আপু তাইতো মাথায় এই আইডিয়া এসেছিল।

 24 days ago 

ভাবীর কথা মতো আপনি কাঁচকলা ছড়ি সহ পেড়েছেন।খুব ভালো বুদ্ধি খাঁটিয়েছেন ঝিনুক দিয়ে কলার ছড়ি কেটেছে। কলা গুলো ভীষণ সুন্দর। কলার সাথে আপনার সেলফিটি বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকো সুন্দর একটি কলা পাড়ার অনুভূতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 20 days ago 

আমাদের এই কলা গুলো অনেক সাধের হয়ে থাকে।

 22 days ago 

আপনার উপস্থিত বুদ্ধি দেখে আমরা অবাক। আমি তো কখনো এটা কল্পনাও করতে পারতাম না। ঝিনুক দিয়ে কলার ছড়ি কেটে ফেললেন। আমরা তো আগে ঝিনুক দিয়ে আম কেটে খেতাম। তবে সেটা দিয়ে যে কলার ছড়ি কাটা যায়,আজকে জানলাম। ধন্যবাদ।

 20 days ago 

এগুলা নিজ আইডিয়া থেকে এসে যায় ভাই।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70453.17
ETH 3808.25
USDT 1.00
SBD 3.51