বেশ কিছু রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে রেনডম ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি। আশা করবো আমার এই রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নদীর বুকে ভাসমান একটি ফেরি। অনেক সুন্দর ভাবে নদীর বুকে ভেসে রয়েছেন। আমার কাছে অনেক ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো ক্যামেরা বন্দি করতে। অন্যরকম ভালোলাগা খুঁজে পাওয়া যায়, নদীর বুকে ভাসমান নৌকা ফেরি লঞ্চ ইত্যাদি যানবাহনের ফটোগ্রাফি করলে। এখানে কতজনের স্বপ্ন এক স্থান থেকে আরেক স্থান পার করে নিয়ে যাওয়া হয়। কেউ শহর থেকে গ্রামে আবার কেউ গ্রাম থেকে শহরে ছুটে চলেন। মাঝখানে নদী পার হন ফেরিতে করে। আবার অনেক মানুষ ট্রাক লোড করে মালামাল পার করেন। এভাবেই নদীর বুকে হাজার স্বপ্ন ভেসে বেড়াই।
এখন আপনারা দেখছেন এটা সকলের পরিচিত খেজুর গাছ। খেজুর গাছের দেখছেন কত সুন্দর ভাবে ফুল ফুটে রয়েছে। এখন উপযুক্ত সময় এই সমস্ত ফুলগুলো দেখার। প্রায় খেজুর গাছে দেখা যাবে এমন ফুল হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগে খেজুরের ফুল গুলো দেখলে। কত সুন্দর ভাবে কাটার মধ্য থেকে বের হয়ে আসে খেজুরের মোচাগুলো। এরপর ফুটে ওঠে ফুলগুলো তারপর ছোট ছোট খেজুর হতে থাকে। কত না সুন্দর সৃষ্টিকর্তার সৃষ্টি।
অনেক সুন্দর ভাবে টমেটো গুলো ধরে রয়েছে। ভালোলাগার অন্যতম সবজি আমার। এই সময়ে আমি চেষ্টা করে থাকি টমেটো একটু বেশি করে খেতে। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। তাই বলতে গেলে তিন বেলা ভাতের সাথে পাকা টমেটোর সালাদ খেয়ে থাকি। ফটোগ্রাফিতে দেখছেন এটা আমার নিজের বাগান থেকেই ফটো ধারণ করা হয়েছিল।
এটা গাংনীর সুন্দর দৃশ্য। এখন আর এই দৃশ্য আপনাদের চোখে আসবেনা। ফটোগ্রাফিতে উপস্থিত কাঙ্খিত বটগাছ টা এখন আর নেই। রাস্তা সংস্কারের জন্য গাছ কেটে ফেলা হয়েছে। কুষ্টিয়া থেকে মেহেরপুর হাইওয়ে খুব সুন্দর ভাবে সংস্কার চলছে। এতে আমরা অনেক খুশি। আমাদের ছোট্ট শহরটার যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে দেখে। হয়তো আগামীতে আবারো রাস্তার পাশে এমন সুন্দর গাছ হয়ে উঠবে ইনশাল্লাহ।
প্রায় মাঝেমধ্যে আমি বামুন্দি বাজারে যাওয়ার সময় লক্ষ্য করে থাকি। বেশ কয়েকজন ব্যক্তি ভেড়ার পাল; গরুর পাল; ছাগলের পাল; এমনকি মহিষের পাল চড়াই করে থাকেন রাস্তার পাশে। এই সমস্ত দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে আমার। মোটরসাইকেল থামিয়ে একদিন ফটোগ্রাফি করেছিলাম আপনাদের দেখানোর জন্য।
শীতের সময় বন্ধুরা মিলে যখন রেকেট খেলছিলাম। তখন এই ফটোগ্রাফি করেছিলাম। বাড়ির পাশেই রয়েছে বিশাল এক খেলার জায়গা। সন্ধ্যা হলেই ছোট-বড় সমবয়সী সব শ্রেণীর ছেলেদের আগমন হয় এখানে রেকেট খেলার জন্য। শীত চলে যাচ্ছে হয়তো খেলা বন্ধ হয়ে যাবে। তবে স্মৃতি হয়ে থেকে যাবে ক্যামেরাবন্দি ফটোগুলো।
অনেক সুন্দর একটি হলুদ ফুল। এটা ঝিঙে ফুল। আমার সবজি বাগান থেকে ধারণ করা এই ফুলটা। এ বছর আমি লক্ষ্য করে দেখেছিলাম আমার সবজি বাগানের সবচেয়ে বেশি ঝিঙে ফুল ফুটেছিল। বেশ কয়েকটা জায়গাতে ঝিঙে গাছ থাকায়, অনেক ঝিঙেফুল দেখার সৌভাগ্য হয়েছিল আমার। শুধু আমি নয় আমার মত আরও অনেকেই আমার বাগান থেকে ফটোগ্রাফি করেছিল। ভালো লাগে যখন দেখি বিভিন্ন কমিউনিটির ব্লগাররা অথবা ফেসবুক ইউজাররা আমার বাগানে এসে ফটোগ্রাফি করে।
এখানে দেখছেন খুব সুন্দর একটি ইটের ভাটা। যেখানে ধোঁয়া বের হওয়া লম্বা টাওয়ারটি দেখা যাচ্ছে। আসলে ওইটা সঠিক নাম আমার জানা নেই। কয়েকজনের মুখে টাওয়ার নাম শুনেছিলাম তাই উল্লেখ করলাম। পাশেই দন্ডায়মান কারেন্টের খুঁটি। সব মিলিয়ে অনেক সুন্দর লোকেশন।
এখন দেখতে পাচ্ছেন কৃষকের সোনার ফসল ধান। যখনই ধান পাকা শুরু হয়, তখনই কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। ভালোলাগা খুঁজে পাওয়া যায় ফসলের মাঠে। একদম শীতের শুরু দিকে এ ফটোগ্রাফিটা করেছিলাম। কিছুটা কুয়াশা ভেজা ধানের পাতা। দেখতে দেখতে শীতকাল পার হয়ে গেল। এখন দেখছি কৃষকেরা একই জমিতে আবারো নতুন ধান লাগিয়েছেন। এভাবেই প্রত্যেক বছর সোনার ফসল ফলে ওঠে কৃষকের জমিতে।
| বিষয় | রেনডম ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | Infinix Hot 11s |
| লোকেশন | গাংনী-মেহেরপুর |
| ব্লগার | @sumon09 |
| দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
| পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |
|---|













আপনি দেখছি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ।যেগুলো দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে ।বিশেষ করে বামুন্দির সবুজ ধান ক্ষেত অনেক বেশি ভালো লাগলো।
আপনাকে ধন্যবাদ
অনেক সুন্দর বেশকিছু রেনডম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর এই রেনডম ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভালো লাগলো সুন্দর মন্তব্য দেখে।
X-promotion
07-02-25
অনেক সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। হলুদ রঙের ফুলটি অনেক সুন্দর হয়েছে এবং দেখেই মনে হচ্ছে এটি একটি সবজি গাছের ফুলের ফটোগ্রাফি। টমেটো গাছের যে ফটোগ্রাফি শেয়ার করেছেন তার মধ্যে কিছু টমেটো দেখা যাচ্ছে এবং টমেটো গুলি দেখতে অনেক সুন্দর। শীতকালে মানুষ শাক সবজির চাষাবাদ বেশি করে। শীতকালে অনেক নিত্য নতুন সবজির সমারোহ দেখা যায়। অনেক সুন্দর ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
এটা আমার বাগানের টমেটো।
আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মনে হলো আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আমার কাছে আপনার প্রতিটি ফটোগ্ৰাফি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ঝিঙ্গে ফুল এবং টমেটোর ফটোগ্রাফিটি। ছবির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন দেখছি।
পাশে আছেন দেখে খুশি হলাম
আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে নদীর বুকে ফেরি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং জিঙ্গে ফুলের ফটোগ্রাফি ও ফসলের ধানের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করে বলনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
চেষ্টা করেছি সুন্দর ফটো ধারণ করতে
চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেনডম ফটোগ্রাফি গুলো আমার বরাবরই ভালো লাগে কারণ একসঙ্গে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়। ঝিঙ্গের ফুল, টমেটো, ভাসমান ফেরি,ও গরু ছাগল চরানোর দৃশ্যটি আমার অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ