গ্রাম্য প্রকৃতিতে কাটানো কিছুটা সময়।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে গ্রাম্য প্রকৃতিতে সময় কাটানোর কিছু মুহূর্ত ভাগ করে নিলাম।


সবুজই প্রাণের স্পন্দন। বেঁচে থাকার মূলমন্ত্র। সবুজ মানেই প্রকৃতি। প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না। মানুষকে তাই প্রকৃতির সন্তান বলা হয়। প্রকৃতি মানুষকে শেখায়। চলতে-ফিরতে- বেঁচে থাকতে। জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে মানুষের।গ্রামের প্রকৃতি দেখতে কে না ভালোবাসে আর আমাদের এই শহর কলকাতার মধ্যে গাছপালা বা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মত জায়গা বলতে গেলে একেবারে নেই। চারিদিকে যেখানেই তাকাই শুধু বাড়ি আর বাড়ি। যত দিন যাচ্ছে লোকে গাছ কেটে দিয়ে সেখানে বাড়ি ঘর তুলে নিচ্ছে ।আর বিশেষ করে শহর কলকাতাতেই এই ছবি প্রত্যেক জায়গাতে দেখতে পাচ্ছি। আমার খুব ভালো লাগে বলতে গেলে ছোটবেলা থেকে একটু ফাকা জায়গা যেখানে অনেক গাছপালা রয়েছে সেই সব জায়গা গুলো আমাকে খুব টানে । এই রকম জায়গা গুলো আমার চোখে পড়ে না । যখন দূরে কোথাও ঘুরতে যাই তখন মাঝে মাঝে দেখতে পাই।একদিন হঠাৎ ব্ল্যাকস এর সাথে কথা বলতে বলতে আমার এই রকম ঘুরতে যাওয়ার ইচ্ছার কথাটা ওকে জানালাম। ওর একটি পোষ্টে আমি এরকম জায়গার ছবি দেখে ওখানে যাওয়ার কথা ওকে বলেছিলাম ।একবার বলাতেই বলেছিল নিয়ে যাবে সেখানে।সেই থেকে খুব এক্সাইটেড ছিলাম যে কবে এরকম একটা জায়গায় যেতে পারবো ।হঠাৎ একদিন গেলাম ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, ওই আমি সবকিছুতে লেট যখন বেরোনোর কথা ছিল তার এক ঘন্টা পর বেরিয়েছিলাম । এই জায়গাটির বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না যে ভিতরে এত সুন্দর একটি পরিবেশ রয়েছে।

WhatsApp Image 2022-06-14 at 11.29.03 PM.jpeg



এর আগে একবার গিয়েছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিল তাই বুঝতে পারিনি। কিন্তু কিছুদিন আগে যখন বিকেলবেলা গেলাম সত্যি দেখে অবাক হয়ে গেছিলাম।একদম গ্রাম্য পরিবেশ ,একেবারে ফাঁকা জায়গা। খুব কম লোকই এখানে আসে। যেখানেই দেখছি চারিদিকে শুধু গাছ আর গাছ।নানান রকমের পাখি । যে ঘরবাড়িগুলো আমরা সচরাচর দেখতেই পাই না বলতে গেলে চোখেও পড়ে না সেই সকল কিছু বাড়ি ও রয়েছে । গ্রাম্য পরিবেশ বলতে যেরকম বোঝায় ঠিক সেরকমই একটি জায়গা বলা যেতে পারে।আমরা সেদিন যে জায়গাটিতে গিয়েছিলাম সেটি হল নীলগঞ্জ। যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি খুব কাছাকাছি জায়গা। ওখানে গিয়ে কিছু ফটোগ্রাফি করলাম সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম।সেদিন খুব হাওয়া দিচ্ছিল ,খুব সুন্দর ভাবে বিকেলটাকে উপভোগ করেছিলাম।ওখানে বেশ কিছুক্ষণ থাকলাম প্রায় দেড় ঘণ্টার কাছাকাছি গল্প করলাম।

WhatsApp Image 2022-06-14 at 11.31.46 PM.jpeg

WhatsApp Image 2022-06-14 at 11.29.00 PM.jpeg

WhatsApp Image 2022-06-14 at 11.29.02 PM (2).jpeg

WhatsApp Image 2022-06-14 at 11.29.02 PM (1).jpeg

WhatsApp Image 2022-06-14 at 11.29.02 PM.jpeg

WhatsApp Image 2022-06-14 at 11.29.00 PM (1).jpeg



বেশ খানিকটা সময় থাকার পরই সন্ধ্যে হয়ে যায় ।আর সন্ধ্যে হয়ে গেলে জায়গাটা অন্ধকার হয়ে যায়। তাই বেশিক্ষন ওখানে থাকলাম না। এরপর সেখান থেকে বেরিয়ে একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম ।সেই ছবি আপনাদের সাথে পরে ভাগ করে নেবো।

WhatsApp Image 2022-06-14 at 11.52.00 PM.jpeg


ধন্যবাদ

Sort:  
 4 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে গ্রাম্য প্রকৃতি পরিবেশ এর সময় কাটানোর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। শহরে চার দেয়ালের মাঝে সময় কাটানোর ফিরে গ্রামের মাঝে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনার সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

শহরের বাইরে এরকম লোকেশনে কিছুটা সময় অতিবাহিত করতে কার না ভালো লাগে। বুঝতেই পারছি দাদার সঙ্গে এরকম পরিবেশে খুব চমৎকার কিছু মুহূর্ত কাটিয়েছেন। এরকম পরিবেশে সময় কাটিয়ে আপনি যে রকম আনন্দ পেয়েছেন আপনার ফটোগ্রফি গুলো দেখে আমি ঠিক তেমনটি উপভোগ করেছি। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে । বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি গুলো বলছি।

 4 years ago 

গ্রাম্য প্রকৃতিতে কাটানো কিছুটা সময় বেশ সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দিদি। আমার কাছে শহরের চেয়ে গ্রামে ভীষণ ভালো লাগে। আপনার সুন্দর সময় গুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইলো।

 4 years ago 

দিদি, সবুজ প্রকৃতি আমরা সবাই ভালবাসি শহরে বেড়ে ওঠা মানুষগুলো হয়তো সবুজের দেখা খুব একটা পায় না I শৈশবের অনেক সময় আমি গ্রামে কাটিয়েছি তাই সবুজের প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকেই কিন্তু বর্তমানে শহরে থাকার জন্য সবুজের দেখা সব সময় পাওয়া যায় না I তাই মাঝে মাঝে আমি আমার এক প্রিয় দাদার সাথে কোন গ্রামে বা প্রকৃতির কাছে ছুটে যাই একটু অবসর সময় পেলেই I খুবই ভালো লাগে এরকম সবুজ প্রকৃতির কাছে গিয়ে সময় কাটাতে I

 4 years ago 

সবুজ প্রকৃতি নিয়ে আপনি প্রথমে যে কথাগুলো লিখেছেন তা জাস্ট অনবদ্য। ‌ খুবই ভালো লেগেছে আপনার লেখাগুলো পড়তে। আর আপনি আমাদের ছোট দাদার সাথে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন এই সুন্দর প্রকৃতির মধ্যে। বেঁচে থাকুক আপনাদের এই ভালোবাসা। ❣️❣️

 4 years ago 

গ্রাম মানে জীবন, মানুষ বিভিন্ন সময় গ্রামে ফিরে আসতে চাই নিজেকে নতুন করে বাঁচার জন্য। এক মুঠো সুখের আশায়। গ্রামের দৃশ্যের মধ্যে নিজেকে বিলিয়ে দিতে চাই। আপনি খুব সুন্দরভাবেই ফটোগ্রাফি করেছেন গ্রামের বিভিন্ন স্থানের। পুকুরের দৃশ্যটা খুব সুন্দর হয়েছে।

 4 years ago 

এরকম সবুজ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। আমি তো এরকম সবুজ প্রকৃতি দেখলে ইচ্ছে করে সবুজের মাঝে হারিয়ে যেতে। আপনার প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনার সময়টা বেশ সুন্দর কেটেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

গ্রাম্য এলাকায় সময় কাটাতে আমার কাছে ও খুব ভালো লাগে আপুমণি। শহরের বাইরে কোলাহল মুক্ত একটি পরিবেশ। সেখানে মনে হয় স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। পরিষ্কার-পরিচ্ছন্ন একটি শীতল বাতাস বহে। আপনি গ্রাম্য এলাকায় সবুজ শ্যামল প্রকৃতির পরিবেশে অসম্ভব সুন্দর একটি সময় কাটিয়েছেন আপনি, সাথে ছিল আপনার প্রিয় মানুষটি আমাদের ছোট্ট দাদা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ভালোবাসা রইল।

 4 years ago 

গ্রামীণ পরিবেশ বাঁচার জন্য সব থেকে উতকৃষ্ট স্থান বলেই আমার মনে হয়। চারিদিকের প্রাণবন্ত সবুজের সমারোহ যেন তার অপরুপ সৌন্দর্য দিয়ে মন কেড়ে নেয়।

 4 years ago 

গ্রাম্য পরিবেশে কাটানো মুহূর্তগুলো সব সময় সুন্দর হয় ।গ্রামের প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ সবাই করতে পছন্দ করে।। এই ধরনের পরিবেশ উপভোগ করতে খুবই পছন্দ করি। দারুন মুহূর্ত উপভোগ করেছেন আপু।