RE: গতকাল সন্ধ্যায় এশিয়ার সব চাইতে বড় ইকো পার্কে কাটানো কিছুটা সময়
দাদা এই ইকোপার্ক জায়গাটা আমার এত সুন্দর লাগে।কোথাও ঘোরার জায়গা না পেলে আমি ইকো পার্কেই চলে যাই।আর যতবার যাই ততবারই ভালো লাগে। এই পার্কটা এমন একটা জায়গা কখনো পুরানো হয় না। আর টিনটিন বাবুকে দেখে বোঝাই যাচ্ছে যে ভীষণ মজা করেছে ওখানে,আর এই পার্কটা বাচ্চাদের জন্য ভীষণ আনন্দএর একটা জায়গা। বাচ্চারা যদি এই খোলামেলা জায়গায় একবার আসে তাহলে দৌড়াদৌড়ি, খেলাধুলো করেই ক্লান্ত হয়ে পড়ে।আর একদিক থেকে আমারও বেশ ভালো লাগলো যে আমি টিনটিন বাবুকে দেখে আপনার সাথেও কিছুটা মিল খুঁজে নিতে পারলাম 🤭। দাদা আপনি লেকের পাড় সম্বন্ধে যে লাইনগুলো লিখেছেন সেগুলো যতবার পড়ছি ততোবারই ভালো লাগছে কী সুন্দর ভাষা দিয়ে আপনি ব্যাখ্যা করেছেন। আর সন্ধ্যা হলেই লেকের জলের সৌন্দর্য যেন আরো বেড়ে যায়। আপনার তোলা প্রত্যেকটা ছবি দেখে ভীষণ ভালো লাগলো।আর সবথেকে ভালো লাগছে শেষের ছবিটা টিনটিনের সাথে টিনটিন। বেশ মজাদার ছবিটা। টিনটিন বাবুর জন্য অনেক ভালোবাসা রইলো।