রেসিপি পোস্ট : নারিকেল দিয়ে তৈরি মজাদার ভাপা পুলি পিঠা।

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @tanha001

বাংলায় ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ।

রোজ: রবিবার।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। দেখতে দেখতে আমাদের মাঝে শীতকাল এসে উপস্থিত হয়েছে। আর এই শীতকাল মানেই পিঠা পুলির উৎসব। আর এই শীতের মধ্যে শীতের পিঠা না খেলে কি জমে।নারিকেল দিয়ে তৈরি মজাদার ভাপা পুলি পিঠা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার শেয়ার করা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে আসা যাক।

সর্বশেষ

IMG_20241208_114442.jpg

IMG_20241208_114519.jpg

IMG_20241208_114458.jpg

IMG_20241208_114428.jpg

IMG_20241208_114410.jpg

IMG_20241208_114349.jpg

প্রয়োজনীয় উপকরণ
ময়দা
নারিকেল কোরা
চিনি
লবন
এলাচ
দারুচিনি

1733637170922.png


প্রথম অংশ

20241204_082813.jpg

প্রথমে আমি একটি পরিষ্কার কড়াই নিয়ে এর ভেতর পরিমান মতো পানি নিয়ে নিলাম। পানির ভেতর পরিমান মতো লবন দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি।
20241204_083017.jpg

এরপর পানি পানি গরম হলে এর ভেতরে ময়দা অল্প অল্প করে দিয়েছে আর খুন্তি দিয়ে নেড়ে নিয়েছে। একবারে বেশি ময়দা দেয়া যাবে না অল্প অল্প করে আস্তে আস্তে ময়দা দিয়ে ময়দার ডো বানিয়ে নিতে হবে।
20241204_083240.jpg

সবগুলো ময়দা দেয়া হয়ে গেলে এবার সুন্দর করে ময়দা মাখিয়ে নিয়েছি।

দ্বিতীয় অংশ

20241204_091207.jpg

20241204_092527.jpg

এরপর আমি আবারও একটা কড়াই নিয়ে এর ভেতর পরিমান মতো পানি নিয়ে পানির ভেতর পরিমান মতো চিনি দিয়ে নিলাম। কয়েকটি এলাচ ফল ও দারুচিনি দিয়ে নিলাম। এরপর নারিকেল কোরা চিনির পানির ভেতর দিয়ে বেশ কিছুক্ষন জ্বাল করে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত জ্বাল করেছি যতক্ষন পর্যন্ত নারিকেল কোরা শক্ত না হয়ে আসে।

তৃতীয় অংশ

IMG_20241207_194052.jpg

IMG_20241207_195307.jpg

এবার আমি ময়দা দিয়ে সুন্দর করে রুটি বেলে নিয়েছি। রুটি বেলা হয়ে গেলে একটা স্টিলের গ্লাস দিয়ে রুটি থেকে পিঠার রুটি কেটে নিয়েছি।

চতুর্থ অংশ

20241204_090651.jpg

এরপর আমি কেটে নেওয়া পিঠা রুটি দিয়ে এর ভেতর নারিকেলের ছেই দিয়ে সুন্দর করে মুখ এটে নিয়েছি। যেমনটা আপনারা ছবিতে দেখতে পারছেন।

পঞ্চম অংশ

IMG_20241207_194320.jpg

পিঠা বানানো হয়ে গেলে এরপর আমি একটি জালিতে পিঠা গুলা তুলে দিয়েছি। এরপর একটি রাইসকুকারে অল্প পরিমান পানি দিয়ে রাইস কুকারের উপরে তার এটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ৫-৭ মিনিট ভাপ দেওয়ার পর পিঠাগুলো ভালো করে দেখে নিয়েছি যেনো সবগুলা পিঠা সুন্দর ভাবে সিদ্ধ হয়ে যায়।

ষষ্ঠ অংশ

20241204_091419.jpg

IMG_20241204_100158.jpg

IMG_20241208_114349.jpg

IMG_20241208_114334.jpg

পিঠাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে এবার আমি পিঠার উপরে হালকা করে পানি ছিটিয়ে দিয়েছি তাতে পিঠাগুলো একে অপরের সাথে আটকে না যায়। এরপর আর পিঠাগুলো একটি প্লেটে নামিয়ে নিয়েছি। আর এভাবেই আমি নারকেল দিয়ে ভাপা পুলি পিঠা তৈরি করেছি।


পোস্টের বিষয়রেসিপি পোস্ট
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

আমি তানহা তানজিল তরসা। । আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

W5LtFUPm6g7111bbdcuxu3bfUg5qaCq8seb5paCtrrT7zRotPwDzn9maB36qw6EybGBQDX6go9UMufmrropBw7SdPs8m41PpedNHsJiZ9j2Emaru77VkLoNLsAKbgRKaDkdHc3VoKyqNkXFAyXjgvpTKH8DZY.jpeg

Sort:  
 last year 

নারিকেল দিয়ে যেকোনো পিঠা বানালে খেতে অনেক ভালো লাগে। আর দেখে মনে হচ্ছে এই পিঠাগুলো খেতে খুবই ভালো হয়েছিল। ভাপা পুলি পিঠার রেসিপি দারুন হয়েছে আপু।

 last year 

জি পিঠাগুলো খেতে অনেক সুস্বাদু হয়েছিল।

 last year 

Screenshot_2024-12-08-10-32-04-161_com.twitter.android.jpg

Screenshot_2024-12-08-10-35-16-646_com.android.chrome.jpg

Screenshot_2024-12-08-10-34-33-390_com.android.chrome.jpg

 last year 

নারকেল দিয়ে বানানো ভাপা পিঠে দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। অসাধারণ একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করেছেন এই শীতকালে। শীতকাল মানেই তো পুলি পিঠা। আর আপনার বানানো পিঠা দেখে লোভ বেশ বেড়ে যাচ্ছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন প্রত্যেকটি ধাপ।

 last year 

আপনার গঠন মূলক মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

আমার পুলি পিঠা খুবই প্রিয় একটি পিঠা। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নারিকেল দিয়ে তৈরি মজাদার ভাপা পুলি পিঠা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা পিঠা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। শীতকাল চলে আসলেই এরকম নতুন নতুন পিঠার আমেজ উঠে। বেশ দারুন ভাবে পিঠা রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ওয়াও আপু আপনি নারিকেল দিয়ে ভাঁপা পুলি পিঠা তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। শীতের সময়ে এত সুন্দর পিঠা খাইতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর একটি লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

আমার মতো আপনিও পিঠা খেতে অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো।

 last year 

নাড়িকেল দিয়ে পুলি পুঠাকে দুই ভাবে বানানো যায় একটা তেলে ভেজে আরেকটা ভাপে দিয়ে। দুইটাই বেশ সুস্বাদু খেতে।অনেক দারুন হয়েছে আপনার করা রেসিপি টা। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। টাইপিং এর মধ্যে বানান ভুল আছে আশা করি ঠিক করে নিবেন।

 last year 

নারিকেল দিয়ে তৈরি করা এরকম ভাপা পুলি পিঠাগুলো আমার অনেক বেশি পছন্দের। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে পিঠা তৈরি করেছেন। আপনার তৈরি করা এই পিঠা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। শীতের সময় গরম গরম পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। দেখেই বুঝতে পারছি এই পিঠা অনেক মজা করে খেয়েছিলেন।

 last year 

ঠিক বলেছেন গরম গরম পিঠা খেতে সত্যি অনেক ভালো লাগে।

 last year 

পুলি পিঠা যেভাবে তৈরি করা হোক না খেতে মজাদার লাগে। বাঙ্গালীদের পছন্দের একটি পিঠা পুলি। ভাপা পুলি পিঠার রেসিপি সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছেন। আপু দাওয়াত তো দিতে পারতেন। ভালো লাগলো আপনার রেসিপি দেখে ধন্যবাদ আপনাকে।

 last year 

চলে আসেন ভাই পিঠা তৈরি করে খাওয়াবো।আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

লোভনীয় জিভে জল আসার মতোই আপনার ভাপা পুলি পিঠার রেসিপি টি।দারুন বানিয়েছেন আপু। দেখেই খেতে মন চাচ্ছে। ধাপে ধাপে ভাপা পুলি পিঠা বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

পিঠা বানানোর পদ্ধতি আপনার অনেক পছন্দ হয়েছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।