স্বরচিত কবিতা: “মা হওয়ার মধুর পথচলা ”💕🤱
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো। কবিতা লিখতে এবং পড়তে দুইটাই আমি অনেক পছন্দ করি।বেশ অনেকদিন অসুস্থ থাকার কারণে আমার বাংলা কমিউনিটিতে আমি কাজ করতে পারিনি। এখন মোটামুটি সুস্থ তাই কাজে ফেরার চেষ্টা করছি। চলুন তাহলে শুরু করা যাক আজকে নতুন ব্লগটি।
আমি তাহনা, মাতৃত্বের পথে
বুকে আজ ঢেউ তোলে স্বপ্নের নরম গান,
আট মাসের মায়া বুকে নিয়ে
হেঁটে চলেছি সৃষ্টির পবিত্র বাগান।
পেটের মাঝে ফুটে ওঠে
একটা ক্ষুদ্রতর পৃথিবীর চিহ্ন,
যেন আলোর বীজ রোপণ করেছি,
প্রতিটি নড়নে জাগে নতুন দিন।
রাত গভীরে চোখ ভিজে ওঠে
মনে পড়ে প্রথম দেখা সেই মুহূর্ত,
যেদিন বুঝলাম, আমার বুকের ভিতর
একটা জীবন গান গেয়ে উঠল চুপচাপ সুকোমল সুরে।
কখনো ক্লান্তি ঢাকে শরীর,
কখনো ব্যথা বলে তার গল্প,
তবু আমি হাসি
কারণ এই যন্ত্রণা যেন ফুল ফোটার
আগের বসন্তের কষ্ট।
আল্লাহর সবচেয়ে সুন্দর দান
আমার অন্তরে বাড়ছে প্রতিদিন,
শিশুটি যেন আমার রুদ্রাকার ভালোবাসার
নরম-নরম সোনালি স্পন্দন।
ওরে ছোট্ট প্রিয়,
আর কিছুদিন, তারপরই আসবে
চোখে চোখ রেখে বলবে “মা”,
আর আমি বুক ভরে আকাশ ছুঁবো
আনন্দের কান্নায় ভিজা দোয়ায়।
এই আট মাসের পথ
প্রতিটি মুহূর্ত পবিত্র, অমূল্য,
আমি তাহনা
একজন মা হওয়ার গান লিখছি
শ্বাসে, অশ্রুতে, রোদের নরম উষ্ণতায়।
তুমি এলে,
আমার পৃথিবী পূর্ণ হবে,
আকাশের সব নক্ষত্র
তোমার চোখে ঝিলমিল করবে।
মা হওয়া কষ্টের,
তবু এ ব্যথাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য
কারণ আমি জীবনকে জন্ম দিতে চলেছি।
মাতৃত্ব এক পবিত্র, অপরূপ ও স্বর্গীয় অনুভূতি।আট মাসের গর্ভধারণের এই পথ ক্লান্তি,ব্যথা,আনন্দ মিলিয়ে নারীকে আরও শক্তিশালী ও মহিমান্বিত করে তোলে।মায়ের শরীরে ও মনে প্রতিদিন নতুন করে জন্ম নেয়একটা ছোট্ট জীবনের স্বপ্ন,তার প্রতিটি নড়াচড়া, প্রতিটি স্পন্দন মাকে আনন্দ ও সৃষ্টির গর্বে ভরিয়ে দেয়।সন্তানের আগমনের অপেক্ষা,ভালোবাসা, আশা, প্রার্থনা এবং অশ্রুর মিশ্রণ,যেখানে মা বুঝতে পারে জীবনের সবচেয়ে মধুর ও মহৎ পরিচয় মা হওয়া।
| পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
|---|---|
| লেখা | তানহা তানজিল তরসা |
| ডিভাইস | রেডমি নোট ১১ |
| লোকেশন | পাবনা |





https://x.com/TanhaT8250/status/1984278255504134535?t=K8JOXCsWWzsIRe-4tfZsQg&s=19
https://x.com/TanhaT8250/status/1984279176984313882?t=3rQgpHe2J82rIYIPRdmvlA&s=19