আপুর ক্রেস্ট এর সাথে সুমন ভাইয়ার দেয়া চকলেট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। এই ব্লগের আমরা সবাই জানি যে পাওয়ার আপ করা আমাদের জন্য কতটা উপকারী। এটা আর নতুন করে বলার কিছু নেই। পাওয়ার আপ করলে আমাদের নিজেদেরই একাউন্ট শক্তিশালী হয়। আমাদের পাওয়ার আপের উৎসাহিত করার জন্য সুমন ভাইয়া প্রতিবছর একটা পাওয়ার আপ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতি সপ্তাহে প্রতিযোগিতার পুরস্কার তো দিয়েই দেয় তাছাড়া বছর শেষেও একটা পুরস্কার দেয়। আপনারা হয়তো সবাই দেখেছেন যে তানজিরা আপু সপ্তাহের একটি নির্দিষ্ট দিন সেই শুরু থেকে নির্দিষ্ট পরিমাণ পাওয়ার আপ করে আসছে।এত বছরেরও এই ধারাবাহিকতা কখনো নষ্ট করেনি। সেজন্য প্রতিবছর সে একটি পুরস্কার পায়। গত বছরের মতো এবারও সে পাওয়ার আপ কন্টেস্টের বিজয়ী হয়েছে।
আপু যেহেতু ইউ কে থাকে তাই ওর ক্রেস্টটা সুমন ভাইয়া আমার কাছে পাঠায়। গত বছর ও আমার কাছেই পাঠিয়েছিলো। আজকে সন্ধ্যার সময় হঠাৎ দেখি পার্সেল এসেছে। যদিও সুমন ভাইয়া বলে রেখেছিলো। কিন্তু আমি ব্যস্ততার কারণে ভুলে গিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে আমার হয়তো কোন ড্রেসের পার্সেল এসেছে। পরে দেখি সুমন ভাইয়া পাঠিয়েছে। বেশ বড় সাইজের একটি প্যাকেট দেখে একটু অবাক হয়েছি। ভেবেছিলাম গতবার ক্রেস্ট একটু ভেঙে গিয়েছিলো জন্য এবার অনেক কিছু দিয়ে মুড়িয়ে পাঠিয়েছে সুমন ভাইয়া। অথবা ক্রেস্টের সাইজ বেশ বড় করেছে।
@tangera আপু আপনার ক্রেস্ট। গত বারের মতো এবারও আমার শোকেসে সাজিয়ে রাখলাম। এবারের ক্রেস্টটি খুব সুন্দর।
প্যাকেটটি খোলার পরে আরো বেশ কয়েকটি প্যাকেট দেখলাম। সম্পুর্ন প্যাকেট খোলার পর দেখলাম যে সুমন ভাইয়া বেশ কিছু চকলেট পাঠিয়েছে বাচ্চাদের জন্য। বাচ্চারা শুরুতে দেখে খুব খুশি হয়েছে। কিন্তু আমি ওদের সঙ্গে একটু মজা করেছি। বলেছি যে এটি আমার নয় খালামণির ক্রেস্টের সঙ্গে খালামণিকে দিয়েছে। তাই বড় ছেলে কিছুটা অভিমান নিয়ে বলছিল মা তুমি কেন বিজয়ী হও না। আমি বিজয়ী হলে এই চকলেটগুলো ওরা পেতো। পরে যখন চকলেট গুলো ওদেরকে দিলাম ওরা তো খুবই খুশি হয়েছে।
আজকে আমাদের ম্যারেজ ডে। আমরা ম্যারেজ ডে তেমন আয়োজন করে পালন করি না। কিন্তু তারপরও চকলেট গুলো দেখে মনে হচ্ছে ম্যারেজ ডে উপলক্ষে সারপ্রাইজ গিফট পেয়েছি।
@rex-sumon ভাইয়া অনেক অনেক ধন্যবাদ চকলেটগুলোর জন্য। বাচ্চারা খুবই খুশি হয়েছে। তাছাড়া প্রতিবছর আপুর ক্রেস্ট এভাবেই চকলেটের সাথে যেন আমার বাসাতেই আসে😋🤣🤣।
আজকে অন্য পোস্ট করার ইচ্ছা ছিল। কিন্তু সুমন ভাইয়ার এই গিফট গুলো দেখে পোস্ট করার লোভ সামলাতে পারলাম না। সন্ধ্যা থেকে শরীরটাও খুব খারাপ লাগছে। কেমন যেন জ্বর জ্বর মনে হচ্ছে। তারপরও অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে পোস্টটি রেডি করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | i phone11 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
বাহ আপুর ক্রেস্ট টা তো খুবই সুন্দর হয়েছে।দেখতে ভীষণ সুন্দর।একজন পুরস্কার পেল আর আপনি গিফট পেয়ে গেলেন।ভালই তো।ইস আমার ঠিকানা টা কেন দিলাম না, লোভ হচ্ছে।অনেক ভালো ছিল।বাচ্চারা নিশ্চয়ই খুবই খুশি হয়েছে।
এবারের ক্রেস্টটি আমারও খুব পছন্দ হয়েছে। গতবারের থেকে এবারেরটা বেশি সুন্দর।
অবশেষে তাহলে আপনার আপুর ক্রেস্ট আপনার কাছে পৌঁছে গিয়েছে যিনি খুবই ভালো লাগলো। আপনার আপুর ক্রেস্ট পাওয়ার পাশাপাশি চকলেট গিফট ও পেয়েছেন দেখছি, তবে আপনার সন্তানের কথা শুনে কিছুটা হেসেছি সকলেই চাই যে পরিবারের কেউ বিজয়ী হোক সব সময় যাইহোক অবশেষে তারা চকলেট পেয়ে খুশি হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আপনার অনুভূতিটা তুলে ধরার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া পরিবারের যে কেউ বিজয়ী হলেই ভালো লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
প্রথমেই জানাই আপনাদের বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আপনাদের বিবাহিত জীবনের বাকি দিনগুলোও খুব দারুণ কাটুক! আর এমন দিনে বেশ দারুণ একটি সারপ্রাইজ ও পেয়ে গেলেন! এক বক্স ভর্তি ডেইরি মিল্ক আর অন্যান্য চকলেট পেয়ে বাচ্চারা যে দারুণ খুশি হয়েছে তা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে আমারো চোখ আটকে গেলো ওই বাদামের চকলেট গুলোতে। ওগুলোও ভীষণ মজা খেতে 🥲। থাক, আর কিছু না বলি।
জি আপু বাচ্চারা চকলেট দেখে খুবই খুশি হয়েছে। বাদাম চকলেট গুলো খেতে বেশ মজাদার। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপুর ক্রেস্ট আপনার বাসায় দেওয়া হয় কারণ আপু যেহেতু ইউকেতে থাকে। এই বিষয়টা জেনে সত্যি খুবই ভালো লেগেছে। ক্রেস্টটা কিন্তু সত্যিই অনেক বেশি সুন্দর ছিল। আর সুমন ভাইয়া বাচ্চাদের জন্য অনেকগুলো চকলেট পাঠিয়েছিল জেনে তো আরো বেশি ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন রকমের চকলেট ছিল। বাচ্চারা পেয়ে খুশি হয়েছে দেখেই বুঝতে পারতেছি। আপু আপনার সুস্থতা কামনা করছি। আপনার অসুস্থতার বিষয়টা শুনে খারাপ লাগলো। আসলে এই সময়টাতে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আমি নিজেও অসুস্থ এবং আমার ফ্যামিলির অন্যরাও অসুস্থ। যাইহোক ভালো লাগলো পুরো পোস্টটি পড়ে।
বেশ কয়েক রকমের চকলেট ছিল। এত চকলেট পেয়ে বাচ্চারা তো খুবই খুশি হয়েছিল। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
তানজিলা আপুর ক্রেস্ট এর পাশাপাশি সুমন ভাইয়া বাচ্চাদের জন্য চকলেট ও পাঠিয়েছিল অনেক রকমের। যেগুলো দেখে মনে হচ্ছে খুব মজাদার চকলেট। বাচ্চারা মজা করে খেতে পারবে সবগুলো চকলেট। যদিও প্রথমে আপনি তাদের সাথে একটু মজা করেছিলেন, এগুলো আপনারা খেতে পারবেন না বলে। বাচ্চারা চকলেট খুব পছন্দ করে। তাই তো বাচ্চারা চকলেট দেখলেই খুশি হয়ে যায়। আপনাদের ম্যারেজ ডের কথা যদিও জানা ছিল না, আজকে জেনে ভালো লাগলো। এটার জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। সুমন ভাইয়ের সাথে আমিও চকলেট পাঠিয়েছি এটা ভেবে গিফট নিয়ে নেন। চকলেট একটা খাবার সময় ভাববেন আমি দিয়েছি গিফট হিসেবে 😁😁।
এভাবে ভাবলে তো হবে না ভাইয়া। পাঠিয়ে তারপরে বলতে হবে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
বাচ্চারা খুশি হয়েছে শুনে খুবই ভালো লাগলো। আপনার আর ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। 🥰❤️❤️
বাচ্চারা খুশি হয়ে বলছে আঙ্কেল যেন মাঝেমধ্যেই এরকম চকলেট পাঠায়😜।
নাকি বাচ্চাদের মা বলেছে 😅
বাচ্চাদের মা চকলেট ভাগে পেলে না বলবে।
আহারে 😅😅
এবারে ক্রেস্টটা তো দেখছি আগেরবার থেকে বেশি সুন্দর লাগছে । ভালই তো সুমন ভাইয়া আপনাদের জন্য আবার কিছু চকলেট পাঠিয়েছে । ঠিকই তো বলেছে ছেলে আপনি যদি এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন আর পুরস্কার পেতেন । চকলেট গুলো একা খেয়ে ফেলেন না আমাদেরও কিছু দিয়েন ।
ঠিক বলেছেন আপু আগের বারের ক্রেস্ট এর থেকে এবারের ক্রেস্ট বেশি সুন্দর ছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।
বড় ছেলে তো ভালোই বলেছিল। আপনি কেনো বিজয়ী হলেন না 😂। যাইহোক তানজিরা আপুর ক্রেস্টটি আসলেই খুব সুন্দর লাগছে। সুমন ভাই তো ক্রেস্টের সাথে অনেকগুলো চকলেট পাঠিয়েছে। বাচ্চারা চকলেট এমনিতেই ভীষণ পছন্দ করে। যাইহোক ওয়েদার পরিবর্তনের কারণে কমবেশি সবাই অসুস্থ হয়ে পরছে। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি আপু। পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এখনকার ওয়েদার যে খারাপ একবার গরম একবার ঠান্ডা। এর কারণে সবার এরকম সর্দি কাশি লেগে যাচ্ছে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।