অরিগ্যামি || রঙিন কাগজ দিয়ে ফটোফ্রেম এর অরিগ্যামি
হ্যালো বন্ধুরা,শুভ সকাল
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ সকাল সকাল আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করবো। আজকে আমি রঙিন কাগজ দিয়ে ফটো ফ্রেম এর অরিগ্যামি তৈরি করেছি। অনেক দিন পর রঙিন কাগজের জিনিস বানিয়ে খুব ভালো লাগছে। রঙিন কাগজের তৈরি জিনিস দেখতে সবসময়ই ভালো লাগে। রঙিন কাগজের অরিগ্যামি গুলো তৈরি করতে অনেকটা সময়ের প্রয়োজন। কারণ অরিগ্যামি হলো ভাঁজের খেলা। একটা ভাঁজ ভুল হলেই সেটা আর বানানো সম্ভব হয় না। তাছাড়া ভাঁজ মনে রেখে পোস্ট লেখাটাও কঠিন। আমি তো অনেক সময় ভাঁজগুলো ভুলেই যাই।
বেশ কিছুদিন আগে আমি একটি অরিগ্যামি তৈরি করে রেখেছিলাম। কিন্তু পোস্ট করা হয়নি আর যখন তা চোখে পড়লো তখন লিখতে বসে ভাঁজ গুলো ভুলে গিয়েছি। এখনও সেই অরিগ্যামি আমার গ্যালারিতে রয়ে গিয়েছে। আমি কিছুতেই সবগুলো ভাঁজ মনে করতে পারছি না বলে লিখতেও পারছিনা আর সেই অরিগ্যামির পোস্ট ও করা হচ্ছে না। কিছু কিছু অরিগ্যামি থাকে সেটা বানাতে অতিরিক্ত ভাঁজ ব্যবহার করতে হয়। সেই ভাঁজগুলো খুব একটা সহজ থাকে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে সেজন্যই ভাঁজগুলো ভুলে গিয়েছে। তারজন্য যখন এই অরিগ্যামি বানিয়েছি তখনই পোস্ট লিখে রাখার চেষ্টা করেছি। আমার কাছে ফটো ফ্রেম এর অরিগ্যামি অনেক ভালো লেগেছে। আমি এই ফ্রেমের ভিতরে আমার বাংলা ব্লগ এর ফটো রেখে দিয়েছি। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ
২. সাইন পেন
অরিগ্যামি তৈরির ধাপ নিচে দেওয়া হলো----
🖼️১ম ধাপ🖼️
![]() | ![]() | ![]() |
|---|
প্রথমে রঙিন কাগজ কে মাঝখান বরাবর ও লম্বালম্বিভাবে ভাঁজ করে নিলাম। আমি তিনকোনা সমান করে বাড়তি অংশ ফেলে দিয়েছি।
🖼️ ২য় ধাপ🖼️
![]() | ![]() |
|---|
দু'পাশে ভাঁজের জন্য মাঝখানে একটি বিন্দু হয়েছে। এবার দু'পাশে দুটি কোণা ভাঁজ করে নিলাম।
🖼️৩য় ধাপ🖼️
![]() | ![]() |
|---|
এবার বাকি অংশ ও ভাঁজ করে নিলাম। এখন দেখতে অনেকটা খামের মতো দেখাচ্ছে।
🖼️৪র্থ ধাপ🖼️
![]() | ![]() | ![]() |
|---|
এবার খামটি উল্টিয়ে অপর পাশে একইভাবে ভাঁজ করে নেবো।
🖼️৫ম ধাপ🖼️
![]() | ![]() |
|---|
এরপর আবার কোণা গুলো অল্প জায়গা রেখে ভাঁজ করে নেবো। আপনারা দেখতেই পারছেন কিভাবে ভাঁজ করছি।
🖼️৬ষ্ট ধাপ🖼️
![]() | ![]() | ![]() |
|---|
আবারও উল্টিয়ে নেবো, এরপর কোণা গুলো আবারও ভাঁজ করে নেবো।
🖼️৭ম ধাপ🖼️
![]() | ![]() |
|---|
এবার বাহিরে থাকা কোণা গুলো ভিতরে ভাঁজ করে দিয়ে দেবো। আমার ছবি গুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ভিতরে দিয়ে দিলাম।
🖼️৮ম ধাপ🖼️
![]() | ![]() |
|---|
এখন রঙিন কলম দিয়ে ফ্রেমের মধ্যে কিছু স্টার এঁকে সাজিয়ে নিলাম।
🖼️শেষ ধাপ🖼️
![]() | ![]() | ![]() |
|---|
সবশেষে এবার একটি ছোট সাদা পেপার নিয়ে সুন্দর ডিজাইন করে ভিতরে আমার বাংলা ব্লগ লিখে নিলাম। এরপর ফ্রেমের ভিতরে রেখে দিলাম আর এভাবেই শেষ হলো আমার আজকের রঙিন কাগজ দিয়ে ফটো ফ্রেম এর অরিগ্যামি তৈরি।
🖼️ফাইনাল আউটপুট🖼️
এবার আমি ফটো ফ্রেম অরিগ্যামির বিভিন্ন ভাবে ছবি তুলে নিলাম। সম্পূর্ণ বানানোর পর দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। বন্ধুরা, আজকে শেয়ার করা "রঙিন কাগজ দিয়ে ফটো ফ্রেম এর অরিগ্যামি" আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ❤️।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power
































.png)

সত্যি বলতে আপু দোকান থেকে কোন ফটো ফ্রেম না কিনে নিজে তৈরি করে ঘরে রাখলে সেগুলো আমার মনে হয় বেশি সুন্দর হয়। নিজের জিনিসটা ও সাজানো হয় তাছাড়া দেখতেও ভালো লাগে। নিজের পছন্দের তৈরি করা যায়। ঠিক যেমন আজকে আপনার ফটো ফ্রেম আমার কাছে দারুন লাগলো। বিশেষ করে মাঝখানের আমার বাংলা ব্লগ লেখাটা দেখে আরো ভালো লাগলো।
ঠিক বলেছেন আপু দোকান থেকে না কিনে নিজে তৈরি করে নেওয়াই ভালো। এতে করে নিজের মতো সাজানো যায়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আজকে দেখছি আপনি চমৎকার একটি অরিগমি তৈরি করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের দারুন একটি অরিগমি তৈরি করেছেন। এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপনি রঙ্গিন কাগজের তৈরি জিনিসপত্র দেখতে খুবই ভালো লাগে।দারুণ বানিয়েছেন রঙিন কাগজ দিয়ে ফটোফ্রেম এর অরিগ্যামি টি।খুবই সুন্দর লাগছে দেখতে।ধাপে ধাপে দক্ষতাতার সাথে নিখুঁত ভাবে রঙিন কাগজ দিয়ে ফটোফ্রেম এর অরিগ্যামিটি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস দেখতে খুব ভালো লাগে। আমার এই অরিগ্যামি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে ফটোফ্রেম এর অরিগ্যামি আসলেই অনেক চমৎকার হয়েছে দেখতে। অনেক সময় এরকম হয় ভাজ ভুলে যাওয়ার কারণে সেটা আর শেয়ার করা হয় না ।ধন্যবাদ সুন্দর অরিগ্যামির অ্যালবাম শেয়ার
করার জন্য।
হ্যাঁ আপু ভাঁজ ভুলে যাওয়ার জন্য আমার একটি পোস্ট পড়ে রয়েছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে ফটোফ্রেম এর অরিগ্যামি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। আপনি খুবি সুন্দর ভাবে ধাপে ধাপে এই ডাই পোস্ট তৈরি করেছেন।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
জাস্ট অসাধারণ লাগছে দেখতে আপনার হাতে তৈরি অরিগ্যামিটি। রঙিন কাগজ দিয়ে বেশ চমৎকারভাবে অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। মাঝে ছবি রাখাতে জিনিসটা দেখতে আরো বেশী সুন্দর লাগছে। ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া মাঝখানে ছবি রাখাতে আরও বেশি আর্কষনীয় দেখাচ্ছে। ধন্যবাদ।
আপনার নিজ হাতে তৈরি করা ফটো ফ্রেমের চিত্রটা বেশ দারুন হয়েছে আপু। খুব সুন্দর ভাবে আপনি আজকের এই অরিগামি তৈরি করেছেন। যেখানে আমাদের প্রিয় কমিউনিটির নামটা দারুন ভাবে স্থান করেছেন। খুব ভালো লাগলো আপনার দারুন প্রতিভা দেখে।
মাঝখানে আমার বাংলা ব্লগ লেখাতে আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
সত্যিই অরিগামি মানে ভাজের খেলা এবং এই চমৎকার ভাঁজগুলোর মাধ্যমেই অসাধারণ কিছু ফুটিয়ে তোলা সম্ভব। আপনি আজকে ভীষণ চমৎকার একটি অরিগামি পোস্ট উপহার দিয়েছেন। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে যে ছবির ফ্রেম তৈরি করা যায় সেটাই তো অবাক করা ব্যাপার। যাইহোক অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
https://x.com/TanjimaAkter16/status/1877936653504782843?t=cKzAcUbBOfJdaCtkaA7vNQ&s=19