রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। দু'দিন ধরে প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। তারজন্য ঠিক মতো কোনো কাজ করতে পারছিনা। আজকেও পোস্ট করতে অনেক লেট হয়ে গিয়েছে। কিন্তু কি পোস্ট করবো খুঁজে পাচ্ছিলাম না। এরপর মোবাইলের গ্যালারি খুঁজতে গিয়ে এটি খুঁজে পেলাম। তারপর চিন্তা করলাম তাহলে এটিই আজ পোস্ট করে নেই। যদিও এর আগে আমি এমন বেশ কিছু ফুলের স্টিক শেয়ার করেছিলাম। সেগুলো একসাথে নিয়েও একটি ছবি তুলেছিলাম। আমি প্রায় সময় একসাথে বেশ কিছু পোস্ট রেডি করে রেখে দেই। যাতে পরবর্তীতে কাজ লাগে।
যাই হোক আজকেও রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের স্টিক নিয়ে এসেছি । রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস গুলো দিয়ে যখন আমরা ঘর সাজাই তখন যেনো ঘরের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়। আমরা সবাই বিভিন্ন সময় রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে ফুল বানাতে সবচেয়ে বেশি ভালো লাগে। সেই ফুল গুলো দিয়ে ঘর সাজালে খুব সুন্দর লাগে। তেমনি আজ আমি খুব সুন্দর একটি ফুলের স্টিক তৈরি করেছি। আমার কাছে এই ফুলের স্টিক অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ
২.গাম
৩. পেন্সিল
১ম ধাপ |
---|
প্রথমে রঙিন কাগজকে ভাঁজ করে নেব। এরপর ছোট পিস করে কেটে নেবো।
২য় ধাপ |
---|
এবার পিসগুলো ভাঁজ করে নেব। এরপর পেন্সিল দিয়ে ফুলের ডিজাইন এঁকে নেব।
৩য় ধাপ |
---|
এখন কাঁচি দিয়ে কেটে নেবো। এরপর ভাঁজ গুলো খুলে নেবো।
৪র্থ ধাপ |
---|
এবার প্রতিটা ফুলের একটি পাপড়ি কেটে নেবো। এরপর গাম দিয়ে কেটে নেওয়া অংশের সাথে অন্য পাপড়ি লাগিয়ে নেবো।
৫ম ধাপ |
---|
এখন সবুজ কালার পেপার দিয়ে ছোট ছোট স্টিক বানিয়ে নেবো।
৬ষ্ট ধাপ |
---|
এবার আরও কিছু সবুজ পেপার দিয়ে ফুলের নিচে দেওয়ার মতো ছোট পাপড়ি বানিয়ে নেব।
৭ম ধাপ |
---|
এবার সবুজ কালার ফুলের একটি পাপড়ি কেটে গাম দিয়ে লাগিয়ে নেবো।
৮ম ধাপ |
---|
এরপর ছোট ছোট স্টিকের মধ্যে ফুলগুলো লাগিয়ে নেবো।
শেষ ধাপ |
---|
সবশেষে এবার পাতা বানিয়ে নেব। এরপর বড় স্টিকের মধ্যে গাম দিয়ে একটি একটি করে লাগিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক তৈরি।
ফাইনাল আউটপুট |
---|
ডাই প্রজেক্ট এর সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি। বন্ধুরা, আজকে শেয়ার করা "রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক" আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
রঙিন কাগজ দিয়ে চমৎকার ফুল তৈরি করেছেন আপনি। আপনার এই ফুল তৈরি করা দেখে ভালো লাগলো। একদম দেখার মত ছিল আপনার ফুলগুলো। এর মধ্যে কিন্তু নিজের সুন্দর ক্রিয়েটিভিটি লুকিয়ে রয়েছে দক্ষতা। আর এভাবেই রঙিন কাগজকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু তৈরি করে দেখাতে পারি।
https://x.com/TanjimaAkter16/status/1838920672455889289?t=6vQ9YvchTqVy7UjGO2C9SQ&s=19
ফুলের স্টিক দেখতে খুবই সুন্দর হয়েছে। এগুলো আমি খুব একটা তৈরি করতে পারি না। তবে এই সুন্দর ফুলের স্টিক গুলো সাজিয়ে রাখলে দেখতে দারুন লাগে। অসাধারণ হয়েছে আপু। অনেক ভালো লেগেছে।
আপু একদিন চেষ্টা করে দেখবেন আশা করি বানাতে পারবেন। হ্যাঁ আপু এগুলো সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে চমৎকার ফুলের স্টিক বানিয়েছেন৷ প্রতিটা ধাপে ধাপে ছবিগুলোও চমৎকার তুলেছেন৷ আপনাকে অভিনন্দন জানাই।
আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ভাবে অনেকগুলো ফুল পাতা দিয়ে একটি ফুলের স্টিক তৈরি করেছেন আপু। দেখে তো ভীষণ ভালো লাগছে ফুলগুলো। খুবই সুন্দর ভাবে আপনি স্টিক তৈরি করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
ফুলের স্টিক দেখতে খুব সুন্দর লাগছে আপু। বিশেষ করে ফুল গুলো দেখতে খুবই অসাধারণ লাগছে। রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে । এতো সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ আপু অসাধারণ আপনি রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া ফুলের স্টিকগুলোর কালার কম্বিনেশনটাও ছিল অনেক সুন্দর দেখার মত। সবকিছু মিলে অসাধারণ একটি ডাই তৈরি করেছেন। নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে অনেক সুন্দর একটি ফুলের স্টিক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
প্রশংসা করার জন্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
রঙ্গিন কাগজ দিয়ে ফুলের স্টিক টা অনেক ভালো লাগতেছে আপু। অনেকদিন পর কাজ করতে পেরে অনেকটাই ভালো লাগতেছে। আপনাদের মাঝে ফিরে আসতে পেরে বেশ কিছুদিন একটু ব্যস্ততার কারণে কাজ করতে পারি নাই এবং আমার অনেক পছন্দ হয়েছে ফুলগুলি বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে।
আপনি সব ব্যস্ততা কাটিয়ে আবারও কাজে ফিরেছেন জেনে ভালো লাগলো। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
বেশ দারুন ফুল ও ফুলের স্টিক তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার রঙিন কাগজের তৈরি করা এই ফুল। আমার কাছে অনেক ভালো লাগলো চমৎকারভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তৈরি করার পর্যায় তুলে ধরেছেন দেখে।
রঙিন কাগজ দিয়ে এভাবে ফুলে স্টিক তৈরি করতে ভালোই লাগে এবং দেখতে খুবই সুন্দর লাগে।বিশেষ করে ফুলদানিতে যখন রাখা হয় তখন আরো বেশি সুন্দর লাগে। ধন্যবাদ জানাচ্ছি রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর ভাবে ফুলের স্টিক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।