DIY ( এসো নিজে করি ) একটি পাতার ম্যান্ডেলা আর্ট
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক দিন যাবৎ দেখে আসছি সবাই কত সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করে। দেখে আমার ও ইচ্ছা হয় কিন্তু সময়ের অভাবে কিছুই করা হয় না। শুধু সময়ের কথা বলবো না আসলে আমি আঁকতে পারি না তার উপর আবার আর্ট। আসলে আমি কখনও আঁকার বা আর্ট করার সুযোগ হয় নি। তবে খুব ইচ্ছা ছিল আঁকার। তাই আমার মা একটা কথা প্রায়ই বলতো আমি যখন বলতাম এটা পারি না,তখন বলতো । " মানুষ পারে না এমন কোন কাজ নেই"। " ইচ্ছা ই হলো মূল কথা"। তবে এখন সেই কথা গুলো মনে পড়ে। তবে আজ
সকালে একটু বাজারে গিয়েছিলাম।আসলে একটা ইলিশ মাছ আমার কথা ছিলো সেটি আনতে। আর ভাবলাম কিছু পূজার গুলো একটু মিষ্টি আনতে গিয়েছিলাম। আজ বৃহস্পতিবার বাড়ীতে লক্ষী পূজা করতে হবে। আমার প্রিয় মানুষটা তো সময় পায় না। তার সারাদিন রাত শুধু কাজ আর কাজ। তার খাওয়ার ঘুম কিছুই নেই। আমি যখন একটু রাগ করি সেদিন একটু সব কিছু ঠিক সময় করে। তাই বেশির ভাগ সময় আমি বাজার করি। আর আমার ভালো লাগে। বাজার থেকে আসার সময় একটি কাঁঠাল গাছ দেখলাম তার পাতা গুলো এত সুন্দর লাগছিল। আর আমার সবুজ গাছ পালা দেখতে খুব ভালো লাগে। সেই পাতা দেখে ভাবলাম একটা পাতার আর্ট করা যাক। যেই ভাবা সেই কাজ। কিন্তু জানিনা আপনাদের ভালো লাগবে কি না। আমার জীবনে প্রথম ম্যান্ডেলা আর্ট করা। হয়তো ভালো হয়নি, আপনারা সবাই হয়তো হাসবেন। তবুও সবাইকে হাসাতে তো পারবো। তাহলে চলুন শুরু করা যাক।
উপকরণ:
১. সাদা কাগজ
২.পেনসিল
৩.রবার
৪. জেল পেন
প্রস্তুত কারক:
১. প্রথমে কাগজ ও পেনসিল নিয়ে একটি পাতা আঁকতে হবে।
২. পেনসিল দিয়ে আঁকার পর তার উপর জেল পেন দিয়ে দিয়ে আবার গাঢ় করে এঁকে নিতে হবে।
৩. এবার জেল পেন দিয়ে নিজের পছন্দ মতো গাঢ় করে ডিজাইন করতে হবে। পার্ট পার্ট ডিজাইন করতে হবে।
৪. প্রতিটি পার্ট এ ডিজাইন করা হলে পাতার ম্যান্ডেলা আর্ট তৈরি।
তৈরি হয়ে গেল পাতার ম্যান্ডেলা আর্ট। জানিনা আপনাদের কেমন লাগবে আমার আর্ট। তবে অবশ্যই জানাবেন কমেন্ট করে।
দিদির অসাধারণ দক্ষতা দেখে আসলেই আমি বন্ধু ।আমাদের মাঝে আমাদের প্রিয় দিদি অসাধারণ অসাধারণ ডাই পোস্ট উপস্থাপন করেন যে পোস্ট গুলো প্রত্যেকটা শিক্ষানীয় এবং সৃষ্টিশীল চিন্তার মনোভাব প্রকাশ পায়, আজকের আজকের পোস্টটি ও তার ব্যতিক্রম ছিল না, ধন্যবাদ দিদি এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
@tipu curate
Upvoted 👌 (Mana: 5/6) Get profit votes with @tipU :)
দিদি অনেক সুন্দর হইসে দেখতে।পাতার ভিতরের ছোট্ট ছোট্ট ডিজাইন গুলো ভালো লাগছে।সত্যি আপনার ডিজাইনটি আমার মোন ছুয়ে দিয়েছে।সুভ কামনা রইল দিদি।
একটি পাতার ম্যান্ডেলার অসাধারণ হয়েছে বৌদি। ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক সুন্দর লাগে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে এবং ধৈর্য্য নিয়ে এই সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনি সব দিকে পারদর্শী বৌদি। যেমন ভালো রান্না করেন তেমনি ভালো ছবি আঁকেন। আবার আপনার লেখা কবিতা পরেও মুগ্ধ হয়ে যাই। সত্যি বৌদি আপনাকে জানাই স্যালুট।
দিদি অসাধারণ লাগছে। পাতার ডিজাইন থেকে চোখ সরানো যাচ্ছে না। খুব ই ভালো লাগছে দেখতে পাতাটি।🌱। চমৎকার ভাবে সাজিয়েছেন দিদি।
ধন্যবাদ আপনাকে।
এই ম্যান্ডেলা ড্রয়িংগুলো দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগে কিন্তু এটাও সত্য যে এগুলো তৈরী করতে বেশ সময় ব্যয় হয়। তবে এতো ব্যস্ততার মাঝেও বৌদি খুব সুন্দরভাবে ড্রয়িংটি সম্পন্ন করেছেন এবং দেখতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ ভাইয়া। ঠিক বলেছেন এগুলো তৈরি করতে অনেক সময় লাগে।তবে আপনাদের ভালো লেগেছে এতেই আমি খুশি।
বৌদি কি যে বলছেন আপনি!শুধু দারুণ না, অনেক বেশি দারুণ হয়েছে।আর প্রথম মান্ডালা হিসেবে তো অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। খুব সুন্দর করে ভিতরের ছোট ছোট ডিজাইন গুলো করেছেন।
হ্যা আমি প্রথম আর্ট করেছি। আমি কখনও আঁকার চেষ্টা করি নি। আমি আপনাদের আর্ট দেখে একটু চেষ্টা করি।আর আপনাদের ভালো লেগেছে এতেই আমার তৈরি সার্থক।
আপু আপনার এই পাতার ম্যান্ডেলা আর্ট যে প্রথম আর্ট সেটি কেউ দেখে বলতেই পারবেনা। এত সুন্দর হয়েছে আপনার আর্টটি। খুবই নিখুঁতভাবে আপনি এঁকেছেন। আর আপনার মা ঠিকই বলতেন চেষ্টা করলে সব কাজই পারা যায় আমারও তাই মনে হয়। আমিও ছোটবেলা থেকে আর্টকে খুব ভয় পেতাম। কিন্তু আমার বাংলা ব্লগের জয়েন করার পর থেকে আমিও চেষ্টা করে করে এখন একটু মোটামুটি আর্ট করতে শিখে গিয়েছি।
আমি ও আগে কোনদিন আর্ট করিনি। এবং চেষ্টা ও করিনি। আমি তো আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই।
যথার্থ বলেছেন বৌদি।আমি এটি বিশ্বাস করি।চমৎকার ও দুর্দান্ত নিখুঁত হয়েছে আপনার অঙ্কনটি।সত্যিই বৌদি আপনাকে দেখে আমি অনেক উৎসাহ পাই।আপনার প্রত্যেকটি কাজ খুবই নিখুঁত ও সুন্দর হয়।ম্যান্ডেলা আর্ট আমার খুব ভালো লাগে।ছোট ছোট মনের ভাব প্রকাশ হয় এতে।খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ বৌদি💝
সত্যি অসাধারণ এঁকেছেন পাতার ম্যান্ডেলা খুবই সুন্দর লাগছে আপনার আর্ট করা ধন্যবাদ আপনাকে আপনি এরকম একটি সুন্দর পাতা শেয়ার করার জন্য।