স্বরচিত কবিতা : " তুমিহীনা আমি "

in আমার বাংলা ব্লগ11 days ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20241227_192742_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আমি মনে করি প্রত্যেকটা মানুষের প্রিয় মানুষ থাকে। আর সেই প্রিয় মানুষ যদি পাশে না থাকে তাহলে তখন পৃথিবীর সব কিছুই মূলত অচেনা মনে হয়। আজকের কবিতাটি এরকম প্রসঙ্গ নিয়েই লিখেছি। কাছের মানুষ কাছে না থাকলে তখন পৃথিবীর সব সৌন্দর্য অসুন্দর্যের পরিণত হয় । চারপাশের সব কিছু যেন অচেনা মনে হয়। তখন আসলে কোন কাজেই মন বসে না। কোন কিছু করতেও ইচ্ছে করে না। আসলে আমাদের প্রিয় মানুষের সাথে আমাদের জীবন জড়িত থাকে। কিন্তু যখন দূরে থাকতে হয় তখন আমরা বুঝতে পারি আসলে আমরা কতটা কষ্টে রয়েছি। পৃথিবীর সব সৌন্দর্যগুলো তখনও ফ্যাকাসে হয়ে যায়। তখন সব চিরচেনা জিনিসগুলো অচেনাই পরিণত হয়। চারপাশের অবস্থা গুলো যেন বিবর্ণ হয়ে যায়। নিজের কাছ মানুষের গুরুত্ব আসলে কাছের মানুষ বুঝতে পারে। আশা করি আজকের কবিতাটা আপনাদের ভালো লাগবে।

" তুমিহীনা আমি "

তুমিহীনা আমি নিরবে নিভৃতে,
পাতাবিহীন গাছের মতো।
তুমিহীনা আমি নিস্তেজ হয়ে পড়ি,
মেঘবিহীন আকাশের মতো।

তুমিহীনা আমার সাদা কালো জীবন,
রংধনুহিন আকাশের মতো।
তুমি হীনা আমার জিবন,
ডানাবিহীন পাখির মতো।

তুমিহীনা আমি হয়ে যাই শূন্য,
জনমানবহীন দেশের মতো।
তুমিহীনা আমি ফ্যাকাসে,
অনুভূতিহীন প্রাণীর মতো।

তুমিহীনা আমি অন্ধকার ,
দৃষ্টিহীন চোখের মতো।
তুমিহীনা আমি অপ্রত্যাশিত,
ছন্দহীন কবিতার মতো।

তুমিহীনা আমি বিবর্ণ,
স্বাদহীন খাবারের মতো।
তুমিহীনা আমি নিরুৎসাহ
গন্ধহীন ফুলের মতো।

তুমিহীনা আমি অবুঝ,
কথা না বলা পাখির মতো।
তুমিহীনা আমি আগন্তুক,
পানিহীন নদীর মতো।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 11 days ago 

Screenshot_2024-12-27-10-29-01-58_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-27-10-24-33-07_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-26-23-18-39-57_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 11 days ago 

খুব ভালো লাগলো আপনার কবিতা লিখতে দেখে। দারুন ভাবে কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতা যেন প্রাণবন্ত ছিল। একদম মন ছুয়ে যাওয়ার মত প্রত্যেকটা কবিতার লাইন।

 8 days ago 

কবিতাটা দারুন ভাবে লিখে খুব ভালো লেগেছে।

 11 days ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার ভাষা আমার কাছে অসাধারণ লেগেছে। এত সুন্দর কবিতা লিখেছেন, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 days ago 

আমার কবিতা আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে খুশি হলাম।

 11 days ago 

প্রিয় মানুষটিকে ছাড়া আমরা যেন নিঃসঙ্গ।তুমিহীনা আমি টাইটেলে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।খুবই সুন্দর ভাবে মনের ভাব দিয়ে কবিতার লাইন গুলো সাজিয়েছেন।

 8 days ago 

আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 10 days ago 

এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়েই কবিতাটি লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন।

 8 days ago 

চেষ্টা করি সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় শেয়ার করার জন্য।

 10 days ago 

আজকে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন।তুমিহীনা আমি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপু ঠিক বলেছেন প্রত্যেক জনের প্রিয় মানুষ থাকে। আর প্রিয় মানুষ যদি কাছে না থাকে তখন তো অন্যরকম লাগে। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।

 8 days ago 

আপনি আমার কবিতা পুরোপুরি ভাবে পড়েছেন, আর সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।