স্বরচিত কবিতা : " কঠিন মায়া "

in আমার বাংলা ব্লগ9 months ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250226_113130_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

সত্যি ভালোবাসা শব্দটাই অনেক বেশি কঠিন। কারণ এই শব্দের সাথে যারা জড়িয়েছে তারাই বলতে পারবে, এটা আসলে কতটা কঠিন। তবে যারা ভালোবাসায় জয়ী হয়েছে তারা হয়তোবা আনন্দিত। কিন্তু যারা একবার দুঃখ পেয়েছে, সেটা তাদের সারা জীবনের জন্য অনেক বেশি কষ্টের। আর এই কষ্টটা হয়তোবা সারা জীবনেও ভুলে যাওয়া সম্ভব হয় না। অনেক সময় নিজের ভালবাসার কাছ থেকে কষ্ট পেলে পৃথিবী থেকে হারিয়ে যেতে ইচ্ছে করে। তখন চোখের সামনে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না। এই কঠিন শব্দটাকে মেনে টিকে থাকাটা খুবই কঠিন। যদি সুখের হয় সেটা সত্যিই অনেক সুখের। না হলে মানুষের জীবনটাই বদলে যায়। হারিয়ে যায় কঠিন অন্ধকারের নিচে। এটাই হয়তোবা বাস্তবিক বিষয়। যারা বুঝতে পারবে তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে।

" কঠিন মায়া "

ভালোবাসার নিষ্ঠুর খেলায়
বারবার আমি হেরে যাই,
কিন্তু তবুও ছলনার শিকারে
যেন সব ভুলে যাই।

যতই চেষ্টা করি ভুলে যাওয়ার
ভুলতে তো পারিনা আমি।
হৃদয়ের সেই কঠিন মায়ায়
যেন শুধু জড়িয়ে আছো তুমি।

চোখ বন্ধ করলেই রঙিন স্বপ্ন
চোখ খুললেই যেন ফ্যাকাসে।
এটাই কি সেই ভালোবাসার পরিণতি
খুঁজে পেতে তাকিয়ে থাকি আকাশে।

ভালোবাসা অনেক কঠিন মায়া,
চাইলেও যেন ছাড়তে পারিনা।
ভালোবাসার অনুভূতিতে সবকিছুই সুন্দর,
কষ্ট পেলে সবকিছুই যেন অন্ধকার।

অন্ধকারের মাঝে হারিয়ে যাচ্ছি,
একটুখানি ভালোবাসার খোঁজে।
আলো হয়ে ধরা দেবে কি,
আমার জীবনে ভালোবাসা সবই।

নিঠুর তুমি, আকাশের মত বিশাল,
ঐ আকাশে ঢাকা পড়েছি আমি।
বের হওয়ার কোন পথ নাই,
তুমি পাশে থাকলে সেখানেই বাঁচতে চাই।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 9 months ago 

মায়া জিনিসটা খুবই খারাপ আপু। এই মায়া জিনিসটা যদি আমরা‌ ত্যাগ করতে পারতাম তাহলে আমাদের জীবন এত কঠিন হতো না। কারণ আমরা অনেক কিছুর মায়ায় পড়ে যাই। সেটা মানুষের মায়ায় হোক অথবা প্রকৃতির মায়ায় হোক। অনেক ভালো লেগেছে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখলেন কঠিন মায়া নিয়ে। অনেক ধন্যবাদ কবিতাটি লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

আমি এত সুন্দর একটা কবিতা লিখতে পেরে খুব ভালো লেগেছে। সুন্দর মন্তব্য পেয়ে আরো ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

এটা একদম ঠিক যে আপনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রকমের পোস্ট করে থাকেন। আপনার পোস্টে বিভিন্ন রকমের বৈচিত্র দেখতে আমার ভালো লাগে আপু। এইবারে একটি সুন্দর কবিতা আমাদের সঙ্গে শেয়ার করলেন। কবিতাটির মধ্যে যেমন একটি তীব্র আবেদন পেলাম তেমনি মনের একটি বিষাদ এর মাধ্যমে প্রকাশিত হলো ভীষণ সুন্দরভাবে। কবিতাটি পড়ে সার্বিকভাবে আমার খুব ভালো লাগলো।

 9 months ago 

আমার লেখা কবিতা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

আপনার লেখা কবিতা গুলো মাঝেমধ্যেই পড়া হয়। খুব সুন্দর কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতা গুলো পড়তে ভালই লাগে। খুব সুন্দরভাবে ছন্দ সাজিয়ে লিখেছেন আপু। বিশেষ করে টপিকটা খুব চমৎকার ছিল। সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

কবিতা লেখার টপিক চমৎকার ছিল শুনে ভালো লাগলো।

 9 months ago 

Screenshot_2025-03-18-10-25-41-48_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-18-10-23-42-20_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 9 months ago 

দারুন একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। মায়া অনেক কঠিন জিনিস। অতিরিক্ত মায়ার জন্যই হৃদয়ে কষ্টটা বেশি লাগে। ভালোবেসে যে কষ্ট পাওয়া হয় সেই কষ্ট ভোলার মতো নয় সারা জীবন বয়ে বেড়াতে হয়। অনেক ধন্যবাদ আপু দারুন একটি কবিতা শেয়ার করার জন্য।

 9 months ago 

ঠিক বলেছেন আপু। যাইহোক সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই।

 9 months ago 

আজকে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।কঠিন মায়া কবিতাটি যেই পড়বে সেই মুগ্ধ হয়ে যাবে। আসলে ভালোবাসা এর মধ্যে আনন্দ দুঃখ দুটোই থাকে। যারা ভালোবাসার মধ্যে সফল তারা আনন্দ করে। আর কবিতার মাধ্যমে খুব সুন্দর করে ভালবাসা ফুটিয়ে তুলেছেন। এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

 9 months ago 

অনুভূতিগুলো সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরে ভালো লেগেছে। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য।

 9 months ago 

খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

এরকম সুন্দর কবিতা সব সময় লেখার চেষ্টা করি।

 9 months ago 

আপনার কবিতাটি খুবই আবেগঘন এবং গভীর অর্থবহ।কবিতাটিতে ভালোবাসার জটিলতা এবং মায়ার গভীরতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনি আবেগকে খুব সূক্ষ্মভাবে প্রকাশ করেছেন, যা পাঠককে সহজেই আপনার অনুভূতির সাথে সংযুক্ত করতে পারে।তুমি পাশে থাকলে সেখানেই বাঁচতে চাই"—এই লাইনটি কবিতাটিকে খুব সুন্দরভাবে শেষ করেছে। এটি ভালোবাসার প্রতি আপনার নির্ভরতা এবং আকাঙ্ক্ষাকে খুব সুন্দরভাবে প্রকাশ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 9 months ago 

প্রতিটা লাইন সুন্দর করে লেখার চেষ্টা করেছি এই কবিতার।