অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি মাছের অরিগ্যামি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে তৈরি মাছের অরিগ্যামি।
রঙিন কাগজ দিয়ে এমনিতে যে কোন কিছু তৈরি করতেই খুবই ভালো লাগে। তবে একা এত জিনিস তৈরি করেছি এখন নতুন করে কিছু তৈরি করার জন্য খুঁজতেই অনেক বেশি সময় লেগে যায়। অনেক খুঁজতে খুঁজতে ভাবলাম রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি করি। এর আগেও আমি আরও অন্য ডিজাইনের মাছ তৈরি করেছিলাম। তবে আজকে আরও একটা অন্য ডিজাইন এর মাছ তৈরি করে ভীষণ ভালোই লেগেছে। এখানে আমি কয়েকটা কালারের মাছ তৈরি করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• রঙিন কাগজ
• রঙিন কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি রঙিন কাগজ সমানভাবে কেটে নিলাম। এরপরে আমি কোনা করে একটা ভাঁজ করে নিলাম ।
ধাপ - ২ :
এরপরে দুই দিক থেকে আবারও সমান করে ভাঁজ করে নিলাম।
ধাপ - ৩ :
এরপর মাঝখানের কোনা থেকে ভেতরের অংশে দিয়ে সমান করে ভাঁজ করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর আমি এক পাশের অংশে দুই দিক থেকে কোনা করে ভাঁজ করে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে ভেতরের অংশ থেকে দুই দিক থেকে ভেতরের দিক থেকে দুইটা কোনা বের করে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে আমি নিচের অংশে একটা লেজ লাগিয়ে নিলাম।
ধাপ - ৭ :
এরপরে আমি মাছের একটা চোখ দিয়ে দিলাম। একরকম ভাবে আমি আরো কয়েকটা তৈরি করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | অরিগ্যামি |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

















রঙিন কাগজের অরিগ্যামি গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি আজকে বিভিন্ন রঙের কাগজ দিয়ে বেশ কয়েকটি মাছের অরিগামী তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। প্রতিটি অরিগামি তৈরি পদ্ধতি আমাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম আপনিও চাইলে তৈরি করতে পারেন।
https://x.com/TASonya5/status/1865595562822910133
রঙিন কাগজ দিয়ে তৈরি মাছ অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। খুবই দক্ষতা সাথে সৌন্দর্যময় এই ডাই পোস্টটি তৈরি করেছেন। মাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে।
অসাধারণ অরিগ্যামি তৈরি করতে পেরে অনেক ভালো লেগেছে।
রঙিন কাগজ দিয়ে তৈরি মাছের অরিগ্যামি করেছেন। দারুণ বানিয়েছেন মাছ গুলো।চার কালারের চারটি মাছ বানিয়েছেন যা খুব সুন্দর লাগছে।দক্ষতার সাথে মাছ গুলো বানিয়েছেন। ধাপে ধাপে রঙ্গিন কাগজের মাছ বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
আমি চেষ্টা করেছি দক্ষতাকে কাজে লাগিয়ে এই অরিগ্যামি গুলো তৈরি করার জন্য।
ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে এত জিনিস তৈরি করেছি যে এখন বানাতে গেলে খুঁজে পাই না কি বানাবো। আপনার আজকের রঙিন কাগজের মাছগুলো খুব সুন্দর হয়েছে। অনেকগুলো কালারফুল মাছ তৈরি করেছেন যার কারণে এত ভালো লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার তৈরি করা রঙিন কাগজের মাছগুলো এতটা সুন্দর হয়েছে শুনে ভালো লেগেছে।
ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের কোন কিছু তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করার জন্য প্রচুর সময় আর ধৈর্যের প্রয়োজন হয়।
রঙিন কাগজ দিয়ে তৈরি মাছের অরিগ্যামি আসলেই অনেক সুন্দর হয়েছে। এমন ধরনের পোস্ট তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু তৈরি করার পর দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু শুভকামনা রইল।
আমার অরিগ্যামি এতটা সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ।
আপু আপনি কিন্তু দারুন সুন্দর করে কাগজ কেটে ধাপে ধাপে মাছের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার করা মাছের অরিগ্যামি কিন্তু দেখতে দারুন হযেছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আজকের অরিগ্যামি । ধন্যবাদ আপু।
আপনিও চাইলে তৈরি করতে পারবেন এই অরিগ্যামি।
আপু কিছু মাছ কি আমায় পাঠানো যায়? বেশ সুন্দর করে রঙিন কাগজ দিয়ে আপনি মাছ বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার বানানো রঙিন কাগজের মাছগুলো কিন্তু দারুন হয়েছে। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।
যদি খেতে পারতেন তাহলে তো পাঠিয়ে দিতাম। কিন্তু এগুলো তো কাগজের। যাইহোক আপনার মন্তব্যটা পেয়ে ভালো লেগেছে।