DIY || এসো নিজে করি | শিয়ালের ভিতরে দৃশ্যের ডিজিটাল আর্ট ১০% @shy-fox
✋হ্যালো বন্ধুরা,✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি শিয়ালের ভেতরের দৃশ্য পেইন্টিং করলাম।
আমি ভাবতেছিলাম কিভাবে পেইন্টিং করা যায়। হঠাৎ ভাবলাম যদি একটা শিয়াল আর তার ভেতরে একটা সুন্দর দৃশ্য হয় তাহলে কি রকম হয়। সেজন্য আমাদের প্রিয় একটি শিয়াল কে অন্য রূপে উপস্থাপন করলাম। শিয়ালের ভেতরে একটি সূর্যাস্তের দৃশ্য আঁকার চেষ্টা করলাম। আমার কাছে আবার সূর্যাস্তের দৃশ্য গুলি বেশ ভালো লাগে। তার সাথে কিছু ছোট ছোট গাছপালা দিয়ে দিলাম। এই সবকিছু দিয়ে আজকের
তো আজকের কাজ শুরু করলাম। আজকের এই ডিজিটাল আর্ট আমি ইনফিনিটি পেইন্টিং অ্যাপস ব্যবহার করেছি। তাছাড়াও আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডিজিটাল আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।
🎇 আঁকার উপকরণ 🎇 |
---|
• ইনফিনিটি পেইন্টিং অ্যাপস
🎇 আঁকার বিবরণ : 🎇 |
---|
✴️ ধাপ 0️⃣1️⃣ ✴️ : |
---|
প্রথমে আমি একটি সাদা পেজ সিলেক্ট করলাম। এরপর ব্রাশ টুল থেকে একটা বল পেন সিলেক্ট করলাম। এরপরে চিকন চিকন দাগ দিয়ে একটা শিয়াল এঁকে নিলাম।
✴️ ধাপ 0️⃣2️⃣ ✴️ : |
---|
এরপর শিয়ালের উপরের অর্ধেকটা অংশে লাল রঙের একটা আকাশ এঁকে নিলাম।
✴️ ধাপ 0️⃣3️⃣ ✴️ : |
---|
এরপরে আকাশের একপাশে গোল করে অর্ধেক অংশের একটা সূর্য এঁকে নিলাম।
✴️ ধাপ 0️⃣4️⃣ ✴️ : |
---|
এরপর নিচের অংশে আকাশী কালারের একটা সমুদ্র এঁকে নিলাম। এরপরে নিচের অংশে একটু ঢেউ এঁকে নিলাম।
✴️ ধাপ 0️⃣5️⃣ ✴️ : |
---|
এরপরে নিচের পানির ঢেউয়ের মধ্যে সূর্যের একটা কালার দিয়ে দিলাম। তারপর এক পাশে একটা গাছ দিয়ে গাছের ডালপালা দিয়ে দিলাম।
✴️ ধাপ 0️⃣6️⃣ ✴️ : |
---|
এরপরে সূর্যের আরেক পাশে ছোট বড় করে কিছু গাছের নিচের অংশ এঁকে নিলাম।
✴️ ধাপ 0️⃣7️⃣ ✴️ : |
---|
এরপর ছোট ছোট কাজগুলোতে গাছের পাতা দিয়ে দিলাম কিছু গাছের মধ্যে।
✴️ ধাপ 0️⃣8️⃣ ✴️ : |
---|
এরপর আরো সবগুলো গাছের মধ্যে অনেকগুলো পাতা দিয়ে দিলাম।
✴️ শেষ ধাপ ✴️ : |
---|
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | পেইন্টিং |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
শিয়ালের ভিতরে প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের ডিজিটাল অংকন দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ দক্ষতা দিয়ে আপনি এই ডিজিটাল অঙ্কন করেছেন। আমার অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল।
আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে,
অনেক ইউনিক একটি ডিজিটাল আর্ট করেছেন। বেশ মনমুগ্ধকর ছিল এবং নতুনত্ব ছিল এই আর্ট এর মধ্যে ধন্যবাদ আপনাকে।
ইউনিক হয়েছে শুনে আমারও ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু এটি আপনার খুব ইউনিক একটি আইডিয়া ছিলো। শিয়ালের ভিতর অনেক সুন্দর ভাবে প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন ডিজিটাল এর মাধ্যমে। অনেক ভালো লাগলো আপনার আজকের আর্ট টি। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা করে দেখিয়েছেন।
আমার কাছেও এই আর্ট করতে বেশ ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
সত্যি বলতে এমন দারুন দারুন চিন্তা ধারার জন্য আপনাদের আলাদা পুরস্কার দেওয়া উচিত। পুরো চমক লাগানো একটা কাজ উপহার দিয়েছেন আপু। ভেতরের সূর্য আর গাছপালা গুলো ফাটাফাটি লাগছে এক কথায় 👌। আরো সামনে এগিয়ে যান।
আলাদা করে পুরস্কার লাগবে না আপনারা পছন্দ করেছেন এটাই অনেক। অনেক ধন্যবাদ আপনাকে।
শিয়ালের ভিতরে থাকা দৃশ্যটি দেখতে খুবই ভালো লাগছে। সত্যিই অন্যরকম ইউনিক একটি ডিজিটাল আর্ট দেখতে পেলাম। এত সুন্দর একটি ডিজিটাল আর্ট দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার চিত্রাংকন বেশ অসাধারণ হয়েছে। আপনার আর্টিস্ট দেখে সত্যি আমি খুব মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে শিয়ালের ভিতরে দৃশ্যের ডিজিটাল আর্ট করেছেন। অত্যন্ত দুর্দান্ত হয়েছে । এত চমৎকার আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
দুর্দান্ত হয়েছে শুনে আমারও বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
ডিজিটাল আর্ট আমার কাছে বেশ সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আর্ট টা বেশ ইউনিক হয়েছে। শুভ কামনা রইলো আপু আপনার জন্য। দোয়া করি এগিয়ে যান।
ইউনিক লেগেছে শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
শিয়ালের ভিতরে দৃশ্য এর ডিজিটাল আর্ট অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আইডিয়াটা খুব ইউনিক ছিল। প্রতিটি ধাপ বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন । অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।
শিয়ালের ভিতরে দৃশ্যের ডিজিটাল আর্ট অসাধারণ হয়েছে আপু। আপনার আইডিয়া আমার কাছে দারুন লেগেছে। সত্যি আপু আপনি অনেক দক্ষতার সাথে এই ডিজিটাল আর্ট ও দারুন একটি আইডিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দারুন এই ডিজিটাল আর্ট তৈরির পদ্ধতি উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আইডিয়াটা অনেক খুঁজে খুঁজে বের করেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
অপূর্ব সুন্দর এঁকেছেন শেয়ালের ভেতরে ডিজিটাল আর্ট টি। খুব সুন্দর হয়েছে। ইউনিক আইডিয়া টা খুবই সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন। যে কেউ আপনার পোস্ট দেখে খুব সুন্দর ভাবে এটি আঁকতে পারবে। এভাবেই নিত্যনতুন ডিজিটাল আর্ট এর অপেক্ষায় থাকবো আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।