লাইফ স্টাইল :- অবশেষে মাস্টার্সে ভর্তি কমপ্লিট ।

in আমার বাংলা ব্লগ14 days ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম ‌। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG-20240517-WA0000.jpg

IMG-20240517-WA0001.jpg

আসলে আমি অনার্স কমপ্লিট করার বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তাই ভাবলাম মাস্টার্সে ভর্তি হওয়ার বিষয়টাও আপনাদের মাঝে শেয়ার করি। আসলে শুরু থেকেই ফেনী কলেজে ভর্তি হওয়ার ভীষণ ইচ্ছে ছিল। তবে ফেনী কলেজ আমাদের এলাকা থেকে প্রায় অনেকটা দূরে, এইজন্য অনার্সে আর সেখানে যাওয়া হয়নি। আমাদের এলাকার কলেজেই মূলত অনার্স চালু হয়েছিল, সেজন্য সেখানেই অনার্স কমপ্লিট করলাম। যেহেতু ফেনী কলেজে ভর্তি হওয়ার অনেক ইচ্ছে ছিল তাই ভাবলাম মাস্টার্সে সেখানে এপ্লাই করি।

যদিও ভর্তির এপ্লাইটা অনেকদিন আগেই করেছিলাম। তবে এই বিষয়টা বেশ কয়েকদিন ধরে ঝুলছিল। আর যতদিন পর্যন্ত না ভর্তি হতে পারছি আমার যেন শান্তি হচ্ছিল না। আসলে চারিদিকের সবকিছু সামলে পড়ালেখাটা এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন। তারপরেও আমি চেষ্টা করছি অন্তত মাস্টার্স কমপ্লিট করার। যদিও সেটা অবশ্যই আমার পরিবারের লোক পাশে আছে বলেই হয়তোবা এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। কিছুদিন আগে হঠাৎ করেই জানলাম আমাদের ভর্তির আবেদন শুরু হয়েছে। বেশ কয়েকদিন টাইম দেওয়া হয়েছিল।

IMG-20240517-WA0005.jpg

IMG-20240517-WA0006.jpg

আর এই সময়ের মধ্যেই ভর্তি হতে হবে। তো আমিও সেজন্য আর দেরি না করে ভাবলাম, তাহলে
ভর্তি কমপ্লিট করে ফেলি। আসলে আমার মনে হচ্ছে ভর্তি কমপ্লিট করলে অনেকটা চিন্তা দূর হবে। যদিও একটা কাজ শেষ হতে না হতেই অন্য আরেকটা চলে আসে। কিন্তু তারপরেও অন্তত একটা কাজ কমপ্লিট করার চেষ্টা করতে হবে। এইজন্য প্রথমে আমি অনলাইন থেকে প্রয়োজনীয় কাগজপত্র গুলো বের করে নিলাম। এমনকি আমার মার্কশিট, প্রশংসা পত্র এই সব কিছু নিয়ে নিলাম। এরপর চলে গেলাম ফেনী কলেজে ভর্তির উদ্দেশ্যে।

যদিও আমি এই কলেজে বহুবার পরীক্ষা দিয়েছি। আসলে আমাদের অনার্সের প্রত্যেকটা পরীক্ষা এই কলেজেই হয়েছিল। সেজন্য কলেজটা আমার মোটামুটি চেনা। তবে অনেকদিন পরে আবারো যখন নিজে পড়ার উদ্দেশ্যে আসলাম খুবই ভালো লেগেছে। কলেজটা আমার জন্য অনেকটা দূরে হয়ে যায়। আসলে আমি একা একা কখনোই যাতায়াত করতে পছন্দ করি না। আমি যতবারই পরীক্ষা দিতে এসেছিলাম ততবার আমার হাজব্যান্ড সাথে এসেছিল। এমনকি পরীক্ষা শেষে আমাকে আবারও বাড়িতে নিয়ে গেছে।

IMG-20240517-WA0002.jpg

IMG-20240517-WA0004.jpg

তাই জন্য আমার কাছে একদমই ভালো লাগে না দূরে এই বিষয়টা। কিন্তু এটা ছাড়া করারও কিছু ছিল না, কারণ আমাদের আশেপাশের কলেজগুলোতে মাস্টার্স ছিল না। যদি যেতেই হয় তাহলে আরো অনেক দূরে রয়েছে। তো ভর্তি হওয়ার জন্য আমি আর আমার হাজবেন্ড সহ গিয়েছিলাম। অবশ্য সেখানে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল। কমপ্লিট করে বাইরে আসতেই প্রায় দুপুরের থেকে বেশি হয়ে গেছে। তাই জন্য আমরা কলেজ থেকে বের হয়ে ফেনীতেই খাওয়া-দাওয়া করে নিলাম। তবে ভর্তি কমপ্লিট করতে পেরে আমার নিজের ভীষণ ভালো লাগতেছিল। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমারও আসবে নতুন কোনো বিষয় নিয়ে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 14 days ago 

একটু সময় লেখাপড়া জীবনটা অনেক আনন্দের। আবার একটি সময় লেখাপড়া জীবনটা অনেক কষ্টের । আসলে অনার্সে পড়াকালীন সময়ে লেখাপড়া করার প্রতি তেমন একটা ভালো লাগা কাজ করে না। আপনি দেখছি এত ব্যস্তময় মুহূর্তের মধ্যে অনার্স শেষ করে মাস্টার্স করার পরিকল্পনা করেছেন। অনেক ভালো লাগলো কমপ্লিট করুন তবুও শান্তি পাবেন।

 14 days ago 

আমার খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর কমেন্ট পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

খুব সুন্দর একটি পোস্ট করেছেন আপু আপনার পোস্টটি পড়ে আমার অনেক ভালো লাগলো আরো জেনে ভালো লাগলো যে পছন্দের একটি কলেজে আপনি আপনার মাস্টার্স কমপ্লিট করতে পারবেন, ফেনী কলেজে থেকে অনার্স করার ইচ্ছে থাকলেও সেটা যে কোন কারণবশত হয়নি, তবে আপনার অনেক ইচ্ছে পূরণ হল মাস্টার্স ফেনী কলেজ থেকে করতে পারবেন এটা জেনে অনেক খুশি হলাম। ফেনী কলেজের ভিতরে অনেকগুলো ফটোগ্রাফি করেছেন সেটা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনার জন্য শুভকামনা রইল।

 14 days ago 

আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

অনার্স শেষ হওয়ার পরে মাস্টার্সে ভর্তি। এটা বেশ ভালো করেছেন ধরে মাস্টার্সে ভর্তি না হয়ে পাশে কলেজে মাস্টার্সে ভর্তি হয়েছেন। আসলে মেয়েদের বিয়ের পরে পড়াশোনাটা অনেক কঠিন হয়ে পড়ে। এরপরেও আপনি মাস্টার্সে ভর্তি হলেন এটা জেনে বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো।

 14 days ago 

ঠিক বলেছেন মেয়েদের বিয়ের পর পড়াশোনা করাটা অনেক কঠিন এর পড়ে। তবে আমি ভালোভাবেই করছি।

 14 days ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই আপু। এত কিছু সামলানোর পরও পড়াশোনাটা কন্টিনিউ করছেন এটা জেনে খুবই ভালো লাগলো। অনার্স কমপ্লিট করে এখন মাস্টার্সে ভর্তি হয়েছেন। আপনার ভবিষ্যৎ আরো সুন্দর হোক এই কামনা করি। শুভেচ্ছা রইল আপু।

 14 days ago 

অনেক অনেক ধন্যবাদ আপু শুভেচ্ছা জানানোর জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

তোমার সফলতা আমার সফলতা। অনেক দূরে এগিয়ে যাও শুভকামনা ভালোবাসা রইলো।

 14 days ago 

শুভকামনা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।

 14 days ago 

আপু আপনি মাস্টার্সে ভর্তি হয়েছেন জেনে ভালো লাগলো। জীবনের আরও একটি ধাপ এগিয়ে গেলেন। আশা করছি ভালোভাবেই মাস্টার্স শেষ করতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 14 days ago 

অবশ্যই ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

যাক অবশেষে আপনার স্বপ্ন পূরণ হলো আপনার পছন্দের কলেজে মাস্টার্স করতে পারছেন। এইটা ঠিক বলেছেন আপু পরিবারের লোক পাশে থাকলে সব কিছুই করা সম্ভব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 13 days ago 

ঠিক বলেছেন পরিবারের লোক পাশে থাকলে সব কিছুই করা সম্ভব।

 12 days ago 

আপনি অনার্স কমপ্লিট করার পর মাস্টার্স করার জন্য ভর্তি হয়েছেন জেনে ভালো লাগলো আপু। আসলে সবকিছু সামলিয়ে পড়াশোনাটা করা খুবই কঠিন কাজ। আপনার পরিবারের লোকজন আপনার পাশে থেকে উৎসাহিত করছে জেনে ভালো লাগলো আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69671.74
ETH 3835.28
USDT 1.00
SBD 3.49