RE: ওয়েব সিরিজ রিভিউ: জাতিস্মর- দ্যা কনফেশন ( পর্ব ৫ )
দাদা, জাতিস্মর মুভিটির যত পর্ব পড়ছি তত পর্বই পড়তে ভালো লাগছে। প্রত্যেকটা পর্বের মাধ্যমে কিছু কিছু বিষয় বাহিরে বের হয়ে আসছে, এই বিষয়টা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। অরনীর বাবা রাগের মাথায় সেই ছোট্ট মেয়েটাকে মেরে ফেলেছিল, কিন্তু এটা সনাতন ছাড়া বাড়ির কেউই জানতো না। অনিচ্ছাকৃত হলেও মেয়েটাকে তো তিনি মেরেছিলেন যার জন্য তিনি দোষী। তবে এর আগের পর্বগুলোতে তো আমি ভেবে নিয়েছিলাম সনাতনই সেই ছোট্ট মেয়েটাকে মেরে ফেলেছিল। গুরু মা এখন বলেছে অরনীর সাথে রূপকথাকে বিয়ে দেওয়ার জন্য। যদিও অরণীর পরিবার এটা মন থেকে মেনে নিতে পারেনি, কিন্তু গুরু মায়ের কথা যেহেতু ফেলতে পারেনা তাই রাজি হয়েছে। জাতিস্মর হয়ে কি সেই ছোট্ট মেয়েটা ফিরে এসেছে অর্থাৎ রূপকথা কি সেই ছোট্ট মেয়েটা, এটা প্রমাণিত হবে পরবর্তী পর্বগুলোতে। আশা করছি পরবর্তী পর্বে তা ভালোভাবে জানতে পারবো দাদা। আশা করছি খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে আমাদের মাঝে হাজির হবেন দাদা।