You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৬

in আমার বাংলা ব্লগ3 months ago

ফুল সব জায়গায় ফোটে না,
ভালোবাসা সহজে পাওয়া যায় না।
ভেতরের কষ্ট কেউ দেখেনা,
স্বপ্ন ভেঙ্গে গেলেও কেউ দেখেনা।

তবুও একটুখানি আশা বুকে বাঁধি,
যদি সুখের ঝলক আসে।
তবু একটুখানি কষ্ট সহ্য করি,
যদি শান্তির পরশ ভাসে।

New to Steemit?