আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৬
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
ধ্বংসস্তুপে ফুল ফোটে না,
বিষন্ন রাতের কান্না শোনে না কেউ,
জীবন চলে ব্যথার উপর দিয়ে
কেউ বোঝে না মনের ব্যথার গভীরতা।
তবুও আশার আলো জ্বলে মনের কোণে
কেউ হয়তো বুঝবে মনের কথা,
প্রাণের স্পর্শে মুছবে সব বেদনা
বাঁচার স্বপ্নে ভরে উঠবে হৃদয়।
লেখক
লেখক এর অনুভূতি:
এই কবিতার মূল প্রতিপাদ্য হলো মানুষের আভ্যন্তরীণ যন্ত্রণা ও আশা। কবিতার প্রথম অংশে বলা হয়েছে, বাইরের সৌন্দর্য দেখে মানুষ হৃদয়ের গভীর ব্যথা উপলব্ধি করতে পারে না। মনের দীর্ঘশ্বাস কেউ টের পায় না। দ্বিতীয় অংশে, আশা করা হয়েছে যে কোনো একদিন কেউ এগিয়ে এসে ভালোবাসার স্পর্শে সেই যন্ত্রণাগুলো মুছে দেবে, এবং হৃদয়কে নতুন আশায় ভরিয়ে দেবে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কেউ বুঝে না মনের ব্যথা
আশাগুলো নীরবতায়,
কষ্টে আমার যাচ্ছে জীবন
রাতের নীরবতা সঙ্গী এখন,
তবুও বেঁচে আছি
এক বুক আশা নিয়ে,
স্বপ্নগুলো যদি বাসা বাধে
হৃদয়ের মাঝে যদি জ্বলে ওঠে,
আশার প্রদীপ,
বাসবো ভালো তোমায়
আবারও সেই আগের মত ।
রাতের নির্জনতা জানে আমার অনুভূতি
সুখ কিংবা দুঃখের স্মৃতি।
কেউ শুনেনি তা কখনও কান পেতে
কি নিদারুণ কষ্ট হয়েছে আমার পথ পাড়ি দিতে।
একদিন তুমিও জানতে পারবে,
আমায় নিয়ে ভাসবে তুমি গর্বে।
বিজয় আমার একার নয়, তুমিও ভাগিদার।
দুঃখ আর সুখ নিয়ে হবে মোদের দিনের সমাহার।
স্তব্ধ হৃদয়ে হাসি ফোটে না
হৃদয়ের নিশ্চুপ ক্রন্দন বোঝে না কেউ,
আমার হাসির আড়ালে কষ্টের ছাপ
কেউ বোঝেনা ব্যাথার তীব্রতা কতখানি।
তবুও আশায় আমি বুক বাঁধি
হয়তো পাবো একটু আলোর দেখা
কারো স্পর্শে মন উতলা
ভুলে যাবো জীবনের শত যাতনা।
ওয়াও অনেক চমৎকার অনু কবিতা লিখেছেন ভাই পড়ে ভালো লাগলো। আমরা তো মানুষ তাই আশায় বুক বেঁধে বসে থাকি।
ধ্বংসস্তূপে গড়ে উঠবে নতুন আশার ঘর,
ভাঙা মনেও আসবে একদিন শান্তির পরশ ধর।
যে রাত বিষণ্ণ, সেও একদিন গাইবে সুখের গান,
মনের কান্নার সুরে মিশে যাবে ভোরের নতুন প্রাণ।
বেদনার পথে মিলবে প্রিয়জনের হাত,
তাদের ভালোবাসায় মুছে যাবে সব আঁধার রাত।
বাঁচার নতুন স্বপ্নে ভাসবে মনপ্রাণ,
এই জীবনের যাত্রা হবে পূর্ণ সুধায় ভরা সমাপন।
বাহ্ ভাই অনেক চমৎকার অনু কবিতা লিখেছেন পড়ে ভালো লাগলো। ভালোবাসায় সকল অন্ধকার দূর হয়ে যায়।
তবুও সৃষ্টির কথা ভেবে আমরা এগিয়ে যাই
ক্রমশ ধ্বংসের পথে,
দিনের পরে রাত, রাতের পরে দিন —
ঘুর্ণাবর্তের একাকিত্বে
তুমি কে? আমি কার?
চোখ বুজলে যে যার আত্মার...
অথচ ভালোবাসা, মোহটান
মায়াবীতি তলে সামান্য হাত ধরে
বাঁচতে চাওয়া মনে জেগে ওঠে প্রাণ
নির্ভরতার গভীর আলো
অদৃশ্যেও রেখা আনলো
বলতো সখা,
ভালোবাসলে পাথরে ফুল কি ফোটে না?
নাকি নদীর ধারা পাথরের বুক থেকে নামে না?
তুমি শুধু ধ্বংসটাই দেখলে?
মেঘের কালিমায় সূর্য উঁকি দেয় না,
মনের ভিতরের যন্ত্রণা দেখে না কেউ,
জীবন চলে দুখ সাগরের বুক দিয়ে
কেউ অনুভব করে না দুঃখের পরিমাণ।
তবুও প্রদীপের শিখা জ্বলে হৃদয় জুড়ে
কেউ হয়তো অনুভব করবে হৃদয়ের ঝংকার,
অন্তরের স্পর্শে মুছে যাবে সব মনস্তাপ
নতুনভাবে বাঁচার স্বপ্নে দূর হবে সব ধাপ।।
দিদি আপনার অনু কবিতা সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলেই নতুনভাবে বাঁচার স্বপ্ন মানুষকে অনেক দূরে নিয়ে যায়।
আসলেই স্বপ্ন দেখে তা পূরণ করতে হবে।ধন্যবাদ আপনাকে দাদা।
ভাঙা মনেও প্রেমের গান বাজে,
অশ্রুর ধারা থামিয়ে দেয়নি ভালোবাসা,
তোমার স্পর্শে জেগে উঠেছে নতুন আশা,
জীবনের ছন্দে খুঁজে পেলাম বেঁচে থাকার ভরসা।
অন্ধকারের পথ পেরিয়ে আলো খুঁজেছি,
তোমার ভালোবাসার ছোঁয়ায় সব কিছু বদলেছি।
মনের গহীনে জমে থাকা শত দুঃখ,
তোমার একটুখানি হাসিতে ভেঙেছে তার মোহ।
হয়ত তুমি বুঝবে সেদিন
মন বোঝে তার অন্তকালীন কথা
সবাই একা তাকিয়ে দেখে
আর কতদিন নাম লেখে বন্যতা
যদিন মনের রাত্রি কেটে
উঠবে আবার ভোরের নতুন আলো
তুমিও কবে দেখবে সে রূপ
নতুন করে আবার বাসবে ভালো।
ফুল সব জায়গায় ফোটে না,
ভালোবাসা সহজে পাওয়া যায় না।
ভেতরের কষ্ট কেউ দেখেনা,
স্বপ্ন ভেঙ্গে গেলেও কেউ দেখেনা।
তবুও একটুখানি আশা বুকে বাঁধি,
যদি সুখের ঝলক আসে।
তবু একটুখানি কষ্ট সহ্য করি,
যদি শান্তির পরশ ভাসে।
অপেক্ষাতে আজ বসে আছি চেয়ে
প্রিয় মানুষ আসবে বলে কাছে
হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
মন পরে আছে একলা ঘরে।
নিশিরাত কখন হবে যে ভোর
স্বপ্ন পূরণ হবে এবার
আসবে তুমি জানি প্রিয়
নতুন ভোরের আলো হয়ে।