ভালোবাসার মানুষের চলে যাওয়ার কষ্টটা কেউই মেনে নিতে পারে না। নিজের মনের একটা কোণে থেকে যায় সেই মানুষটা এবং তার স্মৃতিগুলো। আপনার লেখা বেদনার রং কবিতাটা অনেক সুন্দর হয়েছে আপু। আর আমার কাছে পুরো কবিতাটি পড়তেও খুব ভালো লেগেছে। খুবই দারুণভাবে লিখেছেন আপনি কবিতার প্রত্যেকটা লাইন।