স্বরচিত কবিতা|| বেদনার রং

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি মূলত একটি কবিতা পোস্ট শেয়ার করতে এসেছি।অনেক দিন হয় কবিতা শেয়ার করা হয় না।আসলে ইচ্ছে করলেই তো আর কবিতা লেখা যায় না।কবিতার লাইন গুলো মাঝে মাঝে আপনা আপনি ধরা দেয়।মাঝে মাঝে শত চেষ্টা করেও লেখা যায় না।এই কবিতা টি মূলত গতকাল সকালে ঘুম থেকে উঠে বিছানায় শুয়েই লিখেছি।ঘুম থেকে উঠেই কবিতার লাইন মাথায় আসা আজব লাগছে না শুনতে। তবুও এটাই সত্যি।আসলে কবিতা লেখার কোন নির্দিষ্ট সময় লাগে না ঠিকই ,তবে অবশ্যই নিরিবিলি শান্ত পরিবেশ লাগে ।যেখানে নিজের অনুভূতি গুলো লেখা যায়।কোলাহল পূর্ণ জায়গায় কবিতা লেখা যায় না। যাই হোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কবিতার মূল ভাবে ।

Polish_20241204_230359903.jpg


যখন ভালোবাসার মানুষ থেকে দূরে চলে যাওয়া হয় তখন নিজেকে বড্ড একা অসহায় লাগে।ফেলে আসা দিন গুলোর কথা খুব মনে পরে।তখন আরো বেশি কষ্ট লাগে।সময়ের ব্যস্ততায় সব কিছু চলে ঠিকই তবুও হৃদয়ের কোণে ভালোবাসার মানুষ টি ঠিক রয়ে যায়।সম্পর্ক গুলো নষ্ট হয়ে গেলেও যেন হারিয়ে না যায় সেই প্রত্যাশা কাজ করে।


বেদনার রং


হাজারো ব্যস্ততার মাঝে
তোমায় ভুলে থাকার ব্যর্থ চেষ্টা ।
জানি না ভুলতে পারব কিনা
ফেলে আসা দিন গুলো ।
ভুলতে চাইলেও যায়না ভোলা ।
সম্পর্ক গুলো আজ বড্ড মলিন ।
জীবন সব সময় রং বদলায়,
সেই রঙে আমরাও পাল্টে যাই ।
চোখে চোখ রেখে কথা বলার
সাহস টুকুও হারিয়ে ফেলি ।
জানি না এ কেমন নিয়তি।
এমন তো চাইনি আমি
তবুও হয়েছে সবই বেরঙিন ।
জীবনের হিসাব মেলাতে মেলাতে
আজ নিজেকে বড্ড অসহায় লাগছে,
কোথাও খুঁজে পাচ্ছি না শান্তি ।
হয়তো এভাবেই সময় ফুরিয়ে যাবে,
হারিয়ে যাব অনন্ত কালে ।
মনে রাখবে কি আমায়
বন্ধুত্বের মায়াজালে ।


আশা করছি আজকের কবিতা টি আপনাদের কাছে ভালো লেগেছে।ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ভুলের মধ্য দিয়েই মানুষ নিজেকে শুধরে নেয়। আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।


ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Polish_20241204_231812988.jpg

 last year 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভালোবাসার মানুষের চলে যাওয়ার কষ্টটা কেউই মেনে নিতে পারে না। নিজের মনের একটা কোণে থেকে যায় সেই মানুষটা এবং তার স্মৃতিগুলো। আপনার লেখা বেদনার রং কবিতাটা অনেক সুন্দর হয়েছে আপু। আর আমার কাছে পুরো কবিতাটি পড়তেও খুব ভালো লেগেছে। খুবই দারুণভাবে লিখেছেন আপনি কবিতার প্রত্যেকটা লাইন।

 last year 

খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম আপু। কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে এবং লিখতে। সুন্দর ভাবে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আজকে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন।বেদনার রং কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে প্রিয় মানুষ পাশে থাকলে একরকম ভালো লাগে। আর দূরে চলে গেলে তখন শূন্য শূন্য লাগে। তবে আজকে আপনি চমৎকার বাসা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার কবি প্রতিভা দেখছি কোন জবাব নেই৷ আজকে আপনি খুব সুন্দর ভাবে এই কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ এই কবিতার লাইনগুলো যেভাবে আপনি শেয়ার করেছেন সেটি যেরকম সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে আপনি লাইনের সামজ্ঞস্যতা অসাধারণভাবে বজায় রেখেছেন৷