জেনারেল রাইটিং:- "মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ঠ সাহসী হয়।"

in আমার বাংলা ব্লগ14 days ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240418_115607_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

প্রত্যেকটা মানুষের অনেক বেশি স্বপ্ন থাকে। যেগুলো তারা পূরণ করতে চায়। তারা তাদের জীবনে অনেক স্বপ্ন দেখে, যেটাকে বাস্তবে রূপান্তর করার জন্য অনেক বেশি চেষ্টা করে। স্বপ্ন ছাড়া মানুষ একেবারেই অচল। যে মানুষ স্বপ্ন দেখেনা, সে বেঁচে থাকতে পারে না। কারণ স্বপ্ন ছাড়া বেঁচে থাকাই সম্ভব না। মানুষের স্বপ্ন আছে বলেই মানুষ বেঁচে রয়েছে। আর প্রত্যেকটা মানুষ তখনই নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারে, যখন সেই মানুষগুলো অনেক বেশি সাহসী হয়ে থাকে। সাহসিকতার সাথে কাজ করলে মানুষের স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আর সাহসিকতার পাশাপাশি ধৈর্য ধরাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একজন মানুষ স্বপ্ন দেখে। কিন্তু সে যদি সাহসিকতার সাথে সেই স্বপ্নটা পূরণ করার চেষ্টা না করে, যদি সে জীবন যুদ্ধে এটা নিয়ে লড়াই না করে, তাহলে সেই মানুষটা কখনোই পারবে না নিজের স্বপ্নটা পূরণ করতে। তাকে ধৈর্য ধরে প্রতিনিয়ত কাজ করতে হবে, শুধুমাত্র পূরণ করার জন্য। তাও আবার সাহসিকতার সাথে। তাহলে মানুষটা ধীরে ধীরে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। আর এই সব কিছুর পাশাপাশি অবশ্যই তাকে পরিশ্রমও করতে হবে। কথায় আছে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। আর পরিশ্রম ছাড়া কখনো মানুষের জীবনে সাফল্য আসবে না। আর স্বপ্ন পূরণও করতে পারবেনা, মানুষ যদি পরিশ্রম না করে।

অনেক মানুষ রয়েছে স্বপ্ন দেখে ঠিক কিন্তু তাদের দুর্বলতা রয়েছে অনেক বেশি। তারা সবকিছুতেই অনেক বেশি ভয় পায়। তাদের ভিতরে সাহসিকতা টা নেই। কিন্তু এই সব কারণে তারা নিজেদের স্বপ্নটাও পূরণ করতে পারে না। যেটা তাদের জীবনে খুবই খারাপ একটা পজিশন সৃষ্টি করে। কিন্তু সেই মানুষটা যদি নিজের দুর্বলতা, নিজের ভয় এসব কিছুকে কাটিয়ে উঠে, সাহসিকতার সাথে সবকিছুই করে, তাহলে একসময় অবশ্যই ভালোভাবে স্বপ্নটা পূরণ হবে তার। আর এটা দেখলে অন্যরাও কিন্তু অনেক বেশি উৎসাহিত হবে। এবং অন্যরা ও সাহসিকতার সাথে সবকিছু করবে। আর তারাও যথেষ্ট সাহসী হবে। যার ফলে নিজেদের স্বপ্ন পূরণ করবে।

স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়। এই জন্য স্বপ্ন পূরণ করতে হলে সাহসটা নিজের ভেতরে থাকা দরকার। সাহসী মানুষ হতে হবে তাকে। একটা মানুষের পক্ষে কিন্তু তার প্রত্যেকটা স্বপ্নই পূরণ করা সম্ভব। যদি তার ভেতরে থাকে সাহস। যদি সেই মানুষটা সাহসী হয়, তবেই পারবে প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে। মনে করেন, একজন মানুষ ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখে। আর তখন থেকে সে সাহসিকতার সাথে ভালোভাবে কাজ করার চেষ্টা করতেছে। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখে সবসময়। এমনকি কখনোই সেই মানুষটা সাহস হারায় না। ধৈর্য এবং পরিশ্রম সবকিছু কাজে লাগিয়েই স্বপ্ন পূরণ করার চেষ্টা করছে। আর এসব কিছুর কারণেই সেই মানুষটা নিজের স্বপ্ন গুলো পূরণ করতে পারবে।

আমরাও কিন্তু আমাদের জীবনে স্বপ্ন দেখি। কিন্তু স্বপ্ন দেখলে শুধু চলবে না, সেই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করার জন্য প্রতিনিয়তই সাহসিকতার সাথে আমাদের কে চেষ্টা করতে হবে। তাহলে আমরাও একসময় পারব নিজের স্বপ্নকে পূরণ করতে। আপনারাও অনেক স্বপ্ন দেখেন। কিন্তু অনেকেই আছেন যারা সাহস হারিয়ে ফেলেছেন। নিজের স্বপ্নটা পূরণ করতে পারেন নাই শুধুমাত্র এই কারণে। তবে আমি সবাইকেই বলব নিজের ভেতরে সাহসটা রাখবেন সবসময়। তাহলে আপনি পারবেন নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। আমিও সব সময় নিজের ভেতরে সাহসটা রাখি। যেন আমি ভালোভাবেই পারি নিজের দেখা স্বপ্নগুলো বাস্তবে রূপান্তরিত করতে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 14 days ago 

এটা একদম ঠিকই বলেছেন আপনি। মানুষের পক্ষে সব স্বপ্ন পূরণ করা সম্ভব যদি সে সাহসী হয়। আসলে কোন মানুষ যদি সাহসী এবং মনের দিক থেকে সামনে এগিয়ে যায় তাহলে তার স্বপ্ন পূরণ করতে অনেকটাই সহজ হয়ে যায়। আর যাদের মনে সাহস থাকে এবং ভয় কাজ করে তারা কখনো স্বপ্ন পূরণ করতে পারে না। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 12 days ago 

মনের ভিতর ভয় আনা যাবে না। অবশ্যই সাহস রাখতে হবে। তাহলে স্বপ্ন পূরণ হবে। আর ভয় থাকলে কখনো স্বপ্ন পূরণ করতে পারবে না।

 14 days ago 

অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টের লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে প্রতিটি মানুষ যদি সাহসী হয় এবং তার লক্ষ্য অনুসারে কাজ করে তাহলে মানুষের স্বপ্ন পূরণ করা বেশ সহজ হয়। মনে সাহস নিয়ে নিজেদের স্বপ্ন পূরণের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত।

 12 days ago 

আমার পোস্টের লেখা পড়ে আপনার কাছে খুবই ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 14 days ago 

মানুষের কাছে দূর সাধ্য বলে কোন কিছু নেই। তবে অনবরত নিজের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর এভাবে কিন্তু কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। খুব সুন্দর একটা টপিকস নিয়ে আপনি আমাদের মাঝে পোস্ট ক্রিয়েট করেছেন। আপনার পোস্ট পড়ে আমার অনেক ভালো লেগেছে।

 12 days ago 

একেবারে ঠিক কথা বলেছেন আপনি। আমার পোস্ট পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আপু আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করেছেন,মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ঠ সাহসী হয়। ঠিক বলেছেন আপনি আমাদের মধ্যে জড়তা বেশি কাজ করে কোন কিছু করার আগেই আমরা থমকে পড়ার ভয় করি। তাই আমরা স্বপ্ন দেখে কিন্তু তা পূরণ করা সম্ভব হয় না শুধু একটি কারণে পিছুটান ভয় এবং নিজের আত্মবিশ্বাস থাকে না। আপনার পোস্টটি পড়ে আমার অনেক বিষয়ে জ্ঞান লাভ করতে পেরেছি ধন্যবাদ।

 12 days ago 

আমাদেরকে অবশ্যই সাহসী হতে হবে। তবেই আমরা সব স্বপ্ন পূরণ করতে পারব।

 14 days ago 

কথাগুলো আসলেই সঠিক। মানুষ স্বপ্ন ছাড়া আসলে অচল । আপনার কথাগুলো পড়ে খুব ভালো লাগলো অনেক মোটিভেট হলাম আজকে আপনার এই পোস্টটা পড়ে, আমার মনে হয় আসলেই মানুষের স্বপ্ন পূরণ করার জন্য সাহস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার প্রত্যেকটা মতামত কে আমি শ্রদ্ধা করি যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 12 days ago 

আমি তো মনে করি স্বপ্ন ছাড়া মানুষ বেঁচে থাকতেই পারে না। আসলেই স্বপ্ন ছাড়া মানুষ অচল। চেষ্টা করলাম টপিকটা তুলে ধরে সুন্দর একটা পোস্ট লেখার জন্য।

 14 days ago 

আমাদের সবারই উচিত নিজের ভিতরে থাকা ভয়টাকে দূরে সরিয়ে সাহসটাকে জাগানো। সাহসী হতে পারলেই আমরা পারবো আমাদের দেখা প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে। স্বপ্ন পূরণ করার জন্য ভয়টাকে জয় করা সব থেকে বেশি প্রয়োজনীয়। স্বপ্ন দেখতে তো আমরা সবাই পছন্দ করি। কিন্তু সেই স্বপ্ন যদি পূরণ করতে পারি, তখন আরো বেশি ভালো লাগে। স্বপ্ন পূরণের জন্য অবশ্যই সাহস থাকে জাগ্রত করতে হবে আমাদের। একটা মানুষ যথেষ্ট সাহসী হলে সব স্বপ্ন পূরণ করা সম্ভব তার পক্ষে, এই কথাটা একেবারে সত্য। অনেক ভালো লেগেছে তোমার লেখাগুলো আমার কাছে।

 12 days ago 

স্বপ্ন অর্জনের জন্য ভয়কে দূর করে সাহসী হতে হবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

একদম চমৎকার লিখেছেন আপু। স্বপ্ন আছে বলেই মানুষ বেচেঁ আছে। স্বপ্ন ছাড়া মানুষ বেচেঁ থাকতে পারে না। আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য দরকার অদম্য ইচ্ছা ও সাহসিকতা। জীবনযুদ্ধে জিততে হলে, স্বপ্নগুলো পূরণ করতে হলে সাহসিকতার সাথেই এগিয়েযেতে হবে আমাদের।

 12 days ago 

হ্যাঁ জীবন যুদ্ধে জেতার জন্য এবং স্বপ্ন পূরণ করার জন্য সাহসিকতা প্রয়োজন। আর সাহসিকতার সাথেই এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।

 14 days ago 

খুবই সুন্দর লিখেছেন আপু আপনার লেখাগুলো পড়ে স্বপ্নপূরণের অনুপ্রেরণা যোগাবে। আসলে মানুষের পক্ষে সবকিছু সম্ভব যা সে করতে চাই। আসলে স্বপ্ন পূরণ করতে হলে আগে মনোবল ঠিক করতে হবে আর ভয়কে দূর করতে হবে। মনোবল ঠিক করে সামনের দিকে অগ্রসর হলে জীবনের প্রতিটা স্বপ্ন পূরণ করা সম্ভব। এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো আমার।

 12 days ago 

আমার পোস্ট পড়লে স্বপ্ন পূরণের অনুপ্রেরণা যোগাবে শুনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59585.77
ETH 3002.01
USDT 1.00
SBD 3.78