মজার কিছু কেকের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ22 days ago

আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে মজার মজার কিছু কেকের ছবি শেয়ার করবো । আসলে কেক খেতে আমার কাছে খুব ভালো লাগে আমার থেকে আমার ছেলে কেক খেতে বেশি পছন্দ করে আর কেক কাটতেও অনেক বেশি পছন্দ করে । যারই জন্মদিন হোক না কেন কিংবা যে কোন ওকেশনালি কেক আনলে ওকেই কাটতে হবে ।এইতো কদিন আগে আমার বার্থডে ছিল সে উপলক্ষে ছোট্ট একটি কেক অর্ডার করেছিলেন এবং সে কেক অর্ডার করার আগে বলে রেখেছিল কেকের উপরে যেন ওর নাম লেখা হয় । কিছুতেই মানবে না আমার নাম লিখতে এইজন্য কেকের উপরে আমি ফানার মা লিখেছিলাম । আমি এমনিতেই মনে মনে এটাই ঠিক করে রেখেছিলাম কিন্তু ছেলে বলার পরে সেটা লিখে দিলাম । আজকাল অনলাইনে কেক অর্ডার নেওয়াতে আশেপাশের শপগুলোতে যেখান থেকে আমরা কেক কিনি সেখান থেকে কেক আনতে এখন আর সাহস পাই না । কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে বড় বড় দোকানগুলোতে ওরা বাঁশি কেক রেখে দিয়ে উপর দিয়ে ডেকোরেশন করে রেখে দেয় ।যার কারণে কেক কিনতে একটু ভয় লাগে । এইতো দু-তিন দিন আগে আমার অ্যানেভার্সেরি ছিল সেই উপলক্ষে কেক কিনতে গিয়েছিলাম এবং এবার যে কেকটা কিনেছিলাম কেকটা অনেক ভালো ছিল । সেখান থেকে ছবিগুলো তুলে নিয়ে এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ।

1000003611.jpg


প্রথমে আমার অ্যানিভার্সারি একটা কেক দিয়ে শুরু করলাম । কেকটা ছোট্ট এর ভিতর দেখতে অনেক কিউট ছিল । আমরা অ্যানিভার্সারি সেইরকম ভাবে পালন করিনা নিজেরা মিলেই কেকটা কেটেছিলাম যার কারণে ছোট্ট একটি কেক এনেছিলাম এবং কেকটা সত্যি অনেক বেশি মজাদার ছিল । আর চকলেট কেক আমার ছেলে অনেক বেশী পছন্দ করে যার কারণে চকলেট কেক বানানো হয়েছিল । নিচে দেখতে পাচ্ছেন ভ্যানিলা পেসটি খেতে খুব মজা । ওরা এভাবে কেটে কেটে পিস পিস করে রেখে দিয়েছে এক একটা পিস ১২৫ টাকা করে বিক্রি করে । দেখছেন কতটা ইয়ামি খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু ।

1000003612.jpg

1000003613.jpg


এখানে ভিন্ন ধরনের একটি কেকের ছবি শেয়ার করলাম । এই ওরা ফ্রুট কার্ডিনাল হিসেবে নামটা রেখে দিয়েছে । এটা আম ও ডিম দিয়ে তৈরি করা হয়েছে । খেতে খুবই মজাদার ছিল । এক পিস ১৫০ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য খেতে সত্যি অন্য ধরনের মজা ছিল । আর নিচে দেখতে পাচ্ছেন স্পেশাল মাফিন কেক । কেকগুলো খেতে অনেক মজার ৯০ টাকা করে এক একটা বিক্রি করছিল । ছেলের জন্য একটা কিনে নিয়ে এসেছিলাম ভালোই লেগেছিল খেতে । দেখতেই পাচ্ছেন উপরটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে ।

1000003614.jpg

1000003615.jpg


এখানে কিছু ডোনাটের ছবি দেখতে পাচ্ছেন । ডোনাটও আমার ছেলের অনেক বেশি পছন্দ ও মাঝে মাঝে ডোনাট কিনে খেয়ে থাকে । ওই দিন ডোনাট কেনা হয়নি । এই বড় বড় ডোনাট গুলো ১২০ টাকা করে বিক্রি করছে । আমরা ঐদিন কেক কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম যার কারণে ছোটখাটো জিনিসগুলো আর কেনা হয়নি । একদিন টেস্ট করার ইচ্ছা আছে । আর নিচে দেখতে পাচ্ছেন চকলেট মৌসি । এগুলো একটি কাপ কেক অন্যরকম সুন্দরভাবে ডেকোরেশন করেছে ১৫০ টাকা করে একেকটা কাপ বিক্রি করছে । দেখতে যেমন সুন্দর খেতেও খুবই ইয়াম্মি ।

1000003616.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসoppo reno12

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 22 days ago 
1000003620.jpg1000003619.jpg
1000003618.jpg1000003617.jpg
 21 days ago 

বেশ সুন্দর এবং মজাদার কিছু কেকের আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যি আপনার তোলা কেকের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। দেখেই তো আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছে।আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 21 days ago 

সত্যি কেক গুলো অনেক মজাদার ছিল । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 21 days ago 

ওয়াও আপনি অনেক সুন্দর সুন্দর কিছু কেকের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু।কেকের ফটোগ্রাফি গুলো দেখে তো মুগ্ধ হলাম। অনেক মজার মজার কেকের ফটোগ্রাফি শেয়ার করছেন। ফটোগ্রাফির সাথে দারুণ বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 21 days ago 

আমার কেকের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে যেনে অনেক খুশি হলাম । ধন্যবাদ ।

 21 days ago 

আপু কেক তো খেয়েছেন আপনি। তাই কতটুকু মজা সেটা জানিনা। এতটুকু শুধু জানি যে আপনার শেয়ার করা প্রতিটি কেক দেখতে বেশ দারুন লাগছে। ধন্যবাদ এমন দারুন কেক এর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 21 days ago 

সবগুলো তো খাইনি কিছু খেয়েছি কিন্তু যেটা খেয়েছি সেটা অনেক মজার ছিল ।

 21 days ago 

এত মজাদার কেক দেখলে তো লোভ সামলানো মুশকিলের ব্যাপার। আজকে আপনি অনেক মজার মজার কেক এর ফটোগ্রাফি শেয়ার করেছেন। যেগুলো দেখে ইচ্ছে করছে এক পিস এক পিস নিয়ে টেস্ট করি। আমি কেক খেতে অনেক বেশি পছন্দ করি। প্রতিটা কেক অনেক সুস্বাদু লাগছে।

 21 days ago 

এটা ঠিক বলেছেন কেক গুলো দেখলে সত্যিই খেতে মন চায় । এরকম লোভনীয় খাবার দেখলে তো লোভ লাগবেই ।

 21 days ago 

বিভিন্ন রকম কেকের ফটোগ্রাফি দেখিয়ে তো লোভ লাগিয়ে দিয়েছেন আপু। অ্যানিভার্সারি কেকের ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন এবং সবগুলোই খুব লোভনীয় ছিল। আপনাকে ধন্যবাদ আপু মজার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 21 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য ।

 20 days ago 

বাহ দারুণ তো। দেখে সত্যি লোভনীয় লাগছে। কেকের ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন আপু। চমৎকার লাগছে। কেক গুলো দেখেই বেশ সুস্বাদু এবং টেস্টি মনে হচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 20 days ago 

আজকে আপনি সুন্দর সুন্দর কেকের ফটোগ্রাফি করেছেন। তবে মার্কেটে গেলে অনেক ধরনের কেক দেখা যায়। তবে একেক জায়গাতে এই কেকগুলো দাম এক এক রকম। আর কেকগুলো খেতেও বেশ মজা লাগে। ভালো লাগার মত কিছু কেকের ফটোগ্রাফি করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

New to Steemit?