গ্রামের সন্ধ্যার সৌন্দর্য
গ্রাম মানেই একটা শান্তির জায়গা। আর সেইজন্যই শহরের মানুষজন মাঝে মাঝে শহরের কোলাহল থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চায় আর তার একমাত্র বিকল্প জায়গা হলো এই গ্রাম। গ্রাম প্রকৃতির এক অনন্য রূপ। এখানে আসলেই যেন মনের মধ্যে একটা আলাদা শান্তির কাজ করে। আমরাও মাঝে মাঝে এই গ্রামের প্রকৃতি দেখতে চলে যাই। গ্রামের বিষয়গুলো একদম আলাদা, সেখানে সবকিছু যেন প্রকৃতির ন্যায় একটু নিজস্ব ছন্দে চলে। এখানে শীতের বিকেলের দিকে যেন আকাশের এক নৈস্বর্গিক সৌন্দর্য চোখে পড়েছিল। যেন হালকা গোলাপি, আর ফিকে নীলের কম্বিনেশনে প্রকৃতির এক অনন্য দৃশ্য তৈরি হয়েছিল।
সূর্য অস্ত যাওয়ার পরে আকাশের সৌন্দর্য যেন আরো মায়াময় হয়ে ওঠে। আর এখন শীতের সময়ে মাঠের দিকেও নানা দৃশ্য দেখা যায় অর্থাৎ সবজি ক্ষেত যেন সবুজে সমারোহ হয়ে উঠেছে। এখানে এখন সব শীতের সিজনে যেসব সবজি, সবকিছুই আছে বলতে গেলে। যদিও এখনো এইসব জায়গায় নতুন করে বেগুন বা অন্যান্য সবজিতে তেমন কোনো ফল আসেনি, কেবল ফুলের মাধ্যমে সেজে উঠেছে। আবার মাঠে কাজ শেষে লোকজনের বাড়িতে ফেরার এইসব দৃশ্য যেন একটা আলাদা অনুভূতি জাগিয়ে তোলে মনের মধ্যে। সবমিলিয়ে যদি বলা যায়, তাহলে গ্রাম একটা সৌন্দর্যের জায়গা হওয়ার সাথে সাথে দারুন অনুভূতির একটা স্থান।


https://magicmushroomsporesusa.com/
https://magicmushroomsporesusa.com/