Sort:  
 11 months ago 

এই বতুয়া শাক গ্রামগঞ্জে আগাছার মত বেড়ে উঠলেও আমাদের ঢাকা শহরে কিন্তু এই শাকের অনেক চাহিদা। আমাদের ঢাকায় সবাই এ শাক অনেক পছন্দ করে। বিভিন্নভাবে রান্না করে খেতে অনেক পছন্দ করে। বিশেষ করে সিমের বিচি ও শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আজ আপনার আলু দিয়ে শাক ভাজি রেসিপিটি দেখেও কিন্তু অনেক লোভ লেগে যাচ্ছে। বতুয়া শাক দিয়ে আলু দিয়ে এভাবে ভাজি কখনো খাওয়া হয়নি।

 11 months ago 

আপু এভাবে ভাজি করলে খুবই ভালো লাগে। আপনি তো এভাবে। কখনো খাননি, অবশ্যই একদিন এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। খুবই ভালো লাগবে। ধন্যবাদ আপু।