রিচার্জেবল ফ্যান কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ16 days ago

|| আজ ২ মে,২০২৪ || রোজ: বৃহস্পতিবার ||

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। এমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে এমন গরমের মাঝেও ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও বৃষ্টি হবার সম্ভাবনা আছে, তাই সকলের মনে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। ঢাকায় আজ এখনো বৃষ্টি হয় নি তবে ঢাকাবাসী আশাবাদী। যাই হোক, আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে পরিবারসহ বেশ ভালোই আছি। আজ আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আশা করবো আজকের পোষ্ট ভালো লাগবে।


বর্তমান পরিস্থিতির কাছে আসলে সকলেই অনেকটাই অসহায়। প্রকৃতির এমন ভয়াবহ রূপ দেখে অনেকেই দিশেহারা। দীর্ঘদিন ধরে সমানে হীট এলার্ট চলমান রয়েছে। অনেকেই এমন গরমে বিভিন্ন ভাবে অসুস্থ হয়ে পড়ছেন। যদিও যথেষ্ট পরিমাণ বিশুদ্ধ পানি, লিকুইড খাওয়া হচ্ছে, তবুও শরীর খারাপ হয়ে যাচ্ছে অনেকেরই। সবকিছুর কিন্তু হচ্ছে অতিরিক্ত গরমের জন্য।


এমনতেই অতিরিক্ত গরম, তারউপর দিন-রাত জুড়ে সময়ে অসময়ে লোডশেডিং ও সমান তালে চলছে। এমনকি, ১লা মে, সরকারি ছুটির দিন, তারপরেও সকাল সকাল ই বেশ কয়েকবার লোডশেডিং হয়েছে৷ এমনকি ঘুমও ভেঙেছে গরমে ঘেমে গিয়ে! এ অবস্থায় তো থাকা সম্ভব না। তাই এবারে অবশেষে একটু ভালো থাকার জন্য রিচার্জেবল ফ্যান কিনতেই হলো। আপনারা অনেকেই জানেন, আমাদের বাজারের অবস্থা! যখন ই চাহিদা বেড়ে যায়, তখন ই সাথে সাথে দামও উর্ধ গতিতে বাড়তেই থাকে। বাজারে সংকট তৈরি হতে সময়ও লাগে না। ফলাফল- লিখত মূল্য বা নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে বাধ্য করা হয় কাস্টমারদের।


যাই হোক, এলাকার বেস্ট বাই এর দোকানে বেশ এক সপ্তাহ আগেই খোঁজা হচ্ছিলো, কিন্তু ওদের স্টক শেষ হয়ে গিয়েছিলো। লোকাল দোকান গুলো চাইনিজ রিচার্জেবল ফ্যান গুলো দিয়ে ভরা ছিলো, তবে সেগুলো কেনার সাহস পাচ্ছিলো না আমার হাসবেন্ড। তাই বাধ্য হয়ে পাশের এলাকার বেস্ট বাই এর দোকান এ গিয়ে দেশীয় পণ্য ওয়ালটন এর রিচার্জেবল ফ্যান কিনে নিয়েছেন। এই সেম মডেলের ফ্যানটি অবশ্য আগের বছর আমাদের শ্বশুড়বাড়িতে কেনা হয়েছিলো। তাও এই ফ্যানটির পারফরম্যান্স সম্পর্কে জানা আছে। তাই নিশ্চিন্তেই নিজেদের জন্যও এই মডেলের ফ্যানটাই নিয়ে নিলাম অবশেষে। এই ফ্যানটি ফুল চার্জ থাকলে টানা সাড়ে তিন ঘন্টা ব্যাক আপ দিতে পারে। তবে ঢাকায় কারেন্ট গেলেও এতক্ষণ লাগবে না আমাদের ব্যাক আপ। কারণ এক ঘন্টার মাঝেই চলে আসে আবার। তবে ওই যে বললাম, গরমের যে বিচ্ছিরি অবস্থা, ১০ মিনিট কারেন্ট না থাকলেই অবস্থা খারাপ হয়ে যায় এখন।


প্রকৃতির প্রতি যে অন্যায় আর অবিচার আমরা করে আসছি বহুযুগ থেকেই, তারই হয়তো এখন প্রতিশোধ নেয়া শুরু করছে। এখনও সময় আছে, আমরা এর থেকে শিক্ষা নিয়ে প্রকৃতির যত্ন নেই নিজ নিজ জায়গা থেকে, তবে হয়তো ভবিষ্যতে আবারো আগের রুপ ফিরে পাবো, সেই প্রার্থনা করি।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 15 days ago 

গরমের যন্ত্রণা থেকে বাচঁতে এই ফ্যানটি কিনে ভালোই করেছেন। বিদ্যুৎ থাকতেই সে গরম। আর বিদ্যুৎ না থাকলে তো মনে হয় মরেই যাই। তবে আমার মনে হয় এই ফ্যানটি কিনে ভালোই করেছেন। কারন যেহেতু এই ফ্যান এর আগে কেনা হয়েছিল তাই এই ফ্যান সম্পর্কে অনেক কিছুই জানা আছে।

 15 days ago 

জি আপু। আজ মধ্য রাতেই তো বেশ অনেকক্ষণ কারেন্ট ছিলো না। তখন এই ফ্যান দারুণ ব্যাক আপ দিয়েছে!

Upvoted! Thank you for supporting witness @jswit.

 15 days ago 

হ্যাঁ বর্তমানে গরমের প্রভাব প্রতিনিয়ত বেড়েই চলেছে যার কারণে রিচার্জেবল ফ্যানগুলো মার্কেটে এখন সংকট। শুধু তাই না বেশি দাম দিয়েও এই ফ্যানগুলো পাওয়া যাচ্ছে না। যেহেতু গত বছরে আপনার শ্বশুরবাড়িতে সেইম মডেলের ফ্যানটি কেনা হয়েছিল তাই এই ফ্যানটির ব্যাকআপ সম্পর্কে অবগত আছেন সেক্ষেত্রে আশা করছি আর কোন সমস্যা হবে না।

 15 days ago 

সেই রকমই আশা করছি। এবং কাল রাতেও বেশ অনেকক্ষণ ব্যাক আপ দিয়েছে এই রিচার্জেবল ফ্যানটি৷ আশা তো করছি কোন ঝামেলা হবে না বরং লোডশেডিং এর সময়ে স্বস্তি দিবে। ধন্যবাদ আপনাকে।

 15 days ago 

এতো গরমে একজন সুস্থ মানুষের অসুস্থ হতেও বেশি সময় লাগে না।আর লোডশেডিং এর জন্য মনে হয় যে কোন কিছুর বিনিময়ে হলেও এই গরম থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়।আপনি রিচার্জেবল ফ্যান কিনে খুব ভালো একটা কাজ করেছেন।অনেকটা স্বস্তি পাবেন এই গরমে এটা কামনা করি।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই অনুভূতি টি শেয়ার করার জন্য।

 15 days ago 

আসলেই আপু। যে বিচ্ছিরি গরম এখন, ১০ টা মিনিট ও যেন থাকা যায় না ফ্যানের বাতাস ছাড়া!! দিন-রাত লোডশেডিং এর কারণে কিনেই নিলাম। সামনে যদি গতবারের মতো লোডশেডিং চলতে থাকে, তবে অবস্থা আরো শোচনীয় হবে।

 15 days ago 

পছন্দ এই গরমের দিনে যেমন লোডশেডিং বেড়ে চলেছে তাই আমিও একটি রিচার্জেবল ফ্যান কিনেছি। অস্বস্তিকর এই দিনের মাঝে এমন একটি ফ্যান কাছে থাকলে কিছুটা সময়ের জন্য স্বস্তি পাওয়া যায়। তবে অতিরিক্ত গরম হওয়ার কারণে এ সমস্ত ফ্যানগুলোর দাম অনেক বেড়ে গেছে।

 15 days ago 

হ্যা আপু। বাজারে পণ্যের অতিরিক্ত চাহিদার কারণে দাম বাড়িয়ে দেয় সবাই...

 15 days ago 

একদমই ঠিক বলেছেন আপু এখন থেকে আমাদের সবার প্রকৃতির যত্ন নিতে হবে। না হলে সামনে আরো খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে। ফ্যান কিনে খুব ভালো করেছেন। যে গরম দুই মিনিট ও কারেন্ট ছাড়া চলা মুশকিল হয়ে পরেছে। আমার ও একটা কিনতে হবে দাম কত পরেছে আপু। শুভ কামনা রইলো সাবধানে থাকবেন।

 15 days ago 

এটার দাম পড়েছে পাঁচ হাজার ভাই। তবে হ্যান্ডি লেগেছে। স্পিড ও ভালো।

 15 days ago 

আমাদের এদিকে তো গতকালকে সকালবেলায় কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল। যার কারণে কালকের আবহাওয়া টা অল্প একটু ঠান্ডা ছিল। বিশেষ করে রাতের আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল। রাত দুইটা থেকে ভোর রাত পর্যন্ত তো বজ্রপাতের জন্য ঘুমোতেই পারিনি। আর এর জন্য তো ১১ জন মানুষ মারা গিয়েছে আমাদের বাংলাদেশে। যেভাবে ভালো হয়েছিল একটানা বৃষ্টি হবে ওইটা তো হলো না। বরং অনেক জায়গায় কিছুক্ষণের জন্যও বৃষ্টি হয়নি। যাই হোক এই গরমে ফ্যান কেনা টা বেশি জরুরী। আমরাও কিনেছি কিছুদিন আগে। আপনিও কিনে ভালো করেছেন।

 15 days ago 

ঢাকায়ও অবশেষে রাতে বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে আপু। তবে আজ সকাল থেকেই আবারো তীব্র গরম আছেই। আসলেই এমন দিনে রিচার্জেবল ফ্যান জরুরী। আপনার মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 15 days ago 

প্রচন্ড এই গরমের দিনে যেমন বেড়ে চলেছিল লোডশেডিং তেমন বেড়ে চলেছে অশান্তি। আরে মুহূর্তে কিছুটা প্রশান্তির আশায় আমরা শীতল বাতাসের আশা করছি বিভিন্ন দিক থেকে। তাই বিকল্প পদ্ধতি হিসেবে যদি এমন রিচার্জেবল ফ্যানের ব্যবস্থা করা যায় তাহলে কিছুটা প্রশান্তি মিলে। আপনিও ঠিক তেমনি রিচার্জেবল ফ্যানের ব্যবস্থা করেছেন দেখে ভালো লাগলো।

 15 days ago 

সঠিক বলেছেন ভাই। রিচার্জেবল ফ্যান কেনার পর লোডশেডিং এর সময়ে বেশ ভালো ব্যাক আপ দিচ্ছে এবং এটা আসলেই স্বস্তির বিষয়। নইলে ভোগান্তি আরো বাড়তো । ধন্যবাদ ভাই আপনার মন্তব্য প্রকাশ করার জন্য।

 15 days ago 

কথাটা ঠিকই বলেছেন আপু। এই গরমে একটু সময় কারেন্ট না থাকলে অবস্থা টা একেবারে খারাপই হয়ে যায়। এবং বতর্মানে এই রিচার্জেবল ফ‍্যানগুলোর ডিমান্ড অনেক। আমাদের এই কমিউনিটিতেই এই ফ‍্যান কেনা নিয়ে বেশ কিছু পোস্ট দেখেলাম আমি। এটা কিনতে গিয়ে একটু সতর্ক থাকাও দরকার। যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইস।

 15 days ago 

হ্যা ভাই৷ ইলেকট্রনিক ডিভাইস আসলে কেনার আগে দেখে শুনে কিনতে হয়। আর গরমে এমন রিচার্জেবল ফ্যান যেন জরুরী প্রয়োজনীয় জিনিস ই! নইলে লোডশেডিং এর সময়ে অবস্থা করুণ হয়ে যায়।

 15 days ago 

এই গরমে অতিষ্ঠ হয়ে সবাই রিচার্জেবল ফ্যান কিনতেছে। কারণ এই গরমে এমনিতে থাকা একেবারেই সম্ভব না রিচার্জেবল ফ্যান ছাড়া। গরমের জন্য ফ্যান ছাড়াই এক মুহূর্ত ও থাকা যাচ্ছে না। তাই আমরাও ফ্যান কিনেছি, যেহেতু আমার মেয়ে এখনো ছোট তাই তার জন্য ফ্যানটা বেশি প্রয়োজন। আপনারা এই গরমের সময় ফ্যানটা কিনে নিয়ে ভালো করেছেন। আপনাদের কেনা ফ্যানটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। যদিও সকালে একটু বজ্রপাত এবং বৃষ্টি হয়েছিল কিন্তু এখন অনেক গরম পড়তেছে। যার কারনে অবস্থা খারাপ।

 15 days ago 

আসলেই ভাই। গত দুই বছর ধরেই রিচার্জেবল ফ্যান গুলো বেশ চলছিলো। তবে এখন যে পরিস্থিতি, তাতে করে রিচার্জেবল ফ্যানও আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। এটা ছাড়া যে লোডশেডিং এর সময়ে টেকাই যায় না! আপনার যেহেতু ছোট বাবু আছে, তার জন্য তো আরোও প্রয়োজনীয়! ভালোই করেছেন। ভালো ব্যাক আপ দেয় এই ফ্যান গুলো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 66892.89
ETH 3101.75
USDT 1.00
SBD 3.74