You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন-২৫১ | প্রেমে পড়লে মানুষ নাকি বার বার আয়না দেখে, কথাটা কি ঠিক?
ঠিক মানে!! আয়না % থুক্কু, ২০০% ঠিক! ১০০০% সঠিক! প্রেমে পড়ার পর ই একটা মানুষ সে ছেলে হোক বা মেয়ে, নিজের প্রতি আরেকটু বেশি যত্নশীল এবং মনোযোগী হয়। তার প্রথম ধাপ ই হচ্ছে একটু পর পর আয়না চেক করা যে তাকে ঠিকঠাক লাগছে কিনা। কিংবা কোন ভাবে চুল আচড়ালে তাকে বেশি সুন্দর লাগে, অথবা কোন স্টাইলে হাসলে তাকে সবচেয়ে সুন্দর লাগে- এগুলো আয়না ছাড়া কীভাবে বুঝবে বলেন? আরো প্রমাণ লাগবে? নিচে দেখেন... লাইভ প্রমাণ দিয়ে যাচ্ছি.. 🫣🫣
আমি শিহরিত😁🤭😁।
😂😂😂
এই প্রশ্ন দেখে আমার এই ছবির কথাই মনে পরে গেছিলো আপু। তাই লাইভ উদাহরণ দেখানোর লোভ সামলাতে পারলাম না।
আপনারটা দেখে সত্যিই আমি অনেক অবাক হলাম। আপনি যে পুরা আয়না নিয়ে সামনে চলে এসেছেন 😅😅😅🫣
এই প্রশ্ন দেখে আমার এই ছবির কথাই মাথায় অটো চলে এসেছিলো ভাই! কী পাগলামোটাই না করেছি সেই সময়ে। এক বসায় সেদিন ২০০ এর উপরে আয়নায় ছবি তুলেছিলাম। 😂😂
ঠিক বলেছেন আপু প্রেমে পড়লে মানুষ নিজের প্রতি যত্নশীল হয়। আর তখন আয়না দেখাটাও বেড়ে যায়। আপনার উত্তরটি আমার কাছে বেশ ভালো লেগেছে।
ধন্যবাদ আপু 😇। বাস্তব উদাহরণ ও দিয়ে দিয়েছি সাথে! 😂
দিদি প্রেমে পড়লে চুল যতবার এলোমেলো হয় আয়নার সামনে ঠিক তার থেকেও বেশি বার যাওয়া পড়ে। যাইহোক প্রেমের মানেটা বেশ ভালই বোঝেন 🙃
এটা ঠিক কথা বলেছো ভাই 🤭🫣
ওয়াও আপু আয়নার সামনে নিয়ে বসে পরেছেন ।আপনি মনে হয় অনেক বেশি প্রেমে পড়ে গিয়েছেন। সেজন্য এতগুলো আয়না নিয়ে বসে আছেন
এইটা প্রেমে পড়ার পরে পরের ছবি ভাই। নতুন করে তোলা না। এই প্রশ্ন দেখে আগের কথা মনে পড়ে যাওয়ার ফলে খুঁজে খুঁজে এই ছবিটাও শেয়ার করি।