এবিবি ফান প্রশ্ন-২৫১ | প্রেমে পড়লে মানুষ নাকি বার বার আয়না দেখে, কথাটা কি ঠিক?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রেমে পড়লে মানুষ নাকি বার বার আয়না দেখে, কথাটা কি ঠিক?

প্রশ্নকারীঃ

@shapladatta

প্রশ্নকারীর অভিমতঃ

বার বার আয়না দেখে কারণ প্রেমে পড়েছে তাই নিজেকে কতোটা পরিপাটি করে ভালোবাসার মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে পারবে সেটা দেখার জন্যই বার বার আয়না দেখে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

প্রেমে পড়লে মানুষ নাকি বার বার আয়না দেখে, কথাটা কি ঠিক?

শুনেছি প্রেমে পড়লে নাকি মানুষের চেহারা আরও সুন্দর হয়ে যায়। আর সুন্দর বেশি লাগলে তো বারবার আয়না দেখবেই,আর এটাই তো স্বাভাবিক 😂😂। অনেকে আবার প্রেমে পড়ার সাথে সাথে, নতুন আয়নাও কিনে নিয়ে আসে সুন্দর চেহারা বারবার দেখার জন্য 🤣🤣।

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই ভাই অনেকে আবার প্রেমে পড়ার সাথে সাথে নতুন আয়নাও কিনে আনে। অনেক সুন্দর লিখেছেন ভাই পড়ে ভালো লাগলো।

 last year 

আমার সাথে একমত পোষণ করার জন্য এবং এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

সত্যি নাকি ভাইয়া প্রেমে পড়লে চেহারা ভালো হয়ে যায়। আজ প্রেমে পড়ি নাই বলে চেহারা ভালো হলো না। যাহোক সুন্দর মতামত প্রকাশ করেছেন।

 last year 

আসলেই ভাই প্রেমে পরলে চেহারা আরো সুন্দর হয়ে যায়।কারণ তখন চেহারার যত্ন বেড়ে যায়,প্রেমিক/ প্রেমিকার কাছ থেকে প্রশংসা শোনার জন্য 😂।

 last year 

প্রেমে পড়লে মানুষ নাকি বার বার আয়না দেখে, কথাটা কি ঠিক?

কথাটা পুরাই ঠিক আছে ✅
আয়নার সামনে বার বার যায় আর মনে মনে নিজেকেই প্রশ্ন করে যে, আসলে আমি কি তার জন্য পারফেক্ট! আমাকে কি তার পছন্দ হবে! আমি কি তার যোগ্য! প্রেমে পড়লে মানুষ অন্ধকারেও আয়নার খোঁজ করে 🤓🙃😍

 last year 

সেই জন্যই বলি বন্ধু তুমি এত বারে বারে আয়নার সামনে যাও কেন। তুমি যে প্রেমিক পুরুষ তা আমি এতদিনে বুঝতে পারি নাই। তোমার সাথে থাকলে একটু প্রেম যদি আমার হতো 😃😃

 last year 

প্রেমে পড়লে আয়না দেখে কিনা মনে নেই। অনেকবছর আগে প্রেমে পড়েছিলাম। কথাটা সত্যি কিনা জানতে হলে আবার প্রেমে পড়ে দেখতে হবে। কিন্তু সেক্ষেত্রে হাসবেন্ড এর মার খাওয়ার সম্ভাবনা আছে। এই রিস্ক যদি আপনি নেন তাহলে প্রেমে পড়ে তারপর আপনাকে আপডেট জানাচ্ছি।

 last year 

মানুষ যত দিন বাঁচবে ততদিন প্রেমে পড়বে এটাই তো স্বাভাবিক আপু 🙃 তবে মার খাওয়ার দায়িত্বটা তো কেউ নিতে চাইবে না মনে হয় 🤓 বেশ সুন্দর লিখেছেন আপু।

 last year 

ঠিক মানে!! আয়না % থুক্কু, ২০০% ঠিক! ১০০০% সঠিক! প্রেমে পড়ার পর ই একটা মানুষ সে ছেলে হোক বা মেয়ে, নিজের প্রতি আরেকটু বেশি যত্নশীল এবং মনোযোগী হয়। তার প্রথম ধাপ ই হচ্ছে একটু পর পর আয়না চেক করা যে তাকে ঠিকঠাক লাগছে কিনা। কিংবা কোন ভাবে চুল আচড়ালে তাকে বেশি সুন্দর লাগে, অথবা কোন স্টাইলে হাসলে তাকে সবচেয়ে সুন্দর লাগে- এগুলো আয়না ছাড়া কীভাবে বুঝবে বলেন? আরো প্রমাণ লাগবে? নিচে দেখেন... লাইভ প্রমাণ দিয়ে যাচ্ছি.. 🫣🫣

Posted using SteemPro Mobile

 last year 

আমি শিহরিত😁🤭😁।

 last year 

😂😂😂

এই প্রশ্ন দেখে আমার এই ছবির কথাই মনে পরে গেছিলো আপু। তাই লাইভ উদাহরণ দেখানোর লোভ সামলাতে পারলাম না।

Posted using SteemPro Mobile

 last year 

আপনারটা দেখে সত্যিই আমি অনেক অবাক হলাম। আপনি যে পুরা আয়না নিয়ে সামনে চলে এসেছেন 😅😅😅🫣

 last year 

এই প্রশ্ন দেখে আমার এই ছবির কথাই মাথায় অটো চলে এসেছিলো ভাই! কী পাগলামোটাই না করেছি সেই সময়ে। এক বসায় সেদিন ২০০ এর উপরে আয়নায় ছবি তুলেছিলাম। 😂😂

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন আপু প্রেমে পড়লে মানুষ নিজের প্রতি যত্নশীল হয়। আর তখন আয়না দেখাটাও বেড়ে যায়। আপনার উত্তরটি আমার কাছে বেশ ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ আপু 😇। বাস্তব উদাহরণ ও দিয়ে দিয়েছি সাথে! 😂

Posted using SteemPro Mobile

 last year 

দিদি প্রেমে পড়লে চুল যতবার এলোমেলো হয় আয়নার সামনে ঠিক তার থেকেও বেশি বার যাওয়া পড়ে। যাইহোক প্রেমের মানেটা বেশ ভালই বোঝেন 🙃

 last year 

এটা ঠিক কথা বলেছো ভাই 🤭🫣

Posted using SteemPro Mobile

 last year 

ওয়াও আপু আয়নার সামনে নিয়ে বসে পরেছেন ।আপনি মনে হয় অনেক বেশি প্রেমে পড়ে গিয়েছেন। সেজন্য এতগুলো আয়না নিয়ে বসে আছেন

 last year 

এইটা প্রেমে পড়ার পরে পরের ছবি ভাই। নতুন করে তোলা না। এই প্রশ্ন দেখে আগের কথা মনে পড়ে যাওয়ার ফলে খুঁজে খুঁজে এই ছবিটাও শেয়ার করি।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যা কথা একদম ঠিক।পড়ে গিয়ে হাত পা ভাঙল নাকি, বা কোথাও কোন কেটে ছিড়ে গেল নাকি তা চেক করার জন্যই বার বার আয়না দেখে।

Posted using SteemPro Mobile

 last year 

আরে ভাই এটা তো একদম ভুল কথা। হাত পা ভাঙলে তো এমনিতেই দেখা যাবে। আর নিজের চেহারা দেখার জন্যই আয়না দেখে। 😅😅

 last year 

হাহাহা উত্তরটা শুনে অনেক বেশি মজা পাইলাম দাদা। আসলেও শরীরের কোন অংশ মেরে কেটে ফেলেছে কিনা সেগুলো দেখার প্রয়োজনে আয়নার সামনে যাওয়াটা বেশ জরুরী।

 last year 

প্রেমে পড়লে মানুষ নাকি বার বার আয়না দেখে, কথাটা কি ঠিক?

হ্যাঁ দিদি কথা টা ঠিক। আমার নিজের সাথেও এমনটা ঘটেছিল অনেক দিন আগে । বার বার আয়না দেখতাম প্রেমে পড়ার সময়টা তে। এইসব দেখে আমার মা রাগ করে অন্য রুমের আয়না আমার রুমে দিয়ে দিয়েছিল।🤭🤭

 last year 

উপসস,, মোবাইলের ক্যামেরা আছে ওইটা দিয়ে চালিয়ে দেন। যাইহোক যার জন্য বারবার আয়না দেখতে সে কি এখন আছে?😁

 last year 

হেহেহে না আপু😂😂।

 last year 

যদিও আমার অভিজ্ঞতা নেই তবুও মনে হচ্ছে কথাটি একদম ঠিক।কারন প্রেমে পড়লে নতুন একটি ভূত ঘাড়ে চেপে বসে যে।তাই নিজের রূপ দিয়ে ভূতকে প্রেম নামের দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখতে আয়না দেখার প্রয়োজন হয় বার বার।

 last year 

এটা একদম ঠিক বলেছেন আপু প্রেমে পড়লে মানুষ বারবার আয়না দেখে। হয়তো অন্য কিছু খোঁজার চেষ্টা করে। 😅😅

 last year 

আস্ত একটা ভূত খোঁজার চেষ্টা করে আপু 😂😂।

 last year 

আরে যারা প্রেমে পড়ে তারা সবাই নিজেদের কে নায়ক নায়িকা ভাবতে থাকে। তাই তো বার বার আয়না দেখে যে আরও তার রূপ যৌবন নিয়ে আরও কয়টা প্রেম করা যায় কিনা?

 last year 

কি যে বলেন আপু সবাই তো তাহলে আরো বেশি করে আয়না দেখা শুরু করবে। শেষে আয়নার দাম বেড়ে যাবে।🤣🤣

 last year 

প্রেমে পড়লে মানুষ নাকি বার বার আয়না দেখে, কথাটা কি ঠিক?

১০০% রাইট।

 last year 

জীবনে প্রেমেই পড়তে পারলাম না তার ঠিক বেঠিক বুঝব কিভাবে?? তবে চেহারার সৌন্দর্য বারবার দেখে মনে মনে চিন্তা করে তার গার্লফ্রেন্ড তার প্রতি আকৃষ্ট হবে কিনা এই জন্য বারবার আয়না দেখে।

Posted using SteemPro Mobile