You are viewing a single comment's thread from:

RE: আমার বাড়ির আঙিনায় আমার শীতকালীন সবজি বাগান

in আমার বাংলা ব্লগ2 days ago

বাড়িতে যদি ফাঁকা জায়গা থাকে, যথেষ্ট রোদ আসে, তবে সে জায়গা ফেলে না রেখে সেখানে বিভিন্ন শাক/ সবজি চাষ করাই ভালো ভাই। নিজেদের চাহিদাও যেমন মিটে, তেমনি বাজারের উপর ও চাপ কমে। আবার ভেজালমুক্ত সতেজ শাক/সবজি খাওয়া যায়! আপনার বাগানের গল্প পড়ে ভালো লাগলো। আশা করছি লাউ এর মতো সীম ও অনেক দিন ধরে খেতে পারবেন। শুভকামনা রইলো।