টার্গেট ডিসেম্বর সিজন - ৪" ১০ স্টিম পাওয়ার আপ।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন। আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি (১১ - ১০-২০২৪)
আমি প্রথমে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই,প্রিয় @rex-sumon ভাইকে।আমাদেরকে পাওয়ার আপ করার উৎসাহিত করার জন্য।তিনি খুব সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন।আর এই উদ্যোগ গ্রহণের মাধ্য দিয়ে আমরা পাওয়ার আপ করে যাচ্ছি।
আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করছি।পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। এই প্লাটফর্মে দীর্ঘ মেয়াদে কাজ করতে হলে পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। আর তাই আমি "টার্গেট ডিসেম্বর সিজন-৪ নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা নিয়ে সামনের দিকে এগুনোর জন্য মনস্থির করেছে। আর তাই আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করবো। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আমি যেন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি। এই বছরে আমার লক্ষ্য মাত্রা ৯০০০ এসপি।
এ-সপ্তাহে আমার ওয়ালেটে ৬৮ স্টিম ছিল। ৬৮ স্টিম থেকে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলাম। আজ আমি যে স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি তা পর্যায়ক্রমে ধাপ গুলো নিম্নে দেওয়া হলঃ-
পাওয়ার আপ পোস্ট করার আগে আমার স্টিমেট ওয়ালেট এর স্কিনশট।
পাওয়ার আপ পোস্ট করার সময় আমার স্টিমেট ওয়ালেট এর স্কিনশট।
পাওয়ার আপ পোস্ট করার শেষে আমার স্টিমেট ওয়ালেট এর স্কিনশট।
| সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
|---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR








Upvoted! Thank you for supporting witness @jswit.
ধীরে ধীরে আপনার পাওয়ার আপের পরিমাণ অনেক বৃদ্ধি পাচ্ছে এবং অ্যাকাউন্টের সক্ষমতার বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি পাওয়ার আপ করতে থাকেন আশা করি দীর্ঘমেয়াদি কাজ করতে অনেক সুবিধা হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছে আপু নিজের একাউন্ট কে সমৃদ্ধ করে তোলার জন্য। ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্য করার জন্য।
আজকে আপনি পাওয়ার বৃদ্ধি করে দেখিয়েছেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া। আমাদের কিন্তু এভাবে পাওয়ার বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। যত বেশি বেশি পাওয়ার বৃদ্ধি করা যাবে ততই নিজেদের জন্য ভালো হয়। তাই আমরা সবসময় চেষ্টা করব এভাবে পাওয়ার বৃদ্ধি করতে।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনার ওয়ালেটে ৬৮ স্টিম ছিল আর সেখান থেকে ১০ স্টিম পাওয়ার আপ করে আপনার কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন দেখে খুব ভালো লাগলো। আমরা সবাই পাওয়ার আপ ভালোবাসি। নিজের একাউন্ট কে শক্তিশালী করার জন্য পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।
চেষ্টা করেছি আপু আমার জায়গা থেকে যতটুকু আছে তার মধ্য থেকে কিছু পাওয়ার আপ করার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
যেকোনো কাজে ধারাবাহিকতা বজায় রাখলে সফলতা খুব দ্রুত আসে। এজন্য আমাদের সকলের পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখা উচিত। আপনি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো। এভাবে ধারাবাহিকতা বজায় রাখলে আপনার একাউন্ট অনেক বেশি শক্তিশালী হবে।
আপনার সাথে সহমত পোষণ করছি, যে কোন কিছুর ধারাবাহিকতা বজায় রাখলে সে জিনিসের সাফল্য দ্রুত আসে।
পাওয়ার আপ পোষ্ট দেখলে আমার কাছে অন্যরকম ভালো লাগে। আজকে আপনি দীর্ঘমেয়াদি কাজ করার জন্য দশ স্টিম পাওয়ার আপ করেছেন। তবে এই বছর আপনার টার্গেট হচ্ছে ৯০০০ এসপি পাওয়ার আপ করা। আশা করি এই টার্গেট পূরণ করে সামনে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবেন।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।