বেইগস ভিল রেস্টুরেন্টে ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত বেশ কিছুদিন আগে রেস্টুরেন্টে কাটানো কিছু মুহূর্ত নিয়ে হাজির হয়েছি। মাঝে মাঝে রেস্টুরেন্টে যেতে ভীষণ ভালো লাগে। তাইতো কিছুদিন পর পরই রেস্টুরেন্টে যাই। যদিও এই রেস্টুরেন্টে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে। পোস্টটি আপনাদের সঙ্গে শেয়ার করব করব করে করা হচ্ছিল না। তাই আজ ভাবলাম এই রেস্টুরেন্টের পোস্টটি আপনাদের সঙ্গে শেয়ার করি। এটি আমাদের শহরের খুবই চমৎকার একটি রেস্টুরেন্ট ।দারুন ভাবে সাজানো গোছানো যা দেখে যে কারোরই ভালো লাগবে ।আমার কাছে তো ভীষণ ভালো লাগে ।তাই তো মাঝেমধ্যে এই রেস্টুরেন্টে যাওয়া হয় ।তাহলে চলুন আপনাদেরকে ও দেখিয়ে নিয়ে আসি বেইগস ভিল রেস্টুরেন্ট থেকে।

বেইগস ভিল রেস্টুরেন্টে ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া


IMG_20240623_005154.jpg

IMG20240305211558.jpg

এই রেস্টুরেন্টের একটি বিষয় আমার কাছে বেশ ভালো লাগে বাহিরে খোলা আকাশের নিচে বসার যেমন সুব্যবস্থা রয়েছে তেমনি আবার এসি রুমের মধ্যেও ব্যবস্থা রয়েছে বসার জন্য। তবে বেশিরভাগ বাইরেই বসতে পছন্দ করে। আমরাও বাইরে বসে ছিলাম ।তবে এবার যখন গিয়েছিলাম তখন যেয়ে দেখলাম রেস্টুরেন্টের মাঝখানে পিটুনিয়া ফুলের বাগান তৈরি করেছে। রংবেরঙের পিটুনিয়া ফুলে সমস্ত রেস্টুরেন্টে ভরে ছিল। দেখতে চমৎকার লাগছিল। এছাড়াও পুরো রেস্টুরেন্টই চমৎকারভাবে লাইটিং করা ছিল ।যার কারণে রাতের বেলা দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছিল।


IMG20240305204746.jpg

IMG20240305211536.jpg

IMG20240305205717.jpg

এখানে শহরের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে বেশ ভিড় করে ।আমাদের শহরে এখন অসংখ্য রেস্টুরেন্ট গড়ে উঠেছে। যে রেস্টুরেন্টে যাই না কেন সব রেস্টুরেন্টেই পর্যাপ্ত লোক দেখা যায় ।তবে এই রেস্টুরেন্টে দেখলাম বিদেশী বেশ কিছু লোকজন এসেছে। যারা আরবিতে কথা বলছে। তাদের দেখে রেস্টুরেন্ট ওয়ালারা দেখলাম আরবি গান ছেড়ে দিল। ব্যাপারটা বেশ ভালই লাগলো ।বিদেশীদের আকর্ষণ করার জন্য বেশ ভালো ইন্টারটেইনমেন্টের ব্যবস্থা করেছিল।


IMG20240305205603.jpg

IMG20240305205314.jpg

এই রেস্টুরেন্টে ইন্ডিয়ান ডিস গুলো পাওয়া যায়। এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন শুধুমাত্র ইন্ডিয়ান ডিস ট্রাই করেছিলাম ।তবে এখান থেকে আমরা সেট ম্যেনু খেয়েছিলাম না। তবে এর কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের দেশের যত ফুড ব্লগার আছে সবাই একসঙ্গে এই রেস্টুরেন্টে এসেছিল ।এই রেস্টুরেন্টের মালিক তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। সবাই রেস্টুরেন্টের সেট ম্যেনুর ভীষণ প্রশংসা করেছিল ।তাই ভাবলাম আমাদের শহরে আর আমরাই খেয়ে দেখলাম না, তাই একবার যেয়ে খেয়ে দেখে আসি।


IMG20240305205211.jpg

IMG20240305204831.jpg

IMG20240305204829.jpg

তাই আমরা এবার সেট ম্যেনু টেস্ট করে দেখতে চেয়েছিলাম । আমরা যেহেতু তিনজন ছিলাম তাই ভিন্ন ভিন্ন তিনটি সেট ম্যেনু নিয়েছিলাম। ভিন্ন ভিন্ন টেস্ট গ্রহণ করার জন্য । সবগুলো খাবারের টেস্ট নেওয়া যায় এই কারণে। আমরা তিনটি ভিন্ন ধরনের সেট ম্যেনু অর্ডার করলাম। আমার হাজবেন্ড নিয়েছিল চিকেন উইথ লেমন বাটার সস ।আমার জন্য নিয়েছিলাম মেক্সিকান চিকেন উইথ রাইস। আর মেয়ের জন্য নিয়েছিলাম বারবিকিউ চিকেন সেট ম্যেনু।


IMG_20240623_005347.jpg

IMG_20240623_005332.jpg

IMG_20240623_005316.jpg

বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবারগুলো পরিবেশন করেছিল। তবে আমার আর মেয়ে খাবার টা খেতে মোটামুটি লেগেছিল ।হাজবেন্ডের টা আমার কাছে খেতে একদমই ভালো লাগেনি। আমরা যেরকম শুনেছিলাম একদমই সেরকম লাগেনি ।তবে খাবারটা মোটামুটি ছিল ।তবে এদের প্রাইস যে পরিমাণ ছিল তার তুলনায় খাবারটা মোটেই ভালো ছিল না। অন্যান্য রেস্টুরেন্ট গুলোর রাইস এর থেকে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে ।তবে রেস্টুরেন্টের ডেকোরেশন এতটা চমৎকার ছিল যে যার কারণে এদের প্রাইসটা একটু বেশি থাকে ।যাইহোক সবকিছু মিলে সুন্দর এক সন্ধ্যা কাটিয়ে বিল পরিশোধ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

অনেক সময় খাবারের প্রাইজের তুলনায় খাবারের মান অনেকটাই খারাপ থাকে। তবে এরকম খোলামেলা পরিবেশের রেস্টুরেন্টে সময় কাটাতে সত্যি অনেক ভালো লাগে। আর ফুলের গাছ ছিল সব মিলে তো দারুন ছিল আপু। তবে খাবারটা খেতে যদি ভালো লাগতো তাহলে আরো বেশি ভালো হতো।

 3 hours ago 

হ্যাঁ আপু এরকম খোলামেলা পরিবেশে সময় কাটাতে সত্যিই দারুন লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 4 days ago 

এই রেস্টুরেন্টের পরিবেশ দেখে তো আমি জাস্ট মুগ্ধ হলাম। রেস্টুরেন্টের পরিবেশ সত্যি আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপু। এরকম সুন্দর পরিবেশের মধ্যে বসে খাওয়া-দাওয়া করতে আসলেই অনেক ভালো লাগে। এরকম সুন্দর রেস্টুরেন্টে বিভিন্ন জায়গা থেকে মানুষ তো এমনিতেই আসবে। অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে। খোলা আকাশের নিচে বসে খাবার খেতে সত্যি খুব ভালো লাগে। রেস্টুরেন্ট টা অনেক দারুন। আর আপনারা ওখানে গিয়ে খাওয়া-দাওয়া করেছেন দেখে খুব ভালো লেগেছে। তবে আপনাদের দুজনের খাবার খুব একটা ভালো লাগেনি এটা শুনে খারাপ লেগেছে। আমি তো মনে করেছিলাম রেস্টুরেন্ট হিসেবে খাবার আরো অনেক ভালো হবে।

 3 hours ago 

হ্যাঁ আপু রেস্টুরেন্টের ডেকোরেশনটা সত্যি চমৎকার ।রাতের বেলায় ভীষণ ভালো লাগে এখানে সময় কাটাতে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 4 days ago 

আজকাল ওরা রেস্টুরেন্ট গুলো খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখে যাতে লোকজন দেখে আকৃষ্ট হয়ে চলে আসে । রেস্টুরেন্টের বাইরেরটাও দেখছি অনেক সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো । খাবার গুলো অনেক লভণীয় লাগছে । ভালোই করেছেন ফ্যামিলির সবাই মিলে এরকম রেস্টুরেন্টে যেতে কিন্তু ভালোই লাগে ।আমার কাছে তো রেস্টুরেন্টের খাবার গুলো সব সময় ভালো লাগে ।

 4 days ago 

হ্যাঁ পুরো রেস্টুরেন্টের ডেকোরেশন টা খুবই চমৎকার। দেখে মুগ্ধ হওয়ার মতো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 days ago 

আপু রেস্টুরেন্টের পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে।বেশ খোলামেলা।এমন জায়গায় গেলে অবশ্যই সুন্দর মুহূর্ত অতিবাহিত করা যাবে।বেশ ভালো লাগলো রেস্টুরেন্টে কাটানো মূহুর্ত এবং খাওয়া দাওয়ার মুহূর্ত দেখে।

 3 days ago 

হ্যাঁ আপু রেস্টুরেন্ট টা বেশ চমৎকার ডেকোরেশন করা। বেশ খোলামেলা যার কারণে অনেক বেশি ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60741.21
ETH 3379.03
USDT 1.00
SBD 2.52