🌸🌺গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ফুল তৈরি🌸🌺

in আমার বাংলা ব্লগ4 years ago

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি নতুন ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ফুল তৈরি করেছি। এটি আমার গ্লিটার আর্ট পেপার দিয়ে তৈরি করা প্রথম একটি ফুল। এর আগে আমি প্রায় তিন মাস আগে গ্লিটার আর্ট পেপার কিনে রেখেছিলাম ।কিন্তু কখনো সাহস হয়নি কোনকিছু তৈরি করার। কিন্তু কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে তাই দেখেই কিনেছিলাম। কিন্তু মনে হয়েছিল যে এগুলো দিয়ে তৈরি করা হয়তো অনেক কঠিন হবে ।তাই ভেবে কখনো করার সাহস হয়নি ।কিন্তু আজ আমার মেয়ে খুব জোর করলো যে, আজ গিটার আর্ট পেপার দিয়ে তোমাকে কিছু তৈরি করতেই হবে। তুমি অনেকদিন আগে কিনে রেখেছো কিন্তু তোমাকে আজ আমাকে একটা কিছু বানিয়েই দিতে হবে। ওর জোর করাতে আজ আমি সাহস করে গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুল তৈরি করে ফেললাম। এখন দেখলাম যে খুব একটা কঠিন নয় ।বেশ ভালই লাগলো ফুলটি তৈরি করতে। সেই ফুলটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।



গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুল তৈরি



20220617_142659.jpg



  • গ্লিটার আর্ট পেপার
  • পেনসিল
  • কাঁচি
  • স্কেল


প্রুস্তুতপ্রণালী



ধাপ-১

20220617_121940.jpg20220617_121950.jpg

প্রথমে দুই কালারের দুইটি গ্লিটার আর্ট পেপার নেই।

ধাপ-২

20220617_122339.jpg20220617_122346.jpg

তারপর সবুজ কালারের পেপার টি বড় ও নীল কালারের পেপার টি ছোট মাপের করে স্কেল ধরে পেন্সিল দিয়ে এঁকে নেই।

ধাপ-৩

20220617_124735.jpg20220617_131501.jpg

তারপর এভাবে সবগুলো কেটে নেই।

ধাপ-৪

20220617_124808.jpg20220617_125107.jpg

তারপর মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে এভাবে করে কেটে নেই।

ধাপ-৫

20220617_125115.jpg20220617_125238.jpg

তারপর সবুজ পেপার এর উপর নীল পেপারটি লাগিয়ে দেই।

ধাপ-৬

20220617_125549.jpg20220617_125555.jpg

তারপর এভাবে করে নিচের দিকে একটি পিন লাগিয়ে নেই।

ধাপ-৭

20220617_131513.jpg20220617_132635.jpg

তারপর সবগুলো সবুজ কাগজের উপর এভাবে নীল কাগজ লাগিয়ে নেই।

ধাপ-৮

20220617_131513.jpg20220617_132650.jpg

ধাপ-৯

20220617_133233.jpg20220617_133239.jpg

তারপর এভাবে সবগুলো পেপারে পিন লাগিয়ে নেই।

ধাপ-১০

20220617_133602.jpg20220617_133702.jpg

এই আর্ট পেপার গুলোর নীচে এমনিতেই আঠা থাকে। সেই আঠা দিয়েই সবগুলো একটির সঙ্গে আরেকটি লাগিয়ে নেই।

ধাপ-১১

20220617_142428.jpg20220617_142457.jpg

তারপর আরো দুটি কাগজ গোল করে কেটে একটির উপর আরেকটি লাগিয়ে নেই।

ধাপ-১২

20220617_142520.jpg

তারপর সবগুলো পাপড়ি একটির সঙ্গে আরেকটি লাগিয়ে নেই।

ধাপ-১৩

20220617_142556.jpg

তারপর পূর্বের গোল করে কেটে রাখা অংশটি লাগিয়ে নেই।

ধাপ-১৪

20220617_142659.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুল তৈরি ।আশা করছি আপনাদের কাছে আমার ফুলটি ভালো লেগেছে।

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

**আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

logo.gif

Sort:  
 4 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে গ্লিটার আর্ট পেপার দিয়ে অনেক চমৎকার একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তৈরীকৃত এই পোস্ট দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। কালার কম্বিনেশন টা অসাধারন ছিল শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

ভাইয়া আপনার কাছে আমার তৈরি করা ফুলটি অসাধারণ লেগেছে এবং কালার কম্বিনেশন টাও ভাল লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

 4 years ago 

পেপার গুলো তো বেশ চমৎকার, একটা ঝিকিমিকি ব্যাপার রয়েছে এটার মধ্যে, কাগজগুলো দেখতেই সুন্দর লাগছে, এই সুন্দর কাগজ ব্যবহার করে আপনি সুন্দর একটি ফুল তৈরি করেছেন খুব ভাল লেগেছে আপনার জন্য শুভকামনা।

 4 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন এ কাগজ গুলো দেখতে সত্যিই চমৎকার। ঝিকিমিকি করে ।আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।

 4 years ago 

আপু আপনার মেয়েকে তো ধন্যবাদ দিতে হয়। ওর জোর করার কারণেই আপনি এত সুন্দর একটি ফুল তৈরি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এর ফলে আরেকটি উপকার হয়েছে আপনার। আপনার ভয় কেটে গেছে গ্লিটার আর্ট পেপার নিয়ে। এরপরে নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর জিনিস এই গ্লিটার পেপার দিয়ে তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সত্যিই আমায় ভয় টা কেটে গিয়েছে। এখন নিশ্চয়ই নতুন নতুন জিনিস বানাতে পারবো ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 4 years ago 

আমারও না সাহস হয় নি গ্লিটার পেপার দিয়ে কিছু বানানো।যাই হোক মেয়ের জন্য সাহস করে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 4 years ago 

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

গ্লিটার পেপার দিয়ে তৈরি করা যেকোনো জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে, গ্লিটার পেপার গুলো সুন্দর ঝিকঝিক করে জলে একারণেই আমার কাছে গ্লিটার পেপার গুলো অধিক প্রিয়। খুব সুন্দর হয়েছে আপু আপনার তৈরি করা গ্লিটার পেপার এর ফুলগুলো। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

গ্লিটার পেপার দিয়ে তৈরি করা জিনিস আপনার কাছে ভীষণ ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো। ভাইয়া আসলেই এই কাগজগুলো ঝিকঝিক করে জলে দেখলে বেশ ভাল লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ভাইয়া ।অনেক ভালো থাকবেন।

 4 years ago 

শুনেছি আপু আপনি গ্লিটার আর্ট পেপার কিনে রেখেছেন কিন্তু কখনো বানাননি ।আজ অনেকদিন পরে আপনি সাহস করে বানিয়ে ফেললেন ভালো লাগলো দেখে ।আপনার মেয়ের জন্য আপনি বানাতে পেরেছেন। সত্যিই খুব ভালো হয়েছে আপনার প্রথম বানানো ফুলটি। এভাবে সাহস করে এগিয়ে দেন আপু আস্তে আস্তে ভালোই বানাতে পারবেন।

 4 years ago 

আপু আপনার এত সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্য পেয়ে সত্যি অনেক ভালো লাগলো। সবসময় ভালো থাকবেন এই শুভকামনা রইল।

 4 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে অনেক চমৎকার একটি ফুল বানিয়েছেন আপু। অনেক মিষ্টি লাগছে দেখতে। অনেক অনেক শুভ কামনা ও ভালবাসা রইল আপনার জন্য

 4 years ago 

আমার গ্লিটার আর্ট পেপার দিয়ে বানানো ফুল টি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি ভাইয়া ভীষণ ভাল লাগছে। এত সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।ভাল থাকবেন।

 4 years ago 

যাক অবশেষে তিন মাস পর মেয়ের জোরে গ্লিটার পেপার দিয়ে ফুল তৈরি করা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তার জন্য আপনার মেয়েকে আমি আগে ধন্যবাদ জানাই। আর আসলেই অসাধারণ হয়েছে ভাবি এই ফুলটি। আপনার জন্য ও আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপু মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন আশা করছি।আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপু আপনি গ্লিটার এবং আট পেপার দিয়ে অসম্ভব সুন্দর একটি ফুল বানিয়েছেন। এই ফুল দিয়ে ঘর ডেকোরেশন করলে সত্যি খুব ভালো লাগবে। গ্লিটার এবং আর্ট পেপার কালার গুলো বেশ ফুটিয়ে তুলেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধাপে ধাপে ফুলটি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

 4 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন এধরনের ফুল দিয়ে ঘর ডেকোরেশন করলে দেখতে সত্যিই ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

 4 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন। এসব জিনিস গুলো দেখতে অসাধারণ লাগে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 4 years ago 

ভাইয়া আমার তৈরি করা ফুলটি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে সত্যি ভীষণ ভাল লাগছে। এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।