থ্রিলার রান চেজ!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল সাউথ আফ্রিকা টি২০ লীগের ২৩ টা ম্যাচ দেখতে দেখতে খেলা হয়ে গেছে। এই ম্যাচে পারল রয়্যাল আর দুর্বান সুপার জায়ান্টস এর মধ্যে খেলা হয়েছে। এই ম্যাচটা দারুণ উপভোগ করা গিয়েছে। উভয় টিম দারুণ খেলেছে, একপ্রকার বলা যায় উভয় টিমের মধ্যে এই রান নিয়ে ভালো প্রতিযোগিতা হয়েছে। যদিও এইসব ব্যাটিং পিচ, ফলে খেলাটা ভালো উপভোগ করা গিয়েছে। গতকালের এই ম্যাচে কিছু ব্যাটসম্যান এর দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছে।
যাইহোক, পারল টস করে জিতে যায় এবং আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। বর্তমানে একটা বিষয় বেশ ট্রেন্ড হয়ে উঠেছে অর্থাৎ যেই টস জেতে, সেই পরে ব্যাটিং করতে চায়। এটা বেশিরভাগ সময়ে ব্যাটিং পিচে খেলার সময় দেখা যায়। কারণ টি২০ তে যদি বোলিং পিচে ১৩০ এর মধ্যে আটকানো যায়, তাহলে সেই রান চেজ করা আরো কঠিন হয়ে যায়। কারণ বোলিং পিচে প্রথমে ব্যাটিং করার পরে পিচ আরো স্লো হয়ে যায়। যাইহোক, দুর্বান এর ব্যাটসম্যান ওপেনার হিসেবে সুনীল নারীন আর মার্করম এসেছিল। নারিন টি২০ ফরম্যাটে অসাধারণ খেলে আর তার গতি আরো বেড়ে যায় আইপিএল এর সময়ে।
এই ম্যাচে খুব ভালো একটা ব্যালান্স করতে পারেনি, তবুও ১১ টা বল খেলে যে রান করেছে, তাতে ওপেন বোলার হিসেবে তার হাত কেঁপে গেছে। ৪ টা বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারি। এই প্লেয়ার সিঙ্গেল খুব কম নেয়, যা রান করে সব বাউন্ডারিতে। তবে এটা ভালো দিক একটা। তবে মার্করম ভালো ব্যাটিং করে দিয়েছিলো ধৈর্য ধরে। এখানে টি২০ ফরম্যাটে সেট হওয়া একটু মুশকিল, কিন্তু একবার সেট হতে পারলে রান তৈরী করা যায়। বাটলার একজন ভালো ব্যাটসম্যান, কিন্তু বর্তমানে ফরম নেই তেমন। এই ম্যাচে এসেই lbw আউট। তবে যাইহোক, সবাই মিলে মোটামুটি ১৮৬ রানের মতো করেছিলো আর এটা একটা বড়ো ইনিংসে নিয়ে গেছিলো।
পারল এর ব্যাটসম্যান চেজ করতে নেমে প্রথমেই বড়ো একটা ধাক্কা খেয়ে যায়। কারণ দুজনেই একসাথে পড়ে গেছে আর এদিকে পাওয়ার প্লে ওভারে রান নেই তেমন। তবে পরে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে যে দুইজন এসেছিল, তারা ভালো সেট হয়ে গেছিল এবং ভালো পার্টনারশিপ গড়ে দিয়েছিলো। আসলে এটা একটা গুরুত্বপূর্ন পদক্ষেপ ছিল, তা নাহলে এই রান করা খুবই মুশকিল ছিল। তাও একদম পুরো ২০ ওভার লেগে গেছিল। বাকিরা রান সেইভাবে না করলেও এই দুইজন এর পার্টনারশিপ এর কারণে এই রান চেজ হয়ে গেছে। এছাড়া ওদের ফিল্ডিং ভালো ছিল। যাইহোক, বেশ ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





