শীতকালীন একটি দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই তারিখের আর্ট করেছিলাম বর্তমানে সময়কে কেন্দ্র করে অর্থাৎ শীতের সিজনকে কেন্দ্র করে। আমাদের কলকাতার দিকে কয়েকদিন বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। যদিও শহরের তুলনায় গ্রামের দিকে গেলে শীতের আমেজটা একটু বেশি লক্ষ্য করা যায়। গ্রামের দিকে তুলনামূলক শহরের পরিবেশের তুলনায় ১ মাস আগের থেকেই শীতের প্রাদুর্ভাব দেখা যায়। তবে শীতের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে গেলে ভোরের কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে হবে, যেটা গ্রামের পরিবেশে ভালো লাগে। শহরে এটা দেখার তেমন সুযোগ হয় না, কারণ ঘুমের থেকে এখানে ওই সময়ে আমরা কেউ উঠি না। তবে যাইহোক, এখানে আমি আর্ট এর মধ্যে একটা গ্রামের ছোট্ট দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। এখানে মূলত শীতের সকালে একজন আগুন জ্বালিয়ে রোদ এর শেক নিচ্ছে, তার একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি।
🌼উপকরণ🌼
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

⏩️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটা শীতের চাদর গায়ে দিয়ে মানুষের বসে থাকা এবং পাশে আগুন জ্বালিয়ে তার শেক নিচ্ছে, এমন দৃশ্য তুলে ধরেছিলাম । এরপর বাড়ি এবং কিছু গাছের দৃশ্য এঁকে দিয়েছিলাম।

⏩️দ্বিতীয় ধাপে- কালো কালার পেন এর মাধ্যমে সব কয়টা দৃশ্যে কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।

⏩️তৃতীয় ধাপে- মোম রং এর মাধ্যমে বাড়ি এবং গাছের দৃশ্যে কালার করে দিয়েছিলাম। এরপর আকাশের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম।

⏩️চতুর্থ ধাপে- মোম রং দিয়ে বাড়ির দেয়ালে কালার করে দিয়েছিলাম। এরপর মানুষ সহ তার পরনে শীতের পোশাকে কালার দিয়েছিলাম এবং পাশে আগুনের শিখায় কালার করে দিয়েছিলাম। এরপর নিচে গ্রাউন্ডে কালার দিয়ে ঘাসের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম। আর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






শীতকালীন দৃশ্যের খুব চমৎকার একটি চিত্রাঙ্কন আজ শেয়ার করেছেন দাদা।আপনার আর্ট গুলো বরাবরই ভালো লাগে আমার।শীতকালীন দৃশ্যটিতে গ্রামীণ সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে ধাপে ধাপে আর্টটি তুলে ধরার জন্য।