ওড়িশার দুরন্ত বোলিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল বিজয় হাজারে ট্রফি এর আরো একটা গুরুত্বপূর্ন ম্যাচ হয়েছে। আর এই ম্যাচে ওড়িশা এবং দিল্লী এর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো। এইসব ম্যাচে কিন্তু অর্থাৎ প্রত্যেক স্টেট অনুযায়ী আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার ভাগ হয়ে আছে। এইসব খেলার অনেক দামও আছে। কারণ ইন্ডিয়ায় স্টেট অনুযায়ী যেসব ম্যাচ অনুষ্ঠিত হয়, তাতে অনেক মূল্য আছে। যাইহোক, এই ম্যাচটা আলুর নামের একটা মাঠে খেলা হয়েছিলো।
এই ম্যাচে যদিও দিল্লী আগে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। আসলে এই পিচ এর বিষয়ে তেমন একটা অভিজ্ঞতা নেই, কারণ এই ধরণের পিচে ইন্টারন্যাশনাল খেলা সম্ভবত পড়ে না। এইসব ম্যাচের জন্য ভেনু হিসেবে এইগুলো খুবই ভালো। যাইহোক, টস এর সিদ্ধান্ত অনুযায়ী ওড়িশা প্রথমে ব্যাটিং করতে নামে এবং শুরু মোটামুটি ভালই ছিল। তবে ব্যাটিং এর পজিশন অনুযায়ী যেটা বুঝলাম, এই পিচে বল খুব কম কাজ করে থাকে। তবে বল যদি নিজের কন্ট্রোলে রেখে সেইভাবে করা যায়, তাহলে কিন্তু উইকেট না পড়লেও রান চেপে দেওয়া যায়।
তবে ওড়িশা যে গতিতে ব্যাট করছিলো, তাতে করে দিল্লীর কারো বোলিং স্পেল কাজে আসছিল না। যদিও মাঝের দিকে ওড়িশার ব্যাটিং লাইন একটু ঝিমিয়ে পড়েছিলো, অর্থাৎ রান রেট অনেকটা কমে গেছিল। তবে পরে অর্থাৎ ২০ ওভারের পরের থেকে রান একটু একটু করে বাড়তে থাকে। এর আগে ছোটো ছোটো পার্টনারশিপ তৈরী হলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি, কিন্তু অধিনায়ক এর ভালো ধৈর্যশীল একটা ব্যাটিং এর জন্য ওড়িশার রান ২৭২ এর মতো হয়। হিসেবে এই রান কিন্তু অতটা শক্ত ছিল না জেতার জন্য। কারণ এই পিচে রান ৩০০+ এর মতো না হলে সম্ভব না।
তবে যদি কঠিন ফিল্ডিং এর মাধ্যমে রান আটকানো যায়, তবেই সম্ভব। ওড়িশার দিক থেকে একেবারে খারাপ প্লেয়ার ছিল না ফিল্ডিং এর জন্য। যদিও সত্যি বলতে ইন্ডিয়ার কোনো প্লেয়ার হার্ড পরিশ্রম করে না ফিল্ডিং এর দিক থেকে। তাও শুরুতেই ভালো বোলিং এটাক করেছিলো ওড়িশা। দিল্লী এমনিতেই হিমশিম খেয়ে গেছে বল হিট করতে গিয়ে। দিল্লী আসলে দাঁড়াতেই পারেনি। বোলিং এবং ফিল্ডিং দুই দিক থেকে এমনভাবে চক্রবুহের মতো ঘিরে ধরেছিলো, যে তাদের শেষ পর্যন্ত উইকেট বাঁচানো মুশকিল হয়ে গেছিল। তারা হয়তো টস জিতে সিদ্ধান্ত সঠিক নিয়েছিলো, কিন্তু কাজে লাগাতে পারেনি। অনেকটা রানে হারতে হয়েছে তাদের।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





