উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস এর দারুন সফলতা

in আমার বাংলা ব্লগ2 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

আজকে আপনাদের সাথে একটি খেলাধুলা বিষয়ক পোস্ট শেয়ার করে নেবো। গতকাল থেকে সব থেকে বড়ো টি২০ লীগ শুরু হয়ে গিয়েছে অর্থাৎ "ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ"। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এতো জমজমাট হয় সবকিছুতে যেটা একটা আলাদা আকর্ষণীয় কাজ করে মনের ভিতরে, বিশেষ করে ক্রিকেট প্রেমীদের। গতকাল উদ্বোধনী ম্যাচে বড়ো দুই টিমের খেলা ছিল অর্থাৎ চেন্নাই সুপার কিংস আর রয়্যাল চ্যালেঞ্জের ব্যাঙ্গালুরু এর ভিতরে। এই দুই টিমে সব প্লেয়ারই মজবুত, কেউ কারো থেকে কোনো অংশে কম নয়। কিন্তু এই দুই টিমের এখনো পর্যন্ত যতবার সামনাসামনি খেলা হয়েছে, ততবারই চেন্নাই এর পাল্লা ভারী, চার্ট যদি দেখা যায় তাহলে ব্যাঙ্গালুরু মাত্র একটি ম্যাচ জিতেছে এই পর্যন্ত তাদের সাথে অর্থাৎ গতকাল যেটা দেখালো আর কি ৭-১।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

তো চেন্নাই এর পিচে খেলা হয়েছে আর এই পিচে একটু ডিফিকাল্ট আছে খেলা যদিও, কিন্তু রান খারাপ হয় না একেবারে। গতকাল টসে ব্যাঙ্গালুরুই জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আর এইবার দুই টিমেরই ক্যাপটেন নতুন, অর্থাৎ ধোনি আর কোহলি দুইজনই আপাতত অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছে। খেলাটা প্রথমে ডু প্লেসি ভালোই শুরু করেছিল, মোটামুটি ১-২ ওভার খেলা দেখে এটা বোঝা গিয়েছিলো যে, তারা দুইজনের একজন স্ট্রাইক নিয়ে খেলবে সবসময়। এক্ষেত্রে ডু প্লেসি সেটা করে আর কোহলিকে দাঁড় করিয়ে রাখে পরবর্তী ধাপের জন্য। এক্ষেত্রে ডু প্লেসি যেভাবে মারা শুরু করেছিল তাতে রান যে ভালোই হবে সেটা ভেবে নিয়েছিলাম। কিন্তু এখানে খলনায়কের মতো একজন এসে প্লানটাই চপাট করে দিয়েছিলো হা হা।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

মুস্তাফিজুর এসেই এক ওভারে দুইজনের উইকেট নিয়ে নিলো আর রান রেট ওখানেই চেপে গেলো অর্থাৎ যে রান রেট ৭-৮ এ চলছিল সেটা একবারে ৪-৫ এ নেমে আসলো। আর ওর প্রতি ওভারেই মানে ৩ ওভারেই রান অনেক চেপে গিয়েছিলো। এক্ষেত্রে বাকিদের বলে মারলেও এই জায়গায় এসে তেমন কোনো কায়দা করতে পারেনি সে কোহলি হোক আর অন্য কেউ হোক। একমাত্র অপশন বেঁচে ছিল দীনেশ কার্তিক যে ম্যাচটাকে একটা পরিপূর্ণ রূপ দিতে পারে। তাছাড়া এই রান করা পসিবল ছিল না একদমই। লাস্ট ১২-১৪ ওভার যখন রানেই ১০০ এর কাছে যেতে পারেনি। লাস্টের কয়েকটা ওভারে এই দীনেশ কার্তিকই বেধর মার মেরেছে বলতে গেলে, যে রান ১৫০ হওয়ার কথা ছিল না, সেই রান গিয়ে দাঁড়ালো ১৭৩ এ। এটা একটা অকল্পনীয় ছিল, মুস্তাফিজুর এর লাস্ট ওভারেও মেরেছে আর সব থেকে এই রানটা উঠেছে দেশপান্ডের ওভারে, ওভারেই ২৫-২৬ রান চলে গিয়েছে।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

মুস্তাফিজুর এখানে তাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো ৪ উইকেট নিয়ে আর এটাই তাদের টিমের মধ্যে সর্বোচ্চ আর পয়েন্টও অনেক বেশি পেয়েছে এক্ষেত্রে। কারণ এক্ষেত্রে আবার বোলারদের উইকেট, ইকোনোমি হিসেব করা হয়ে থাকে। যাইহোক, এক্ষেত্রে বিপক্ষ চেন্নাই এর ব্যাটসম্যানদের যদি দেখা যায়, তাহলে তারা টি২০ ফরম্যাটে যেটা গুরুত্বপূর্ণ সবথেকে সেটা বজায় রেখেছিলো অর্থাৎ পাওয়ারপ্লে ওভারে যে রান রেট ১০ রেখেছিলো এটাই অনেক। রান রেট যা দরকার ছিল তার থেকে মোটামুটি বেশি রেখেছিলো ওভার অনুযায়ী, ফলে এই রান তুলতে ব্যাঙ্গালুরু টিমের মতো হেপা পেতে হয়নি, আরামসে রান উঠে গিয়েছিলো একদম। বরং আরো ১ ওভার ২ বল বাকি থাকতেই ম্যাচ হাতের মুঠোয় চলে আসে ,আর শিবম দুবে ৬ মারা শুরু করলে আর থামেনা, ওর প্রায় শর্টগুলো ৬ এর থাকে, লাগলেই চলে যাবে আর প্রেসার দিয়ে মারে খুব। যাইহোক, উদ্বোধনী ম্যাচটা ভালোই হয়েছে আর খেলাটাও বেশ ইন্টারেষ্টিং ছিল শেষের দিকে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 months ago 

দাদা আপনার পোস্ট দেখে এটা আমি শিওর যে চেন্নাই সুপার কিংস এবং বেঙ্গালুরু এর মধ্যে খুবই জমজমা একটি মুহূর্ত তৈরি হয়েছিল। আসলে বরাবরের মতোই এই দুটি দল খুবই শক্তিশালী। তবে চেন্নাই বরাবরই বেশিরভাগ সময় জিতেছিল কিন্তু ৭,১ ব্যবধান হবে এটা জানতাম না। যাই হোক আমাদের দেশের প্রিয় ক্রিকেট আঙ্গনের একজন প্রিয় বলার মুস্তাফিজুর রহমান চার উইকেট নিয়ে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এটা শুনে গর্ববোধ হচ্ছে। বেঙ্গালুর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে দীনেশ কার্তিক। অপরপক্ষে শিবম দুবে ও ছিল একজন মারকুটে বেটার। তার বেটিং স্টাইল দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। সুন্দর একটি খেলার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা বেশ মজা পেলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

কালকের খেলাটা দারুন উপভোগ করেছি।
বিশেষ করে মুস্তাফিজের ওভারগুলোতে মনে হচ্ছিল প্রতিটা বলেই যেন উইকেটের আভাস দিচ্ছে।
চেন্নাইয়ের প্রথম জয় অনেক ভালোভাবেই তুলে নিল তারা।
অবশ্যই মুস্তাফিজের জন্য এবার চেন্নাই দলকে সাপোর্ট করবো আর সাথে আছি পুরো আইপিএল জুড়ে।
গত কালকের ম্যাচটা দাদা অনেক সুন্দরভাবে রিভিউ করেছেন খুবই ভালো লাগলো।

 2 months ago 

আইপিএল এর মতো এতো বড় লীগ বিশ্বের কোথাও হয় না। আইপিএল এর প্রতিটি সিজন বেশ জমজমাট হয়ে থাকে। সেজন্য আইপিএল টুর্নামেন্ট দেখতে ভীষণ ভালো লাগে। তাছাড়া অস্ট্রেলিয়ান টুর্নামেন্ট বিগ ব্যাশ দেখতেও খুব ভালো লাগে। যাইহোক এই সিজনের প্রথম ম্যাচেই আমাদের মোস্তাফিজ একেবারে বাজিমাত করে দিয়েছে। প্রথম দিকে তো ডু প্লেসি দুর্দান্ত ব্যাটিং শুরু করেছিল। আমি তো ভেবেছিলাম ২০০+ হবে তাদের স্কোর। প্রথম তিন ওভারেই ৩৩ রান নিয়েছিল। তারপর মোস্তাফিজ বেঙ্গালুরুর ব্যাটিং শিবির একেবারে তছনছ করে দিয়েছে। তবে দিনেশ কার্তিকের কোনো তুলনা হয় না। দিনেশ কার্তিকের ব্যাটিং দেখে মাঝেমাঝে অবাক হয়ে যাই। এখনো কতো ভালো ব্যাটিং করে। মূলত দিনেশ কার্তিকের জন্যই মোটামুটি বড় স্কোর গড়তে সক্ষম হয় তারা। মোস্তাফিজও তার শেষ ওভারে ১৫/১৬ রান দিয়েছিল। যাইহোক চেন্নাই এর ব্যাটিং বেশ উপভোগ করেছি। নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রের ব্যাটিং সবসময়ই বেশ উপভোগ করি। অসাধারণ একজন অলরাউন্ডার। যদিও এই ম্যাচে চেন্নাই তাকে বোলিং করতে দেয়নি। আশা করি চেন্নাই তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে এবং মোস্তাফিজও তার সর্বোচ্চটা দিবে। এতো চমৎকার ভাবে এই ম্যাচের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 2 months ago 

দাদা আপনি আজকেও আমাদের মাঝে একটা খেলা বিষয়ক পোস্ট শেয়ার করেছেন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। খেলা বিষয়ক পোস্টগুলো আমি খুবই পছন্দ করি। এর আগেও আপনি অনেক সুন্দর করে খেলা বিষয়ক পোস্ট শেয়ার করেছিলেন। আজকে দেখছি বেশ জমজমাট একটা ম্যাচের রিভিউ শেয়ার করেছেন আমাদের মাঝে। গতকাল থেকে সবথেকে বড় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হয়েছে, এটা আমার জানা ছিল না। আপনার মাধ্যমেই জানতে পারলাম দাদা বিষয়টা। যদিও আমার কখনো দেখা হয়নি এগুলো, তাই জানিনা জমজমাট হয় নাকি কি রকম হয়। তবে আপনার রিভিউটা পড়েই বুঝতে পেরেছি, ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ অনেক বেশি জমজমাট হয়ে থাকে। শেষের দিকটা বেশি ইন্টারেস্টিং ছিল জেনে খুব ভালো লেগেছে দাদা। পুরো ম্যাচটার সম্পর্কে ধারণা নিয়ে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা সুন্দর করে এটা সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য। আপনার খেলা বিষয়ক আরেকটা পোস্ট খুব শীঘ্রই দেখার জন্য অপেক্ষায় থাকলাম দাদা। আশা করছি শীঘ্রই আমাদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

মুস্তাফিজুর রহমান শুরু থেকে বেশ দুর্দান্ত ছিল। আজকে অসাধারণ বোলিং করেছে সে। চেন্নাই সুপার কিংস একদম দুর্দান্ত টিম কম্বিনেশন ছিল। প্রতিটা টিম শক্তিশালী। ম্যাচটি দুর্দান্তভাবে উপভোগ করেছিলাম। লাস্টের দিকেও বেঙ্গালুরু প্রতিরোধ গড়ে তুলেছিল। চেন্নাই সুপার কিংস এর প্রতিটা ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাট করেছে। অবশেষে প্রথম জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। অনেক সুন্দর রিভিউ করেছেন দাদা।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আইপিএলে আমি চেন্নাইকেই সাপোর্ট করি। সেজন্য গতকালের ম‍্যাচটা আমি মিস করিনি। সত্যি বলতে গতকাল মোস্তাফিজুর রহমান এর বোলিং ছিল এককথায় অসাধারণ। কী বলটাই না করল। ব‍্যাঙ্গালোর এর পুরো ব‍্যাটিং লাইন আপ একাই ধ্বংস করে দিয়েছে। তবে টি টুয়েন্টি তে পাওয়ার প্লে তে রান আবশ‍্যক। যেটা চেন্নাইয়ের ব‍্যাটসম‍্যান রা খুব সহজেই যোগার করে নিয়েছিল।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আসলে আইপিএলের প্রত্যেকটা ম্যাচই অনেক ভালো লাগে। তবে বাংলাদেশের প্লেয়ার থাকলে এবং যে ম্যাচটাতে থাকে সেই ম্যাচটা দেখার অন্যরকম আগ্রহ থাকে। আর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুস্তাফিজ রহমান ছিল, যার কারণে ম্যাচটি দেখার জন্য অনেক আগে থেকে অপেক্ষা করতেছিলাম। যখন ম্যাচটা দেখলাম এত ভালো লাগলো যা বলার মতো না। আসলে এত আশায় করেছিলাম না মুস্তাফিজ এর কাছে। যে মুস্তাফিজ কালকে এত কিছু করবে। আসলে এই খেলাটা দেখে এত ভালো লেগেছে, আইপিএলে যত ম্যাচ দেখেছি তার ভিতরে এই ম্যাচটি আমার কাছে সবচাইতে বেশি এবং অনেক আকর্ষণ নিয়েছিল। যাই হোক আমার পছন্দ প্লেয়ার এম এস ধোনির।আর ধোনির সাথে মুস্তাফিজকে দেখতে পেয়ে আরো বেশি ভালো লেগেছে। আসলে ধনী যে সর্বকালের সেরা, আবারো প্রমাণ করল মোস্তাফিজুর রহমানকে দিয়ে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

দাদা বেশ কয়েকদিন পর আপনার কাছ থেকে খেলা বিষয়ক পোস্ট দেখলাম। এই পোস্ট দেখে তো অনেক ভালো লেগেছে। চেন্নাইয়ের সফলতা দেখে অনেক ভালো লেগেছে। এই খেলাটা আসলেই জমজমাট হয়েছে। খেলার এত সুন্দর রিভিউ পোস্ট পড়লে খেলা তো আর দেখাই লাগবে না। আগে খেলা দেখার জন্য অপেক্ষায় থাকতাম। কিন্তু এখন খেলা দেখা একেবারেই হয় না। ব্যস্ততার কারণে এখন আর খেলা দেখি না। খেলা না দেখলেও রিভিউ পড়ার চেষ্টা করি আপনার পোস্টের মাধ্যমে। মুস্তাফিজুরের খেলাটা অনেক বেশি সুন্দর হয়েছে। ৪ উইকেট নেওয়ার বিষয়টা আসলেই অনেক গুরুত্বপূর্ণ ছিল। আর এটার জন্য তার গুরুত্ব রয়েছে। এরকম দুর্দান্ত ম্যাচগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি ম্যাচগুলোর রিভিউ পোস্ট পড়ে নিতেও অনেক ভালো লাগে। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে এটা। সেরা প্রেমীরা বুঝতেই পারতেছি বেশ উপভোগ করে ম্যাচটা দেখেছিলাম এমনকি অনেক বেশি ইনজয় করেছিল। অসংখ্য ধন্যবাদ দাদা খেলা বিষয়ক এই পোস্টটা শেয়ার করার জন্য।

 2 months ago 

দাদা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ মানেই দূদান্ত ম্যাচ ৷ যা হোক খেলটা দেখেছি পুরোটা ৷ আমাদের বাংলার মোস্তাফিজুর রহমান একাই খেলার মোর ঘুরিয়ে দিয়েছে ৷ সত্যি বলতে খেলাটা অনেক ভালো ছিল ঐ

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 61232.75
ETH 2977.74
USDT 1.00
SBD 3.60