রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল বিজয় হাজারে ট্রফি এর আরো একটা ম্যাচ খেলা হয়েছে। এটা মোটামুটি লীগ পর্যায়ের বেশ কয়েকটা খেলা চলছে। এটা মোটামুটি বিভিন্ন জেলা ভিত্তিক খেলা চলছে। এই খেলায় যার যার জেলার থেকে মেইন মেইন প্লেয়াররাও খেলা করছে। গতকাল মুম্বই আর সিকিমের মধ্যেও একটি গ্রুপ পর্যায়ের খেলা হয়েছে। এই খেলায় মুম্বইয়ের হয়ে রোহিত শর্মাও খেলছে। কোহলিও অন্য গ্রুপের হয়ে খেলছে।
সিকিম টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। যদিও আসলে এটা সিকিমের একটা দিকে ভালো হতো, যদি পরে ব্যাটিং করতো। পরে ব্যাটিং করলে চেজ করতে বেশি সুবিধা হয়ে থাকে এই ধরণের পিচে। কারণ ব্যাটিং পিচে যতো বেশি পরে ব্যাট করা যায়, ততো বোলিং স্পেল কম কাজ করে। যাইহোক, সিকিমের হয়ে ব্যাট করতে আসলে ওপেনে একটা বড়ো ধাক্কা খায় সিকিম, কারণ শুরুতেই উইকেট পড়ে যায়। তবে এতে তেমন বিশেষ কিছু সমস্যা তৈরী হয়নি। কারণ পরের ব্যাটসম্যান এসে ভালোমতো রিকভার করে নিয়েছিলো।
তবে রান খুব ধীরে উঠেছে। মোটামুটি ওপেনে যদি ধরে নেওয়া হয়, তাহলে ওটাই সর্বোচ্চ পার্টনারশিপ ছিল ১০০+ । এরপরে বাকি যারা ব্যাটিং করেছে সব ওই মাথাপিছু ১৫-৩০ এর মতো রান করেছে। তবে সিকিমের হয়ে যারা খেলেছে, তাদের কারো চিনিনা বলতে গেলে অর্থাৎ এদের একজনও ভারতের হয়ে কোনোদিন খেলেনি। আইপিএল কেউ খেলেছে কিনা তাও ঠিক নেই। তবে যাইহোক, রান সর্বমোট দাঁড়িয়েছে ২৩৬, যা একটা ৫০ ওভারের ম্যাচে লো স্কোর হিসেবে ধরা যায়। যাইহোক, এরপরে মুম্বই ব্যাটিং করতে নামে এবং এই রান তাদের কাছে যেনো একটা বাচ্চা খেলার মতো হয়েছিলো।
তবে মুম্বইতে মোটামুটি যারা যারা ব্যাটিং করেছে, তাদের সবাইকেই মোটামুটি চিনি, এরা সবাই ইন্টারন্যাশনাল প্লেয়ার মোটামুটি। রোহিত শর্মা আপাতত কোনদিক থেকে অধিনায়ক এর পদে নেই। এই রান একপ্রকার তাদের কাছেও বাচ্চাদের মতো হয়েছে। ওপেনার হিসেবে একজন লো স্পিডে ব্যাটিং করলেও রোহিত শর্মা ব্যাটিং করেছে ঝড়ের গতিতে। যেভাবে ব্যাটিং করছিলো, তাতে করে মনে হচ্ছিলো, এই রান একাই করে ফেলবে। রোহিত শর্মা ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী একটা ইনিংস খেলেছে। ৩০ ওভারে এই রান ২ উইকেটে চেজ হয়ে গেছে। শার্দুল ঠাকুর অধিনায়ক হিসেবে খারাপ করিনি, ব্যাটিং অর্ডার তো যে যার মতো করেছে, কিন্তু বোলিং এবং ফিল্ডিং যথেষ্ট ভালো মেইনটেইন করেছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





