বৈভবের থ্রিলার ব্যাটিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আন্ডার ১৯ আর আরব আমিরাত আন্ডার ১৯ এর ম্যাচ ছিল। কিন্তু ম্যাচটা এত সুন্দর উপভোগ্য হবে, সেটা ভাবাও যায়নি। তার উপর আবার সেটা খেলা হয়েছে দুবাই এর পিচে। দুবাই এর পিচে রান করা এতটা সহজ না, কারণ সেখানে পিচের অবস্থা অনেকটা আবহাওয়ার উপরে নির্ভর করে। বেশিরভাগ সময়েই দেখা যায় পিচ বোলিং এর দিকে বেশি ঝুঁকে যায়। তবে ব্যাটিং এর দিকে কোনো কোনো পর্যায়ে এমন হয় যে, ঠিকভাবে সেট হতে পারলে রান ঝড়ের বেগে উঠতে থাকে।
যদিও গতকাল টস জিতেছিল আরব এর টিম আর তারা পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। আরব এর টিম একদম নতুন আর তাদের টিমে মিক্সড প্লেয়ার অর্থাৎ ৯০% সব বাইরের দেশের মিলিয়ে আর নিজেদের কয়েকজন। তাছাড়া আর তেমন নেই। ভারতীয় আছে বেশ কয়েকজন সেখানে। যাইহোক, ইন্ডিয়া টস অনুসারে আগে ব্যাটিং করতে আসে এবং প্রথমেই একটা জোর ধাক্কা লাগে, কারণ ব্যাটে এসেই অধিনায়ক আউট হয়ে যায়। আর ওপেন এর দিকে এইরকম ধাক্কা একটা বড়ো ধাক্কা। তবে সেই ছোটো ছেলেটা বৈভব একদম পুরো বিধ্বংসী ব্যাটিং শুরু করে দিলো যেনো।
আর এর ব্যাটিং রুল এর মধ্যে কোনো ডিফেন্স এর উল্লেখ নেই। যে বল দেখে, সেটা দিয়েই টেনে দেয়। তবে ওর একটা দিকে ভাগ্য ভালো যে, মিস যায় না আর ব্যাটে এসে বল বেশি নষ্ট করে না। কম বল খেলে বেশি রান তোলার একটা ভাবমূর্তি নিয়ে খেলতে নামে। বয়স কম হলেও খেলছে বড়ো বড়ো মহারথিদের মতো। পুরো টানা ৭৯ টা বল খেলে ১৭১ রানের এক বিধ্বংসী ইনিংস উপহার দিয়ে গেলো। আর বাকিরা তো কয়েকজন আছে, তারাও বেশ ভালো একটা পজিশন-এ রান করে গিয়েছে। তবে ফলে ৫০ ওভারে টোটাল রান দাঁড়ায় ৪৩৩। এই রান দেখেই বোঝা যাচ্ছিল যে আরব এদের দ্বারা সম্ভব না। এই রান চেজ করা বিশাল কঠিন ব্যাপার।
যাইহোক আরব এর টিম ব্যাটিং করতে নামে, কিন্তু তাদের বেহাল অবস্থা প্রথম থেকেই। ইন্ডিয়া বল খুব একটা হার্ড করিনি যদিও এদিকে, কিন্তু তাও খেলতে পারেনি। আসলে এত বড়ো একটা রানের পাহাড়ের সামনে আলাদা একটা টেনশন থাকে, সেখানে দাঁড়িয়ে বড়ো বড়ো টিমও ফেইল খেয়ে যায়। আর আরব নতুন টিম, যাদের অভিজ্ঞতা খুবই কম ক্রিকেটে। তাদের তো আরো অবস্থা খারাপ এই চাপে। এটা যেমন টি২০ তে ২০০ পার হলে একটা প্রেসার তৈরী হয়, এখানে ৪০০ ক্রস করা মানেই একই বিষয়। তাও ইন্ডিয়ান দুই বংশভূত কিছুটা রান করেছিলো বলে ২০০ রান এর মতো হয়েছিলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





